পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"రిచి ধাক্কার প্রতিভাবান এবং র্যাহারা মানসিক ব্যাধি দ্বার আক্রান্ত--এই উভয় শ্রেণীর লোকের মধ্যে ভেদরেখা অত্যস্ত ক্ষীণ। পাগল এবং প্রতিভাশালী ব্যক্তি উভয়েই প্রবল প্রবৃত্তি লইয়া জন্মগ্রহণ করে । উদাম ভাব না থাকিলে কোন মাগুষ বড় হইতে পারে না । উহা কাজের মধ্যে বেগ আনিম্না দেয়। যেখানে উদাম প্রবৃত্তিগুলি সত্য, শিব ও সুন্দরের পথে ধাবিত হয়, যেখানে মনের আদিম সহজ ইচ্ছাগুলি একটি বিরাট মহান আদর্শের কাছে মাথা নত করে, সেখানে মাতুষ হইয়। উঠে প্রতিভাবান অদ্ভুতশক্তিসম্পন্ন। যেখানে উদাম আদিম প্রবৃত্তিগুলি ইন্দ্রিয়ের ক্ষেত্রকে অতিক্রম করিতে পারে না, যেখানে ইচ্ছার সঙ্গে রহিয়াছে ইচ্ছার দ্বন্দ্ব, প্রবৃত্তির সঙ্গে SసలిES রহিয়াছে প্রবৃত্তির বিরোধ, যেখানে একটি মাত্র অত্যুচ্চ আদর্শ বিভিন্নমুখী ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রিত করে না, সেখানে হৃদয় মগের মুল্লুক হুইয়া উঠে। সেই হৃদয় হয় পাগলামীর আড্ডা, ব্যর্থতার মরুভূমি, ব্যাধির আলয় । সেই জীবনই হইতেছে পরিপূর্ণ সার্থক জীবন, যেগানে ত্যাগ ও ভোগের মধ্যে সামঞ্জস্য আছে, যেখানে প্রবৃত্তির সঙ্গে নিবৃত্তির দ্বন্দ্ব মিটিয়াছে, যেখানে দেন্ত আত্মাকে স্বীকার করে, আত্মাও দেহকে স্বীকার করে, যেখানে ব্যক্তিত্বের মধ্যে ভেদের কোলাহল নাই, যেখানে জীবনের সকল স্বর একত্র মিলিত হইয়া এক অখও ঐকতানের হষ্টি করিয়াছে । ইহাকেই ম্যাগডুগাল সাহেব বলিয়াছেন স্বরাঢ় wroa (autonomous self); গীতা বলিয়াছে যতাত্মা । يجمعجصعيبيو -*, , ব্যাঙ্কিং-জগতে বাঙালীর স্থান উীনলিনীরঞ্জন সরকার বাংলা দেশের শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে বাঙালীর স্থান আজ কত পশ্চাতে, তাহা আমরা প্রত্যেকেই অবগত আছি ; তাহার আর্থিক দুৰ্গতি প্রতিনিয়ত আমাদের চক্ষুর সম্মুখে অতি করুণভাবে ফুটি উঠতেছে ; ব্যবসাক্ষেত্রে প্রতিনিয়ত তাহার ব্যর্থতা ও নৈরাপ্তের বেদনা আমরা মৰ্ম্মে মৰ্ম্মে অনুভব করিতেছি । " এই দারুণ দুর্দশার হাত হইতে রক্ষা পাইতে হইলে, সৰ্ব্বসাধারণকে, বিশেষতঃ শিক্ষিত মধ্যবিত্ত ভদ্রসম্প্রদায়কে, বিগত পঞ্চাশ বৎসরের কৰ্ম্মপস্থার অনেকট পরিবর্তন করিতে হইবে । এযাবৎ কৃষিকার্য্যের উন্নতিঅবনতির উপরই প্রায় সকল প্রকার