পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b సెg উকিল ও ব্যবস্থাপক সভার সভ্য মৌলবী আবদুস সমদ বলেন, “বাটােয়ারাটার দ্বারা ব্রিটিশ গবন্মেষ্ট এখন হিন্দু ও মুসলমানদের মধ্যে ভেঙ্গ জন্মাইতে পায়িয়াছেন ; মেদিন বহুদূরবর্তী নহৈ যখন মুসলমান সম্প্রদায়ও এই প্রকারে কয়েক ভাগে বিভক্ত হইবে।” লাহোরের অধ্যাপক আবদুল বজিদ খ। ধলেন, “সাম্প্রদায়িক পৃথক নিৰ্ব্বাচকমণ্ডলীগুলা মুসলমান সম্প্রদায়কে আর্থিক উন্নতি করিতে ডাক্তার প্রকাশ চক্র সেল ( “রামবাৰু” ) বিন্দুমাত্রও সাহায্য করিবে না। তাহারা সম্প্রদায়ের মধ্যে এমন একটা দলের স্বষ্টি করিরছে, যাহার স্বার্থসিদ্ধির জন্ত সম্প্রদায়ের নাম ব্যবহার করিতেছে, এবং আমলাতঙ্গের ও নিজেদের সাহায্য করিতেছে ” - ● প্রতিনিধি ও শ্রোতাদের মধ্যে অবহু হিন্দু ও শিথই বেণী ছিলেন। কিন্তু মুসলমানের সম্পূর্ণ অভাব ছিল না। জয়েট পালেমেণ্টারী কমিটির রিপোটে বলা হইয়াষ্ট্রে হিন্দুরাও খুব বেশী পরিমাণে সাম্প্রদায়িকু বাটোরারাট মানিয়া লইয়াছে । ইহা ধুে সভ্য নহে, দিল্লীর কমৃফারেন্সটি তাহার অন্ততম প্রমাণ কংগ্রেসপক্ষীর কোন • কোন ব্যক্তি বলিয়াছেন, যখন বাবু স্থাজেন্দ্রপ্রসাদ ওঁ মিঃ জিন্নার মধ্যে বাটোয়ারা সম্বন্ধে প্লফার কথাবাৰ্ত্ত চলিতেছিল, তখন ক্ষমৃফারেন্সটি করা ঠিক হল নাই আবর। তাহা মনে করি না । তাহার কথাবাৰ্ত্তী চালান, তাহাতে আপতি নাই । কিন্তু বাটোয়ারাটা ধে কত খারাপ, তাহ & ع ہے” ఙ a ه مچیے" ● יסכי মহাজাতিগঠনের প্রতিবন্ধক এবং - দায়িত্বপূর্ণ । গবয়েন্ট ফুলনকে কিরূপ সম্পূর্ণ অসম্ভব করিয়াছে তাহ রফাপ্রেয়াসী নেতাদিগকে ও সৰ্ব্বসাধারণকে পুন: পুন: স্মরণ করাইয়া দিবায় জন্তু এরূপ, একটা নয়, অনেক কৰূলরেন্স আর্গুক। অষ্টারের সঙ্গে কোন রফা হইতে পারে না । ● সমগ্রভারতীয় বজেট

  • প্রতিবৎসর এই সমস্তু সমগ্রভারতীয় বজেট বা আনুমানিক আয়-ব্যয়ের হিসাব ও পাদেশিক বজেটগুলি মভারতীয় ব্যবস্থাপক সভায় ও প্রাদেশিক ব্যবস্থাপক সভাসমুহে উপস্থাপিত হয় । যত দিন পর্যস্ত ভারতীয় ও প্রাদেশিক সভাগুলির ব্যয় মঞ্জুর নামঞ্জুর করিবার চূড়ান্ত ক্ষমতা না জন্মিবে, তত দিন নামে মাত্র মধ্যে মধ্যে নিৰ্ব্বাচিত সদস্যেরা গবন্মেটিকে পরাজিত করিতে পরিবেন । তাঁহাতে অনাবখক ব্যয় ও অপব্যয় কমিবে না, এবং আবশ্যক ও সৎ ব্যয় বাড়িবে না।

• বার তারতীয় ধজেটে উদ্বৃত্ত দেখান হইয়াছে। তাহার জষ্ঠ ভারত-গবন্মেণ্টেয় কৰ্ম্মচারীদের যে শতকরা ৫ টাকা বেতন ছাটাই হুইয়াছিল, তাহা আর থাকিবে না । অল্প বেতনের চাকর্যেদের বেতন পুৰ্ব্ববৎ করিয়া দেওয়া আপত্তিজনক ন হইলেও, উচ্চপদস্থদের মেটা বেতনের ছfটাই স্থায়ী করিয়া দেওয়াই উচিত ছিল । ভারতবর্ষের উচ্চপদস্থ কৰ্ম্মচারীর যুত বেশী বেতন পান, অল্প কোন দেশের তত্ত্ব ল্য কৰ্ম্মচারীরা তত মোটা বেতন পনিনা। .১৯৩৫-৩৬ সালে বে ৯৬ লক্ষ টাকা বেশী ব্যয় হইবে তাহার প্রার সমস্তই সরকারী কৰ্ম্মচারীদিগকে পুৰ্ব্ববৎ পুরা বেতন দিতে খরচ হুইবে । ব্রিটিশ-ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশের গ্রামগুলির আর্থিক ও স্বাস্থ্যবিষয়ক উন্নতির জন্ত ভারত-গবন্মেণ্ট এক কোটি টকা বরাদ্ধ ধ্বরিয়াছেন। ইহাতে প্রত্যেক প্রদেশের ভাগে কয়েক লক্ষ টাকা করিরা পড়িবে। সমগ্র ব্রিটিশ-শাসিত ভারতবর্ষে ৪,৯৯,৩৫১টি, অর্থাৎ মোটামুটি পাঁচ লক্ষ গ্রীব আছে। পাচ লক্ষ গ্রামের উন্নতির জন্ত এক কোট ( অর্থাৎ এক শত লক্ষ ) টাকা ঝয়ের মানে, গড়ে প্রতি গ্রামের উন্নতির জন্ত কুড়ি টাকা করিয়া খরচ কয়। টাকাগুলি সব । গ্রামে ছড়াইয়া খরচ করিলে কোনই ফল হইবে নীবিশেষতঃ ঘথন এক কোটি টাকার একটা বড় অংশ সরকারী নূতন নূতন চাকর্যেদের বেতন দিতে ব্যয় হইবে। ক্ষয়িষ্ণু প্রদেশগুলির ক্ষয়িষ্ণু অঞ্চলসমূহের ক্ষয়িষ্ণু গ্রামগুলির উন্নতির জন্তই প্রথমে চেষ্টা করিলে কিছু ফল পাওয়া যাইবে। ভারত-গধৰ্ম্মেন্টের বজেটে কিছু টাকা উদ্ধৃত হওয়ায় I-mm-mm