পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র জলধর সেন মহাশয় প্রতিকক্ষে নিত্য আসিয়া এবং সভার প্রতি কার্য্যে ও সম্মিলনীতে উপস্থিত থাকিয় প্রতিনিধিগণকে আপ্যায়িত করিয়াছেন। স্তর যন্ত্রনাথ সরকার পুরঃসর থাকিয়া তাহাদিগকে বিভিন্ন আমন্ত্রণস্থলে ধাতায়াতের সতর্ক সঙ্গী ছিলেন। এইৰূপে রায় খগেন্দ্রনাথ মিত্র প্রমুখ অনেক বিশিষ্ট ব্যক্তি স্বজনের স্বাচ্ছন্যে আত্মনিয়োগ করিয়াছিলেন । র্তাহার। সকলেই আমাদিগের ধন্তবাদীহঁ । - শ্ৰীযুক্ত ব্রজেন্দ্রনাথ ভদ্রের অধিনায়কত্বে সুকুমার বালক হইতে তরুণ স্বেচ্ছাসেবকগণ প্রতিনিধিগণের অক্লান্ত ও পর্যাপ্ত সাৰিত্রী پنجابسون সেবা করিয়াছেন। অভিজ্ঞ কৰ্ম্মী ঐযুক্ত জ্যোতিক্ষন্দ্র ঘোষের কস্তা কুমারী উমা ঘোষ মহিলা-প্রতিনিধিগণের জন্ত সৰ্ব্বদা উপস্থিত থাকিতেন। প্রতিনিধি-নিবাসের বৃহৎ প্লন্স:দে চু:বি বন্ধ করিবার ব্যবস্থা ছিল না, অথচ পুরুষ ও মহিলা প্রতিনিধিবর্গ নিঃশঙ্ক চিত্তে জিনিষপত্র ফেলির রাথিয়া যাইতেন ও ফিরিয়া আসিয়া সকল বস্তুই স্বস্থানে পাইতেন। স্বেচ্ছাসেম্বকগণের এরূপ সতর্কত ও সকল আমোদ-প্রমোদে যোগদানে প্রলোভনত্যাগ প্রশংসাৰ্ছ ও স্বেচ্ছাসেবকমণ্ডলীর কর্তৃপক্ষের কৰ্ম্মকুশলতার নিদর্শন। ماتيجيبتوفيتييييييير সাবিত্রী ঐআমরেশ রায় অক্ষম নিষ্ফল মৃত্যু হ’তে মোরে রক্ষণ কর জাগায়ে আঁধার বনভূমি হে পাবিত্রি,—তব পুণ্য প্রেম-শিথ ধর, मैज़िाहेrद छूमि, *~*~* ক্ষুব্ধ মোর জীবনের লক্ষ্যহীরা শুষ্ঠ অন্ধকারে জানিবে আমার নাম, কহিবে আমার পরিচয়, যেথা পলে পলে কোন তৃপ্তিহীন বেদনার ভারে ঘুচিবে সকল গ্লানি জীবনের সর্ব-পরাজয় ! বিলুপ্তির তন্মতলে মিশে যাই চিররাত্রিদিন পরম ব্যর্থতা ল’য়ে অগৌরবে—পরিচয়হীন ! এস সেথ,--আনো তব দৃপ্ত শুভব্ৰত, মৃত্যু মোর কর প্রতিহত ; नूठन छौदन रुद्र शांन মোরে কর উজ্জীবিত পূর্ণ সত্যবান ! বেখায় গহন বনতলে নামহীরা, রাজ্যচ্ছরি, একাকী ৰিফলে अभिशू ८ख्णां★, স্পঞ্জিত পল্লখ-আলো-ছায়ার খেলায় ; আত্মবিস্মৃতির মাঝে केिन्जिष्ट्र भनिन शैन जोप्ख ! একদিন সেখায় সহসা পড়ক তোমার জ্যোতি, যেন কোন বর্গ হ’তে খলা ; সে দিন জাগিবে মোর হিয়া ! তার পর, হে সাবিত্রি,—যাবে কি ফিরিয়া আপন প্রাসাদ মাঝে ;-হম্ম্য-বাতায়নে বিচিত্র খচিত রত্নাসনে বসিবে নীরবে বাজিবে পূরবী তান সন্ধ্যার উৎসৰে ! হেথা বনতলে চিত্ত মোর ব্যথা-জীর্ণ ব্যাকুল উছলে, উৎকণ্ঠ অধীর, ব্যগ্র আঁখি বিদ্ধ করে গহন তিমির – সৰ্ব্ব দেহে-মনে কোন খর-অগ্নি করেছি বরণ, মুহূৰ্ত্তে মুহুর্তে সহি জাগ্ৰত মরণ ! তবে এল স্বর, ८श् शांबिबि, श्७ झषङ्गः । তার পর দিনে দিনে তিলে তিলে মোরে করুহ উদ্ধার ঃ বিশ্বের গৌরব গানে ফিরে দাও মোর অধিকার।