পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আধুনিক রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি তব পড়িলাম, বলিবার নাই মোর, তাপ কিছু অাছে তাহে, সন্তাপ তাই মোর । কবি-গিরি ফলাবার উৎসাহ-বন্ত্যায় আধুনিকাদের পরে করিয়াছি অস্ত্যায় যদি সন্দেহ করো এত বড়ো অবিনয় চুপ ক’রে যে সহিবে সে কখনো কবি নয় । বলিব তু-চার কথা, ভাল মনে শুনো তা ; পূরণ করিয়া নিয়ে প্রকাশের নু্যনত । পাজিতে যে তাক টানে গ্রহ-নক্ষত্তর আমি তো তদন্থসারে পেরিয়েছি সত্তর । আয়ুর তবিল মোর কুষ্ঠির হিসাবে অতি অল্প দিনেই শুন্ত্যেতে মিশাবে । চলিতে চলিতে পথে আজকাল হরদম বুকে লাগে যম-রথ-চক্রের কদম । তবু মোর নাম অাজেণ পরিবে না ওঠাতে প্রাত্নিক তত্ত্বের গবেষণা-কোঠাতে । জীণ জীবনে আজ রং নাই মধু নাই মনে রেখে তৰু আমি জন্মেছি অধুনাই । সাড়ে আঠারো শতক A.D. সে যে B.C. নয় মোর ষার মেয়ে বোন, নারদের পিসি নয় । আধুনিক ষারে বলে তারে অামি চিনি যে, কবি-যশে তারি কাছে বারো অানা ঋণী যে । তরি হাতে চিরদিন স্থাৎপরোনাস্তি পেয়েছি পুরস্কার, পেয়েছিও শাস্তি । প্রমাণ গিয়েছি রেখে, এ-কালিনী রমণীর রমণীয় তালে ৰাখা ছন্দ এ ধমনীর ।