পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պգo SS)8S পাঙুনীল আকাশেতে চিল উড়ে যায় বহুদূরে। আমলকী-তলা ছেয়ে খসে পড়ে ফল, জোটে সেথা ছেলেদের দল । আঁকাবঁকা বনপথে আলোছায়া গাথা, " অকস্মাৎ ঘুরে ঘুরে গুড়ে ঝরাপাত৷ সচকিত হাওয়ার খেয়ালে। ঝোপের আড়ালে গলা-ফোলা গিরগিটি স্তন্ধ আছে ঘাসে। ঝুড়ি নিয়ে বার-বার সাওতাল মেয়ে যায় আসে। আমার মাটির ঘরখানা ধীরে ধীরে ভিং তোলে গেঁথে রৌদ্রে পিঠ পেতে। মাঝে মাঝে মুদূরে রেলের বঁাশি বাজে ; প্রহর চলিয়া যায় বেলা পড়ে আসে, ঢং ঢং ঘন্টাধ্বনি জেগে ওঠে দিগন্ত আকাশে । আমি দেখি চেয়ে, ঈষৎ সঙ্কোচে ভাবি এ কিশোরী মেয়ে পল্লীকোণে যে ঘরের তরে করিয়াছে প্রস্ফুটিত দেহে ও অন্তরে । শুশ্রুষার স্নিগ্ধসুৰক্তিরা, আমি তারে লাগিয়েছি কেনা-কাজে করিতে মজুরী, মূল্যে যার অসন্মান সেই শক্তি করি চুরি সাঁওতাল মেয়ে ওই ঝুড়ি ভূরে নিয়ে আসে মাটি। 8 भjघ Sఉb