পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

čepetiskt টোরীদের দ্বারা ভারতীয় লোকমত নির্ণয় বিলাতের রক্ষণশীল অর্থাৎ টোরী দলের কুইজন সভ্য, ভাইকোস্ট লাইমিংটন ও মেজর কোর্টল্ড, ভারতীয়দের রাজনৈতিক মত সাক্ষাৎভাবে জানিবার জন্য ভারতভ্রমণ করিতেছেন । ইতিমধ্যেই নেতৃস্থানীয় কাহাকেও কাহাকেও প্রশ্নাবলী দিয়া তাহার জবাব চাহিয়াছেন এবং কিছু জবাব পাইয়াছেন। প্রশ্নগুলি নীচে দিতেছি। 1. Do you approve of or do you condemn the White Paper scheme P 2. Are the Hindus in British India really interested in the Federation between the Princes and British India, or are you indifferent to the Federai programme 7 3. What are the dangers in the Federal scheme which the Hindus visualize Y 4. If the Federai scheme is scrapped and only reforms in the British Indian Provinces are granted, will this meet with the approval of the ក្ញុំ ៖ 5. Would the Hindu community prefer the Simon recommendations on the assumption that those recommendations will not be based on the Prime Minister's Communal Award 2 এই প্রশ্নগুলি একটি একটি করিয়া বাংলায় দিয়া তাহার উপর কিছু টিপ্পনী যোগ করিম দিতেছি । ১ । আপনি শ্বেত পত্রের প্রস্তাবাবলীর অনুমোদন করেন, না তাহা গ্রহণের অযোগ্য বলিয়া তাহার নিন্দ করেন " এরূপ প্রশ্ন যে করা হইয়াছে, তাহাতেই বুঝা যায়, যে, ইংলণ্ডের লোকেরা তারতের জনমত সম্বন্ধে কত অক্স, এবং ষে অঙ্গসংখ্যক ইংরেজ হয়ত অহা জানে, তাহদের অনেকে কি পরিমাণ অজ্ঞতার ভাণ করে । মহুধানামধেয় যে-ষে ভারতীয় জীব বা জীবসমষ্টি সরকার বাছাছুরের স্বয়গুহীত ও ভবিষ্যতে অধিকতর অস্থগুহপ্রার্থী, এরং ধামাধরা ও ধামা ধরিতে আগ্রহাস্থিত, তাহার ছাড়া কেঙ্কই যে শ্বেত পত্রের অনুমোদন করে না, ইহা ভারতবর্ষে সুবিদিত । কোনও স্বীজাতিক ( nationalist ) ইহার অনুমোদন করে ন, করিতে পারে ন—তাহার ধর্শ্ব ও জাতি যাহাই হউক । ইহার অনুমোদনকারী কোন ব্যক্তি স্বাজাতিক বলিমা নিজের পরিচয় দিলে সে হয় ছদ্মবেশী, নয় কল্পনাবিলাসী আত্মপ্রতারক । শ্বেত পত্রের ভিত্তি প্রধান মন্ত্রীর সাম্প্রদায়িক ভাগবাটোঅারা । ইহাতে হিন্দুদের উপর ঘোরতর অবিচার এবং ইউরোপীয় ও মুসলমানদের প্রতি অতি অন্যাম ও গহিত পক্ষপাতিত্ব দেখান হইয়াছে । সাম্প্রদায়িক ভাগবাটোআর ছাড়িয়া দিলেও, ইহাতে ভারতীয়দিগকে যতটুকু ক্ষমতা দেওয়া হইয়াছে—যদি কিছু দেওয়া হইয়া থাকে, ডাহা নিতান্ত অযথেষ্ট, এবং তাহার স্বারা ভারতীয়দের ক্ষসঙ্কোৰ দূরীভূত হইবে না। . ৰিবিধ প্রসঙ্গ—টেগরীদের গঞ্জ জারভীয় লোকমত নির্ণয় ›¢ግ ২ । ব্রিটিশ ভারতবর্ষের হিন্দুর কি দেশী রাজ্যের রাজারে এর ব্রিটিশ-শাসিত প্রদেশগুলির মধ্যে ফেডারেগুনে আগ্রহাম্বিত ? না, তৎসম্বন্ধে উদাসীন P - ভারতবর্ষের হিন্দুরা ও অন্ত ভারতীয়ের বস্তুত: দেশী রাজাদের সহিত ফেডারেগুনে আগ্রহাম্বিত নহে। তাহারা চায় ব্রিটিশ ভারতের যত শীঘ্র সম্ভব দায়িত্বপূর্ণ স্বশাসন— তাহাকে ডোমীনিয়ন ষ্ট্যাটস বা পূর্ণ স্বরাজ বা অন্য যে নামই দেওয়া হউক। র্যাহার ফেডারেগুনে রাজী র্তাহারাও এই কারণে রাজী হইয়াছেন, যে, ব্রিটিশ্ব গবন্মেণ্ট বলিয়াছেন যে তা ছাড়া কেন্দ্রীয় গম্বন্মের্ণীকে ব্যবস্থাপক সভার কাছে দায়ী করা হুইবে না । দেশী রাজার কবে কি সৰ্ত্তে ফেডারেশুনে রাজী হইবেন, তাহার জন্ম আমরা অপেক্ষা করিতে পারি না। তাহারা যত মাস বৎসর ইচ্ছ। নিজেদের মন স্থির করিবার জন্য সময় লউন। আমরা কিন্তু ইতিমধ্যে স্বশাসন চাই। আর, বাস্তবিক, নৃপতিপুঙ্গবদের ত নিজেদের মত অনুসারে কাজ করিবার স্বাধীনতা নাই। তাহাদিগৰে ভারত-গবন্মেন্টের রাজনৈতিক বিভাগের মত অনুসারে চলিতে হয় । ফেডার্যাল ব্যবস্থাপক সভায় তাহাজের রাজ্যের প্রতিনিধি রাজারাই মনোনীত করিযেন, তাহাঙ্গের . প্রজার নহে । রাজার এই কাজ করিবেন । তাহীদের প্রধান মন্ত্রীদের পরামর্শ অনুসারে । ইহা জুলিলে চলিবে না, যে, একটি এংলো-মুক্সিম সন্ধি বিদ্যমাম আছে। - যেমন উপরে আকাশ ও নীচে মাটির ময়ো মিল্পনরেখা, অর্থাৎ চক্ষত্ৰলৈ আছে, নিশ্চয়, অথচ গুহাকে কেহ ধরিতে, ছুইতে পারে না, তেমনি এলে মুস্লিম পন্ধিও নিশ্চয় আছে—যদিও - সে জিনিষটি ধরিতে ছুইতে পারা যায় না। এই সন্ধি:মস্থলাৱে যেমন বৃটিশ ভারতে মুসলমানর। তাহদের সংখ্যা শিক্ষা ধনশালিত প্রভৃতি অপেক্ষ অনেক বেশী ক্ষমতা ইংরাজদের নীচে পাইয়াছে ও পাইবে, তেমনি দেশীরাজ্যসকলের প্রধান মন্ত্রীর কাজও বড় বড় রাজ্যগুলিতে হয় ইংরেজ নম্ন মুসলমানকে দেওয়া হইতেছে । এই সব রাজ্যেরই প্রতিনিধির সংখ্যা বেশী হুইবে, এবং তাহাদিগকে রাজাদের নামে মনোনীত কৱিবে এই ইংরেজ ও মুসলমান প্রধান মন্ত্রীরা । যদি সব দেশী রাজ্যগুলিতে ব্রিটিশ ভারতের মত সামান্ত আইনামুযায়ী শাসনও থাকিত, যদি রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা প্রজাদের সংখ্যার অনুপাতে নির্দিষ্ট হইত, যদি প্রতিনিধির প্রজাদের দ্বারা নির্বাচিত হইত, এবং যদি রাজার ইংলণ্ডের রাজার অধীনতার জন্তু ব্যাকুল না হইয়া সমগ্রভারতীয় ফেডার্যাল গবষ্মেন্টকে কর্তৃপক্ষ বলিয়া মানিতে রাজী হইতেন, তাহা হইলে ফেডারেশুনের বিরোধী না হইয়া আমরা সে-সম্বন্ধে হয়ত কিছু জাগ্ৰহাম্বিত হইতাম । শ্বেত পত্রে যেরূপ ফেডারেশুনের প্রস্তাব আছে, আমরা তাহার মঞ্চ বিনাশ,