পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيا وجسb তাহা করেন নাই। তাহা করিতে গধৰ্ম্মেণ্টকে অনুরোধ করির একটি প্রস্তাৰ ব্যবস্থাপক সভায় গৃহীত হইয়াছে। " কারখানার কাজে ও ব্যবসাবাণিজ্যে অভিজ্ঞ ও উৎসাহী বাঙালীদের এ বিষয়ে উদ্যোগী হওয়া উচিত । নারীদের আইনগত অনধিকার নিখিলভারতীয় নারীসম্মেলন সম্পর্কে নৰ দিল্লীতে জাহত একটসভায় শ্ৰীমতী সরোজিনী নাইডু বলিয়াছেন – "নারীরা এখন আর পুরুষদেয় হাতের কল বা খেলমা ময় । তারা নবীন উৎসাহ ও উদ্যমে অনুপ্রাণিত হয়ে উঠেছে। কারও উপর জুলুম জবরদস্তী করবার জন্তে আমরা আমাদের অধিকার দাবি করছি ন+ী কৰ্ত্তব্যসম্পাদনের জষ্ঠেই তা চাচ্ছি। বৰ্ত্তমানে নারীক্ষা আইনসংপৃক্ত নানা অসুবিধা ভোগ করছে। আমরা পুরুষদের সঙ্গে সমানভাবে দেশের রাজনৈতিক, আর্থিক, ও নৈতিক উন্নতি বিধাসে আত্মনিয়োগ করতে চাই ; পুরুষদের ঘাড়ে একটা বোঝার মত হয়ে থাকৃতে চাই না।” নব দিল্লীর এই সভায়, ভারতীয় বাবস্থাপক সভায় সদস্তদিগকে এই অনুরোধ কয় হইয়াছে, যে, তাহার বাল্যবিৰাহনিরোধ আইন সংশোধন করিয়া বাল্যবিবাহ বন্ধ করিবার জন্ত ব্রিটিশ-ভারতের প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটদিগকে নিষেধাজ্ঞা জারী করিবার অধিকার দানের ব্যবস্থL করুন । উত্তরাধিকার, বিবাহ, অভিভাবকত এবং স্বস্তানগণের সম্বন্ধে নারীদের আইনগত অযোগ্যতা বা অনধিকার বিষয়ে অনুসন্ধানের নিমিত্ত একটি কমিশন নিয়োগের জন্ত এবং শীঘ্ৰ ঐ সকল বিষয়ে নারীদের অনধিকার দূরীকরুণার্থ আইনপ্রণয়নকল্পে ঐযুক্ত অধিলচন্দ্র দত্ত ব্যবস্থাপক সভার একটি প্রস্তাব উত্থাপনের নোটিস দিয়াছেন । চরণ ঘোষকে প্রহার লম্বন্ধীয় প্রশ্ন মেদিনীপুরের ভূতপূৰ্ব্ব ম্যাজিষ্ট্রেট মি: বাজকে হতা করা সম্পর্কে চরণ ঘোষকে প্রহর বিষয়ে অনুসন্ধান শেষ হইয়াছে কিনা, তাহ জানিবার গ্রন্থ পালেমেণ্টে কুমারী এলিনর রাখবেন প্রশ্ন করায়, ভারত-সচিব উত্তর দেলু, য়ে, বঙ্গীয় গবন্মেণ্ট এখন পর্য্যস্ত তদন্তের রিপোর্ট পান নাই । কোন কোনূ ক্ষিপ্রকারী সরকারী কৰ্ম্মচারী"এই অতিজটিল ব্যাপারের তদন্ত করিতেছেন, তাহা প্রকাশিত श्इ नांदें । e - বঙ্গদেশে ডাকাইতী বৃদ্ধি বঙ্গদেশে ডাকাইতী বাড়িয়া চলিতেছে । লোকদের দারিদ্র্য বৃদ্ধি ইহার একটা কারণ । পুলিস বিভীষিকা "ব্রেইচেন্নড় مخصلى الله عليه وسلمناعیئےۓ পন্থী আবিষ্কার ও দমনে বেশী বাস্ত থাকার হয়ত চুক্তিডকাইত দীন থেষ্ট মনদিতে পারিতেছেন। সম্প্রতি • মেদিনীপুর জেলাতেই সৰ্ব্বাপেক্ষা অধিক ডাকাইতী হইয়াছে। সমর্থ বয়সের হিন্দু ভদ্রলোকদের সন্ধার প্রাককল হইতে স্বর্যোদয় পৰ্য্যস্ত চলফিয়ার স্বাধীনতা লুপ্ত হওয়ায় এবং পুলিসের মনোযোগে তাহারা সঙ্গস্ত হওয়ায় অ-হিন্দু ও হিন্দু অ-ভদ্র লোকের ডকাইতী ও নারীহরণাদি .কুকাৰ্য্য করিবার অধিকৃতর হবিধা পাইয়াছে কিনা, অনুসূন্ধের -- e. বঙ্গে কাপাসের চাষ ‘বঙ্গের নানা অঞ্চলে, বিশেষতঃ বীরভূম বাকুড়া বৰ্দ্ধমান ও মেদিনীপুর জেলায় সাধারণ কপালের চাব বেশ হইতে পারে। তা ছাড়া দীর্ঘ আঁশের নরম ও চিকণ বুড়ী কপিাসের চাষও নানা জায়গায় হইতে পারে। বাংলা দেশে কপিাসের চাম বাড়াইলে বঙ্গর ক্ৰমবৰ্দ্ধমান মতা ও কাপড়ের কলগুলিকে মোশ্বাই প্রদেশ এবং মধ্যপ্রদেশ ও বেরীরের উপর *এখনকার মত এত বেশী নির্ভর করিতে হইবে না। • কয়লা বঙ্গের কুলগুলির কাছে আছে। তুলাও যদি নিকটে পাওঁয়া যায়, তাহা হইলে বঙ্গের কলগুলির কাপড় বঙ্গে অন্তান্ত প্রদেশ প্রস্তুত কাপড়ের চেয়ে সস্তায় দেওয়া সম্ভব হইবে । সারদা আইন সত্ত্বেও বাল্যবিবাহ বাল্যবিবাহনিরোধক সারদা আইন সত্বেও অনেকে বরচুর কীকি দিয়া ১৮ ও ১৪ বৎসরের কম বয়সের বালকবালিকার বিবাহ দিয়া আসিতেছে। ফাকি দিবার একটা উপায় ফরাসী গবন্মেন্টের অধীন পণ্ডিচেরী বা চন্দননগরে গিয়া বিবাহ দেওয়া । ফরাসী পত্ত্বিক প্রসিকিউটার ম: এডোরার্ড হাস্কট, ফরাসী গবন্মেণ্ট যাহাতে এই কুপ্রথা নিবারণ করেন, তাহরে জন্ত চেষ্টা করিয়াছিলেন । কিন্তু তাহার গবষ্মেণ্ট ইহাতে যুঞ্জিী না হওয়ায় তিনি চাকরিতে .ইস্তফা ftផ្ទះ ? বড় ও প্রাদেশিক লাটদের অসাধারণ ক্ষমতা পুরাকালে কোন কোন হিন্দু রাজা ও সম্রাট স্বেচ্ছাচারী ও অত্যাচারী ছিলেন। কিন্তু যিনি যত ক্ষমতাশালীই থাকুন, কেবলমাত্র নিজের ইচ্ছামত হিন্দু আইন অর্থাৎ স্মৃতি সংহিতা মীতিশাস্ত্র প্রণয়ন করিবার অধিকার ও ক্ষমতা কোন হিন্দু নৃপতিরই ছিল না। এখন ত স্বাধীন হিন্দু রাজা কেবল এক জন আছেন। তিনিও হিন্দু আইন