পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংে প্রবামনী ; SS8S র্ষি। এদের মুখের রং লালচে হলদে, তৈরি করতে হয় । এতে খুবই সময় লাগে। তবুও মুখ ৪ ত কাজল দিয়ে ফোটান এবং ন” । এ হচ্ছে ধারা ক্ষতবিক্ষত নে উপস্থিত হয়, যেমন—শুর্পনখা প্রভৃতি । এই মুখোস জাপান কিংবা জাভার মুখোসের মত স্থায়ী নয়। প্রত্যেক বার অভিনয়ের সময়ে নুতন ক’রে w থেকে পৃথক কোন স্থায়ী মুথোসে ইহা রূপান্তরিত হয় নাই । কারণ, রসাভিনয়ের জন্য মুথের পেশীর সঞ্চালনের কোন বাধা না দিয়ে এই রকম মুখাবরণ তৈরি করতে হয়েছে । এদের ব্যবহৃত পোষাক ও গছন ছবিতে বেশী স্পষ্ট হবে । মহিলা-সংবাদ স্বাণ লক্ষ্মীৰাঙ্গ রাজবাড় রাণী লক্ষ্মীবাঈ রাজবাড়ে এক জন বিখ্যাত কৰ্ম্মী ও সমাজসেবিকা । তিনি গোয়ালিয়রের কাউন্সিল অব রিজেন্সীর সৈন্ত-বিভাগের ভারপ্রাপ্ত সদস্তোর সহধৰ্ম্মিণী । নারীজাতির উন্নতিকল্পে ৰ্তাহার প্রচেষ্টা সৰ্ব্বজনবিদিত । তিনি এই জন্ত গোমালিয়র ও বাহিরের অনেকেবঙ্গ আদর্শস্থানীয়া । সামাজিক কুসংস্কার ও দুর্নীতি-নিবারণেও র্তাহার বিশেষ কৃতিত্ব আছে । ডক্টর প্রীমতী শাস্তু সপ্তর্ষি ডক্টর শ্ৰীমতী শাস্ত সপ্তর্ষি তৃতীয় এমূ-বি, বি-এল পরীক্ষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করিয়া স্বর্ণপদক লাভ করিয়াছেন।