ব্যবসায়ীর লাভক্ষতি নির্ভর করিয়া আসিয়াছে । বাঙালী মধ্যবিত্ত সম্প্রদায় এতদিন শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে মনোযোগী মা হুইয়া, নিজেদের সামান্ত ক্ষেতখামারের রক্ষণাবেক্ষণ, জমিদারী, চাকুরি, ডাক্তারী বা ওকালতী প্রভৃতিতে লিপ্ত থাকিতেন । ফলে এই হইয়াছে যে, তাহাদের পরিত্যক্ত ক্ষেত্রে অবাঙালী কায়েমী হইয়া বসিয়া গিয়াছে এবং দুনিয়ার ধনদৌলত যত, তাহারাই এখন ভোগ করিতেছে। শুধু ওকালতী, ডাক্তারী, জমিদারী প্রভৃতির আয়ের উপর নির্ভর করিয়া বাঙালীর আর চলিতেছে না; উপস্থিত সমস্তার দিকে দৃষ্টিপাত করিয়া এতদিনের পরিভ্যুত্ত শিল্প-ব্যৰসায়ের প্রতি তাহাকে আৰু ক্ষধিৰতর মনোযোগী হইতে হুইবে । এস্থলে বেঙ্গ ধেন মনে না করেন, দামি চাকুরি, জমিদারী—এই সকলকে অবহেল SBBB S BBBBS DDD BBDD gB BS DBBDD দেশের আশু উন্নতিবিধান করিতে হইলে প্রধানতঃ শিল্পবাণিজ্যের পথই অবলম্বনীয় । কিন্তু এই পথে বাঙালীকে যথেষ্ট প্রতিকুল অবস্থার মধ্য দিয়া অগ্রসর হইতে হইবে। বিদেশী এবং অবাঙালী ব্যবসাক্ষিগণ এই ক্ষেত্রে যে ভাবে আত্মপ্রতিষ্ঠ হইয়া বসিয়াছে, তাহাতে র্তাহীদের প্রবল শক্তির সহিত প্রতিযোগিতা করিম স্বীয় প্রতিষ্ঠা স্থাপন করা বর্তমানে একমাত্র বাংলার প্রতি বাঙালীর মমত্ববোধ এবং সঙ্ঘবদ্ধতা দ্বারাই সম্ভৰে । ব্যবসায় বা শিল্পের প্রতিষ্ঠা এবং তাহার পরিচালনার জন্য, ব্যবসায়-শিল্পের মেরুদণ্ড যে অর্থ-শক্তি, সেই অর্থ শক্তি সঞ্চয় করিতে হইলে বাঙালীর এখন সৰ্ব্বাপেক্ষ অধিক প্রয়োজন,--- সঙ্ঘবদ্ধত । বর্তমান জগতে যে আর্থিক সঙ্ঘশক্তির উপর নির্ভর করিয়া ব্যবসাম-শিল্পের মূলধন সংগৃহীত হইতেছে, ব্যাঙ্ক তাঁহারই একটি নিদর্শন ৷ আজিঞ্চর দিনে এই চট্টগ্রাম শহুরে ষে শীথ-প্রতিষ্ঠানটি জন্মলাভ করিতেছে, তাহাকে আমি বাঙালীর জাগ্রত সত্তাশক্তির নিদর্শন বলিঙ্গা মনে করিতেছি। এই প্রকার প্রত্যেকটি প্রতিষ্ঠানের সহিত সমগ্র বাঙালীজাতির BBBBB BBDBBD DDD C BBDB K ঘনিষ্ঠভাবে জড়িত আছে, একথা বলাই বাহুল্য। এই ভাবী भज८लग्न नखांदनीम्र यांबिकांब्र अन्नश्छांटन cथां★नन कब्रिग्रां यांत्रेि জিশেৰ ভদানন্দলাণ্ড কল্পিড়েছি । শুধু ,আনন্দিন্ত কেন,— আপনাদের এই প্রচেষ্টা জামাকে বিশেষ প্রশান্বিতও কঞ্জিছে। চট্টগ্রাম বাংলার দ্বিতীয় প্রধান বন্দর ; এই বন্দরের শিল্প