পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাতিক ডালাকালিয় ও ডালাকালিয়ান ^్స মৃগুবৰ্ণ ( Sundborn নামক স্থানে কাল লারসনের বাড়িতে পৌছানো যায় । বাড়িখনি বাহির হইতে দেখিলেই বুঝা যায় যে, ইহা চিত্রকরের বাড়ি,-চতুদিকের ঘরবাড়ির সঙ্গে ইহার পার্থক্য এত বেশী । তাহার অধিকাংশ প্রসিদ্ধ চিত্র এখন ষ্টকহলমের জাতীয় মিউfজয়মে বক্ষিত । তাহীর বাড়ির এখনও তা হ:র ছঙ্কিত চিত্রে পরিপূর্ণ। বিশেষভাবে গ্রাম্য অধিবাসীদের বাড়ির ভিতরের দশু শুষ্ঠার তুলিতে ফুটিয়া উঠিয়াছে । বাড়ির ঘর দরজা ও গ|সবাদপত্রের সকল স্থালৈই তিনি কিছু-না-কিছু ছবি আঁকিয়া গিয়াছেন । তা সত্ত্বেও মুণ্ডবর্ণে কয়েকখানা কো? বর্তমানে স্ট্রীহরি বাড়ির অংশবিশেষ মিউজিয়মে পরিণত হইয়াছে । চিত্রকর জন প্ৰসিদ্ধ মোর নামক ডালাকালিয়াম পোষাকে বর ও কনে (“Out in the Open Air” ) স্থানে জন্মগ্রহণ করেন। শিল্পরাজ্যে জনের প্রতিভা বহুমুখী এবং ঠাহীর চিত্র-সংখ্যাও কমনহে । এচিং এবং জীবিত মানু্যদের চেহারা আঁকায় তিনি সুইডিশ চিত্রকরদের মধ্যে অগ্রগণ্য । তাহার বহু ছবি নানা দেশের মিউজিয়মে জনর চিকশাল স্থান পাইয়াছে । তাহার দুইটি প্রসিদ্ধ চিত্রের সংক্ষিপ্ত বর্ণনা এথানে দিতেছি । একটি গ্রাম্য বালিকার চিত্র, ইহার নাম কিংস কffরন ( Kings Karin ) । সাধারণতঃ গৃহস্থ ধরের শাস্ত সুস্থ সবল সরল মেয়ে ; তাহার গালের হাড় দুইটি বেশ উচু, মুখখন টুকটুকে লাল । সে দেন গ্রাম্য সরল পবিত্ৰচেতা সুইডিশ মেয়ের প্রতিমূৰ্ত্তি, যে ধরণের মেয়েরা চিরকাল ধরিয়া পুরুধদের প্রাণে শক্তি ও শাস্তি ঘোগfইয়া আসিতেছে । ঠাহীর আর একখানি চিত্র গোথেলবর্গ ( (otherberg ) মিউজিয়মে রক্ষিত । ইহার নাম “মুক্ত বাতাসে” চিত্ৰখানি দেশ-বিদেশে বহু প্রদর্শনীতে সমাদর লাভ করিয়াছে। চিত্রিত বিষয়টি ও বিষয়ের আবেষ্টনী পুরোপুরি সুইডিশ । সমুদ্রের তরঙ্গাঘাতে মন্থণ কঠিন ধুসর রঙের পাথরের গায়ে স্নানোদেশে মাথায় পীত সোমী ড়ের চুলে ভরা দুই তরুণী নিরালায় জলে সমিধার জন্ত প্রস্তুত । কঠিন পাথরের উপর তারুণ্যভরা ছে, নৌকাবিহার, মনের সহজ আনন্দ্রের ভিব্যক্তি