পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আচাৰ্য্য লন্দলাল বসু ও র্তাহার চিত্রকলা ه سینه নিশ্চয়ই রোজগার হইবে ইত্যাদি । আর্টস্কুলে ভৰ্ত্তি হওয়ার অনুমতি আসিল । কিন্তু এর আগেই তিনি আর্ট স্কুলে ভৰ্ত্তি হইয়া গিয়াছেন। অবনীন্দ্রনাথের চিত্র ‘বুদ্ধ ও সুজাতা’ এবং 'বজ্র মুকুট পত্রিকায় বাহির হইয়াছিল। এই চিত্র দেখিয়া এটান্স পাস করার পরই তিনি স্থির করিয়াছিলেন অবনীন্দ্রনাথের শিষ্য হইবেন। একদিন তিনি অবনীন্দ্রনাথের সঙ্গে দেখা করিতে গিয়াছিলেন ; সঙ্গে ছিল নিজের আঁকা কয়েকখানা চিত্র-- রাফায়েলের মেডোনার নকল, সস্ পেণ্টিং, গ্ৰীক মূৰ্ত্তির নকল, still life painting s of so, so I oatচিত্র দেখিয়া প্রশ্ন করিয়াছিলেন—“ইস্কুল পালিমে আসা হয়েচে ?" উত্তর, “ন, এন্টন্স পাস করে এসেচি ” “বিশ্বাস হয় না, সাটিফিকেট দেখতে চাই ।” নন্দলাল সার্টিফিকেট দেখাইয়া ভৰ্ত্তি হন। আর্ট-স্কুলে অবনীন্দ্রনাথ নন্দলালকে হাভেল সাহেবের সঙ্গে পরিচয় করাইঙ্গা দেন ; হাভেল নন্দলালের চিত্র দেখিয়া মুগ্ধ হন। ঈশ্বরীবাবুর নিকট ডিজাইনের ক্লাসে নন্দলাল ভৰ্ত্তি হইলেন। তিনিই ডিজাইনের ক্লাসে প্রথম ছাত্র। তখন এই বিভাগের ছাত্রেরা I stained glass stencilling e jesso work pfFE i Rwsiszi posą zwy করিতেন ডিজাইন, কতক সময় কারিগরের কাজ-কঁাচ কাটা ইত্যাদি । ভৰ্ত্তির সময় ঈশ্বরীবাবু পরীক্ষা করিলেন, গণেশ আঁকিতে দিলেন ; নন্দলালের কাজ দেখিয়া অবনীন্দ্রনাথ বন্সিলেন, “হাত পোক্ত হ্যাক্স " হরিনারামুণবাবুর কাছে মডেল ড্রয়িঙের পরীক্ষা হুইল। টেবিলের উপর কুঞ্জ, বাটি সাজান । হরিনারায়ণ বাবু ঘড়ি ধরিয়া বলিলেন, “সব পনের মিনিটের মধ্যে আঁকতে হবে ।” নন্দলাল দুই ইঞ্চি জায়গার ভিতর সব আঁকিয়া দিলেন পাচ মিনিটের ভিতর । হরিনারায়ণবাবু বলিলেন, “ও, তুমি ফাকি দিয়েছ, ও-সব হবে না ।” অবনীন্দ্রনাথ বলিলেন, “ঠিক হয়েছে—সবই তো আছে।” ভবিষ্যতের “ভারতীয় চিত্রকলা পদ্ধতির” বীজ উপ্ত হইল, এক নন্দলালকে লইয়া কাজ আরম্ভ হইল । বালো নন্দলালের কাজ আরম্ভ হইয়াছিল মূৰ্ত্তিনিৰ্ম্মাতা রূপে । খড়গপুরে থাকিতে তিনি কুম্ভকারের কাজ দেখিয়া মৃন্ময়-শিল্পের প্রতি আকৃষ্ট হন। চিত্রাঙ্কনের পূৰ্ব্বে র্তাহার মূৰ্ত্তিনিৰ্ম্মাণ শিক্ষা আরম্ভ হয়। কলিকাতায় আসিয়া