পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এক হিসেবে উথার অদৃষ্ট আরও ভাল। শ্বশুর শাশুড়ী দুইই বর্তমান। শ্বশুর মিশি রান্ধ-ও অঞ্চলের ডাকসাইটে লোক । আমি গিয়ে পরিচয় দিলাম। ভদ্রলোক তখনি পুকুরে জাল নামিয়ে দিলেন। সদমগোপাল জিজ্ঞাসা করিলেন--আর মুনীল ষে কথাটা বলে গিয়েছেন ? ভুবন ঘাড় নাড়িয়া বলিলেন—তাও হোলো। নিশিবাবু বাইরে লোক মন্দ নন। বললেন—ছেলের পছনেই আমাদের পছন্দ। উপযুক্ত ছেলে, আমরা কি তার ইচ্ছের বিরুদ্ধে যাব ? - আনন্দে বিহবল হইয়া সদস্গোপাল বলিলেন—ভুবন, তবে তোমাকে আরও একদিন যেতে হচ্ছে। ঘাড় নাড়লে হবে না—আমিও যাব। গিয়ে বলব, আমার দুই নাতনীকেই একদিনে নিতে হবে—ঐ এগারোই বোশেখ । তা নইলে শুনব না । ভুবন বলিলেন,—তাও বলেছিলাম। কিন্তু বিস্তর অজুহাত । ছেলেরই নাকি আপত্তি, পরীক্ষার আগে সুবিধে হয়ে উঠবে না । বাবাজী বাড়িতে নেই-আসল কথাটা তাই বোঝা গেল না। আমার মনে হয়, বুড়োরও কিছু দুষ্টুমি আছে। তারপর অনেকক্ষণ ধরিয়া দুজনে অনেক পরামর্শ চলিতে লাগিল । এদিকে খুব জাকাইয়া প্রাণপণ শক্তিতে উলু দিল্লী উমারাণী ইপিাইতে ইপিাইতে অবশেষে বিভাকে নির্জনে ধরিয়া বসিল । —ওরে রাকুলী, সত্যি সত্যি আমার বর ছিনিয়ে নিলি ? এই কথাটাই বাক হাসির সঙ্গে ক'দিন ধরিয়া মেয়ে মহলে মুখে মুখে চলিতেছে । উমারাণীকে দেখিলেই সকলে চুপ করিয়া যায়। সেই কথা মনে করিা লক্ষায় সহসা বিভার উত্তর যোগাইল না। উষ বলিতে লাগিল—তুই ডাকাত। BBBD DDD DD BB DDD BBB BBD BB DBBB ছেঞ্চে ছক্ষেচলি- , , : > oë શઃ ఫీe —ছাড়ব কি সহজে ? বিভা সামলাইয় তখন ঝগড়া স্বরু করিল —অত আহলাদ করিসনে রে। না হয়, ফুটে৷ একটা মাসের এদিক ওদিক। সেখানেও পাশাপাশি বাড়ি। তোর সঙ্গে চুলেচুলি না করলে একদিনেই ধে মরে যাৰ ভাই— তারপর আবার বলিতে লাগিল— বোশেখে না হয় কলেজের এগঙ্গামিন। জোষ্টিতে বাঁচবে কি করে । পুরুষগুলো ভাই বডড বোকা । সেই সেই মাথা খুড়তে হবে, খামক আমাদের চটিয়ে রেখে দেয় । তখন আচ্ছা করে কৈফিয়ৎ নিবি, ছাড়িস নে— বুঝলি ? উমা বলিল—দয়ার উপর জুলুম ? বিভী মুখ খুরাইয়া বলিল—কিসের দয়ালে ? মেয়েমানুষ গাঙের জলে ভেসে আসে নাকি ? পুরুব জাতকে আমন আঙ্কার দিস নে—দিস নে। তাহলে কত হেনস্তা করবে দেখে নিসযেন পুরুষের সঙ্গে ঘরকন্না করিয়া করিয়া বিভা মস্ত বড় গিন্নি ঠাকরুণ হইয়া গিয়াছে। উমারাণী হাসিয়া উঠিল - সবাইকে তোর গোসাই ঠাকুর ভাবিস নাকি ? তারপর টিপি টিপি হাসিতে হাসিতে বলিল-ভাল হয়েছে ধে ঐ দিন আমাকে বেী সেজে বসতে হবে না, বাসরঘরে নিমাই গোসাইয়ের কাছে দিব্যি ভাগবত শোনা যাবে। রাগ করিস নে ভাই, আর একটা লোকও এসেছিল সেদিন-- কিন্তু জালিয়াতি বুদ্ধি তার ত মাথায় আসে নি— বলিতে বলিতে অকস্মাৎ উমার মুখ অপূৰ্ব্ব উজ্জল হুইয়t উঠিল, এক মুহূৰ্ত্ত সে চুপ করিয়া রহিল, তারপর “স্বচ্ছ স্নিগ্ধকণ্ঠে বলিতে লাগিল—দাদু বলেন, দেবতা । গামার দাদুর মুখে যিনি হালি ফুটিয়েছেন, সত্যি তিনি দেয়ত। তোর কাছে বলৰ কি ভাই, সকালে উঠে রোজ জনে মনে তাকে প্রণাম করি । সেদিনের কাগু সিম্বে লোকে স্থাসাহঞ্জল করে, আমি তা বুঝি। তবু আমি ভাবি, ভাগিাল গোঁসাই ঠাকুর আমাকে পছন্দ করে বলেন নি।--কিছুতে বিশ্বাস ছত্তে , চায় না যে সত্যি সত্যি কোনদিন ঐ দেবতার পায়ে মাখা রাখতে পারব— t ছাতের প্রাস্তে ছুইজনে নিঃসীম মাঠের দিকে চাহিয়া চাহিদা পরম মধুর অপর সেইদিনগুলিঙ্কে লইয়া স্বপ্নের জাল বুনিয়, চলিল। শেষ ফাত্তনের মাঠ। শিমুল বলে এখনও সব ফুল ফুট লাই, জলের শাখাৰ মূল জটা পঞ্জিতেছে, বৈচিগাছে ×o