পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রবীন্দ্রনাথের পত্র কল্যাণীয়েযু অজিত, তুমি আমাকে যে প্রশ্ন করেছ তার উত্তর আমি পূৰ্ব্বেই দিয়েছি। একথা আমি ক্রমশই স্পষ্টতর ক'রে বুঝতে পারছি, ভালো নামক জিনিযট আমাদের পক্ষে একটা কথার কথা যতক্ষণ তা আমাদের পক্ষে সত্য না হয় । অতএব আমরা ভালোকে চাই বললে কিছুই বলা হয় না, আমরা সত্যকে চাই এইটেই থাটি কথা । ভালোর পতি লোভ ক’রে সত্যকে হারানো মানুষের পক্ষে বড় দুৰ্গতি । বস্তুত পৃথিবীতে যথার্থ সংলোকের এই একটা মস্ত বিপদ আছে। তারা ভালোর প্রতি অত্যস্ত লুব্ধ হয়ে নিজের সত্যের প্রতি অন্ধ হয়ে পড়েন। তার বাইরের দিকের ভালোটাকেই সমুজ্জ্বল ক’রে দেখেন,নিজের ভিতরের দিকের ভালোটা দেখতে পান না। যারা bull's-eye লণ্ঠন মিয়ে দেখে তারা নিজের চারি দিকটাকে অন্ধকার ক’রে দেখে-সেটা বিশেষ কোনো একটা প্রয়োজনের দেখা হ’তে পারে কিন্তু সেটা স্বাভাবিক দেখা নয় । আমরা কোনো উপায়েই অন্তকে পেতে পারি নে ;–অন্তকে দেখতে পারি, ভালবাসতে পারি, নিজেকেই পেতে পারি। ভ লীকে বাইরে দেখতে পাওয়ার একমাত্র সর্থকতা এই যে, নিজের ভালোর সঙ্গে তার সামঞ্জস্ত সাধন করা যায়। নইলে তাকে আত্মসাৎ করতে যাওয়া চুরি করতে বাওয়ার মত। চোরাই মাল আপনার নয় এবং দণ্ডস্বরূপে আপনারটাকে খোয়াতে হয়। নিজেয় সত্যের সঙ্গে সকল সত্যের যোগ আছে, নিজের ভালোর সঙ্গে সকল ভালোর আত্মীয়তা আছে এইটেকে ঠিকমত অনুভব করতে পারলেই আত্মবিমাননার হাত থেকে ছুটি পাওয়া যায়। অবগু নিজের সত্যকে জান মলস নিশ্চেষ্ট লোকের কৰ্ম্ম নয় কিন্তু বস্তুত সেইটেই সরচেয়ে কাঠৰ স্বাধমার কৰ্ম্ম মা আপনার BBB BDS BBD BZ DD SBB BB BBS অন্তের ছেলেকে কোলে ভুলে নিলেই হ'ল এও তেমনি— নিজের সত্যেয় দায়ই সবচেয়ে বেশী । তেমনি মিজের সতোর আনন্দেরও তুলনা নেই। কৃত্রিম কর্তব্যের গৌহাই দিয়ে মানুষের নিজের ভিতরকার সত্যকে অবরোধ করতে আমি অত্যন্ত সঙ্কোচ অনুভব করি। নিজের জোঁরকে অন্তের প্রতি প্রয়োগ করাই দৌরাত্ম্য, অষ্ঠের জোঁৱকে জাগিয়ে তোলাই যথার্থ হিতৈধিতা। তোমার যেখানে কাজের ক্ষেত্র সেখানে ভূমি যেটা সবচেয়ে ঠিকমত করতে পার সেই দিকেই প্রাণপণে ঝোক দিয়ে, অল্প কিছু যতই ভালো এবং যতই আবণ্ডক হোক না তোমার তাতে কিছুমাত্র দায়িত্ব নেই। এইটেই যথার্থ নিলোভ এবং নিরাসক্ত ভাবে কৰ্ম্ম করা ; এই ভাবটি ঠিকমত রক্ষা করতে পারলেই কৰ্ম্মেয় দাসত্ব থেকে পরিত্রাণ পাওয়া যায়। স তার কাছেই আমি ধরা দিতে পারি, তাতেই আমার আনন্দ কিন্তু কৰ্ম্মের কাছে নয় ;-সত্যেরই প্রকাশক্ষেত্র বলেই কৰ্ম্মের গৌরব, নইলে তার মত হরিণবাড়ি জগতে কোথাও আছে ? - আমি সম্প্রতি গ্লসটারশায়ারে এক গওগ্রামের কুযকেয় ঘরে বাস করছি। নিকটে আর এক বাড়িতে রটেনষ্টাইন থাকেন। বেশ আননে আছি। শিশু থেকে একটা আধটা কবিতা তীক তর্জমা ক’রে দিই-ৰ্তার ভালো লাগে । ইতি ৩১ শ্রাবণ ১৩১৯ তোমাদের ” ঐরবীন্দ্রনাথ ঠাকুর Cjo Prof. Seymour . . Urbana lllinois tj. S. A. কল্যাণীয়েৰু S DDDS BBBS BBB BBBB BBBBB BBS झङ्कर ।। ’क्षध1’fङ्ग्', 'मषाँं श्८वं श्ं *८itशं *ब्र ऊँांब्र পরে রওনা হব—এখানকার সকলে সেই পরামর্শ দিচ্ছিলেন