পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ల8 }ఎ98షి শব্দের মিশেল চলেছে—কিন্তু স্বভাবতই তার একটা সীমা আছে। কোনো পণ্ডিতও উর্দু লেখার কালে উর্দুই লেখেন। তার মধ্যে যদি তিনি “অপ্রতিহত প্রভাবে” শব্দ চালাতে চান . তাহলে সেটা হাস্যকর বা শোকাবহ হবেই। আমাদের গণশ্রেণীর মধ্যে যুরেশিয়েরাও গণ্য। তাদের মধ্যে বাংলা লেখায় যদি কেউ প্রবৃত্ত হন এবং বাবা মা শব্দের বদলে পাপ মামা ব্যবহার করতে চান এবং তর্ক করেন, ঘরে আমরা ঐ কথাই ব্যবহার করে থাকি, তবে সে তর্ককে কি সুক্তিসঙ্গত বলব ? অথচ তাদেরকেও অর্থাৎ বাঙালী যুরেশিয়কেও আমরা দূরে রাখা অন্যায় বোধ করি। খুশী হ তারা বাংলা ব্যবহার করলে ; কিন্তু সেটা যদি যুরেশিয় বাংল হয়ে ওঠে তাহলে ধিক্কার দেব নিজের ভাগ্যকে । আমাদে ঝগড় আজ যদি ভাষার মধ্যে প্রবেশ করে সাহিতে উচ্ছঙ্খলতার কারণ হয়ে ওঠে, তবে এর অভিসম্পা আমাদের সভ্যতার মূলে আঘাত করবে। ইতি ১১ই, চৈত্র ১১৪০ ৷ ভবদীয় রবীন্দ্রনাথ ঠাকুর g মহিলা-সংবাদ কলিকাতার কয়েকটি চিত্র-প্রদর্শনীতে যে-সব মহিলার আঁক ছবি প্রশংসিত হইয়াছে তাহদের নামের তালিক গত মাসের উভয় সম্প্রদায় হষ্টতে অধিকসংখ্যক ভোট পাইয়া যশোহ মিউনিসিপালিটির সদস্য নির্বাচিত হইয়াড়েন । কলিকাত প্রবাসীতে প্রকাশিত হইয়াছে। মহিলাদের মধ্যে শ্ৰীমতী রম বস্থ অন্যতম। শ্ৰীমতী রম চিত্রাঙ্কনে বিশেষ পারদর্শিনী । উাহার যে চিত্রগুলি প্রশংসিত হইয়াছে তাহার মধ্যে “শেষ আরতি”, མཱ།རྨ পনর বৎসর বয়সে ও ‘নিরন্ধন” ষোল বৎসর খ্ৰীমতী রমা বহু | বয়সে আঁকা । তিনি গৃহে বসিয়া মাতার নিকট চিত্রবিদ্যা শিক্ষা করিয়াছেন। তাঁহার মাতা 'ত্রমতী প্রভামী মিত্রের জাকা ছবিও প্রদর্শনীতে পুরস্কৃত হইয়াছে। - - করপোরেশন ছাড়া বঙ্গদেশের মিউনিসিপালিটিতে তিনিই প্রথ: যুক্ত আমেনা খাতুন গত ২৩এ মার্চ হিন্দু ও মুসলমান মহিলা-সদস্য নিৰ্ব্বাচিত হইলেন। স্ত্রীযুক্ত আমেনা খাতুন