পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ কাপুর স্পেশালে কাশ্মীরের পথে ২২৩ বিরাম নাই, এমন কি শিলাবর্ষণও হইতেছিল। সমস্ত রাত্রি একরূপ অনিদ্রায় কাটিল। পরস্পরের এইরূপ সহানুভূতি ছিল বলিয়াই এই সুদীর্ঘ পৰ্যটন এত আনন্দের হইয়াছিল । সকলেই পরস্পরের সাহায্যাৰ্থ বদ্ধপরিকর, যেন সমগ্র স্পেশাল ট্রেনের যাত্রীবর্গ এক । বৃহৎ পরিবারভুক্ত, নিজ নিজ স্বার্থ- * বিস্তৃত । জীবনে এরূপ অভিজ্ঞতা ট্র বোধ হয় দুলৰ্ভ। সহযাত্রীদের একখানি গাড়ী অনেক রাত পৰ্যন্ত জসিম পৌছায় নাই বলিয়। আমরা সকলেই চিস্তান্ধিক্ত হইয়া পড়িম্নাছিলাম ; অবশেষে রাত্রি দ্বিপ্রহরের পর ঐ গাড়ীর যাত্রীরা পৌছিলে জানা গেল আমাদের মালবাহী একটি লরি পথে বিপন্ন হওয়ায় উহার সাহায্যার্থ তাহাদের এত বিলম্ব লেখৰুের ভাসমান নৌগৃহ হইয়াছে। এইরূপ দুৰ্য্যোগে পৰ্ব্বভগাত্র হইতে সবেগে পক্তিত্ত জলপ্রবাহে রাস্ত স্থানে স্থানে যেরূপ কাটিস্থ ফক্টিতেছিল তাহাতে যে নিৰ্ব্বিয়ে সৰুলে গন্তব্য স্থানে আসিয়া পৌছিৰ তাহা মনে হয় নাই। রাত্রি প্রভাতের পূর্বেই পুনরায় ধাত্রার আয়োজন আরম্ভ ল। কারণ এখনও ভেষটি মাইল পথ বাকী আছে, বিশেষজ্ঞ বর্ষণের যখন বিরাম নাই তখন দৈবদুৰ্য্যোগ আরও ইয়৷ জাগিলে পথের কোনও স্থান ঘদি দিয়া যায় তবে শ্ৰীনগর পৌছান অসম্ভব হইবে, আমাদের পরিচালকের এইরূপ আশঙ্ক ব্যক্ত করিলেন । স্বতরাং মালপত্র বধিয়া ১৪ই বেল সাড়ে সাতটায় পরমেশ্বরের নাম স্মরণ করিয়া পুনরায় ধাত্রারম্ভ করা হইল। উরি প্রাকৃতিক সৌন্দর্য্যে تهمية . عبد , له " পুরাতন রাজপ্রাসাদ, জীনগর একটি মনোলোভ। স্থান বটে, কিন্তু দুদৈববশতঃ চতুষ্পাশ্ব ঘুরিয়া দেখিবার অবসর পাওয়া গেল ন । এই স্থান হইতে একটি রাস্ত দক্ষিণ দিকে কাশ্মীরের অন্যতম উপ-করদ-রাজ্যের রাজধানী পুঞ্চ নামক ক্ষুদ্র শহরাভিমুখে গিয়াছে । রওনা হইবার পর কয়েক মাইল পৰ্য্যন্ত আমাদের রাস্তার অবস্থা বড়ই খারাপ হইয়াছে দেখা গেল এবং প্রতি মুহূর্তেই বিপদাশঙ্কা মনে জাগিতে লাগিল, কারণ বৃষ্টি ও মোটরের বেগ সমভাবেই চলিয়াছে । উরি হইতে ভের মাইল অগ্রবর্তী রামপুর বাংলা ছাড়াইলাম। তখনও পূৰ্ব্বরত্রে উরি বাংলা হইতে বিচ্ছিন্ন অগ্রগামী পর্যটকদের চার-পাচটি গাড়ী পাস্থশালার দ্বারে দণ্ডায়মান । র্তাহারা বোধ হয় তখনও গভরাত্রের অবসাদ কাটাইয়া পথের জন্য প্রস্তুত হইতে পারেন নাই। পথিমধ্যে মন্থর নামক স্থানে কাশ্মীর রাজ্যের বিজলী-কারখানা দৃষ্ট হইল। আরও পনর মাইল ছুটিমা ঝিলম-তটস্থ বারামুলী শহরে উপনীত হইলাম। এই স্থান হইতে কাশ্মীরের