পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t লৈশার্থ কৈশোরিকা গোপন গভীর রহস্ত্যে অবিরত ঋতুতে ঋতুতে স্বরের ফসল কত ফলায়ে তুলেছ বিস্মিত মোর গীতে । শুকতারা তব কয়েছিল যে কথারে সন্ধ্যার আলো সোনায় গলায় তারে সকরুণ পূরবীতে । চিনি নাহি চিনি তবু । প্রতি দিবসের সংসারমাঝে তুমি স্পর্শ করিয়া আছ যে-মর্ত্যভূমি তার আবরণ খসে পড়ে যদি কভু তখন তোমার মূরতি দীপ্তিমতী প্রকাশ করিবে আপন অমরাবতী, সকল কালের বিরহের মহাকাশে । তাহারি বেদনা কত কীৰ্ত্তির স্তুপে উচ্ছিত হয়ে ওঠে অসংখ্য রূপে পুরুষের ইতিহাসে । হে কৈশোরের প্রিয়া, এ জনমে তুমি নব জীবনের দ্বারে কোন পার ত’তে এনে দিলে মোর পারে অনাদি যুগের চির মানবীর ঠিয় । দেশের কালের অতীত যে মহা দূর, তোমার কণ্ঠে শুনেছি তাহারি স্বর, বাক্য সেথায় নত হয় পরাভবে । অসীমের দূতী ভরে এনেছিলে ডালা পরাতে আমারে নন্দন ফুলমালা অপূৰ্ব্ব গৌরবে ।