পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ আবার বলে, “আমার জীবন ধন্থ, যে ভেতরে বাইরে এত বন্দর তাকে নিয়ে এই স্বর আর এই নাচের মধুরতা উপভোগ করতে পেলুম।” ঐ স্থর, অত ভাবভরে নাচ, আর অত কোমল প্রাণের আত মোলায়েম স্তুতি । লুইসের অস্তরের গভীরতম প্রদেশের কোন তন্ত্রীতে এক অভূতপূৰ্ব্ব ঝঙ্কার হ’ল—লুইসের সারা অঙ্গে এল শিহরণ । তার কোকিল কণ্ঠে আবার বেজে উঠল গান - “দু বিস্ত মাইন, উন্নত ইশ বিন্‌ দাইন উন্নত ভির সিস্ত সোয়াই গেসেলেন।”* কাল হ’ল আরও মুগ্ধ! ভার মনে হ’ল এ তো শুধু আসরের গান নয়-এ যেন লুইসের জীবনসঙ্গীত । তারও এল সারা অঙ্গে শিহরণ ! উভয়ের চোখ উভয়েতে নিবদ্ধ হ’ল—উভয়ে উভয়েঃ অস্তস্তল পয্যন্ত দেখলে,--উভয়ে উভয়কে চিনলে ! এ ব্যাপারটা হানসের নজর একেবারে এড়ায় নি। সে মনে মনে অধীর হয়ে প্রতিজ্ঞ করলে, অবিলম্বে লুইসের সঙ্গে কায়েম ব্যবস্থা ক'রে ফেলতে হবে। বাজনা শেষ হ’লে কাল ও লুইসে আচ্ছল্পের মত এসে বসলে । উভয়ের চক্ষু যেন কোন রঙীন স্বপ্নের আবেশে অৰ্দ্ধনিমৗলিত । সে স্বপ্নের জাল বিচ্ছিন্ন ক’রে হানসের কর্কশ কণ্ঠ তাদের কর্ণপটে আঘাত করল, “আশ্চৰ্য্য ! বিংশ শতাব্দীতেও লোকে এই সব নাচে !” দু-জনের কেউ কোন উত্তর দিলে না। এমন কি কালও এর প্রতিবাদ করলে না ! হান্‌স আরও চঞ্চল হয়ে বললে, “কাল ! তোমাকে নিম্নে বাপু কোন ভদ্রসমাজে যাওয়া চলে না”—সেই মুহূর্তে আবার সেই জ্যাজের উন্মত্ত স্বর সকলকে বিচলিত করে তুললে, হানস লাফিয়ে উঠল । আশা করলে প্রতিবারের মত লুইসে আনন্দে উতল হয়ে নাচতে উঠবে। কিন্তু লুইসে চুপ করে রইল—যেন এ উদাম স্বর তার কালেই ঢোকে নি, যেন হানসের লাফিয়ে ওঠা তার নজরেই পড়ে নি। অগত্যা হান্‌স বস্থল, কিন্তু তার চিত্ত আরও অস্থির হয়ে উঠল। লুইলেকে সে বললে, “আপনার কি হয়েছে ?” লুইসে তবু নিরুত্তর ! হান্স আরও অধীর হয়ে ওয়েটারকে ডেকে এক তীব্ৰ পানীয়ের ছকুম দিল—দু-মাস !

  • “Du bist mein und ich bin Dein

Und uir sind zwei Gescllen !" "टूमि श्रांभांद्र $य६ श्रीभि cठांभांग्न-लाघ्र णाभब्र कृ-अम भूशज बै५ !' &e = } झड बकू 3 ве ভূ-গ্লাস কড়া লিকার এল হানস তার একটা লুইসেকে দিলে। লুইসে অস্বীকৃত হ’ল তা পান করতে। হানল সম্পূৰ্ণ ধৈর্য্য হারিয়ে দাড়িয়ে উঠে, আপন প্রচণ্ড অহঙ্কার চুর্ণ করে এই প্রথম নিজে লুইসেকে অনুরোধ করলে তার সঙ্গে ವtscಿ | সুতরাং লুইসেকে যেতে হ’ল নাচের আসরে । নাচ আরম্ভ ক'রে হান্‌স জিজ্ঞাসা করলে, “আপনারও ঐ সেকেলে নাচ ভাল লাগে ?” লুইসে—খুব ভাল লাগে ! হানস্—আশ্চৰ্য্য, আমি এতে স্বন্দরীর সঙ্গে মিশেছি— কত ক্রেরপতি, জেনারেল, মন্ত্রী প্রভৃতির মেয়ে আমার বান্ধবী- কিন্তু কাউকে বলতে শুনিনি ভালতস্ ভাল লাগে । লুইসে কোন উত্তর দিলে না ! বেখাপ্প হতে আরম্ভ করেছে। হঠাৎ হান্‌স কেমন অদ্ভুত স্বরে জিজ্ঞাসা করলে, “তিতির সেতে কখনও গেছেন ?--সেখানে গিয়ে কখনও হোটেলে থেকেছেন ? জানেন, সেখানকার হোটেলে ইউরোপের শুধু কোটিপতি এবং রাজরাজড়াদের থাকবার ক্ষমতা হয়—” লুইসে শুধু বললে, “না !” হান্স—তা জানি ! সেখানে থাকতে গেলে দৈনিক অন্ততঃ ফুশে মার্ক হোটেল খরচই লাগে ! লুইসে-তাতে আমার কি ? হান্স—তোমার কি ?—আমি তোমাকে কালই সেখানে নিয়ে গিয়ে একমাস থাকব—” লুইসে তৎক্ষণাৎ নাচ থামিয়ে নিমেষে হানসের বাহুবেষ্টনী হতে নিজকে মুক্ত করে বললে, “আপনি অতি বৰ্ব্বর !" তারপরই দ্রুতপদে আপন আসনে গিয়ে বসলে। হান্স প্রথমে একটু বিস্মিত হ’ল। এও সম্ভব ? সামান্ত মজুরের মেয়ে তার মত ধনবান রূপবান যুবকের ঐ রকম স্পষ্ট প্রস্তাব প্রত্যাখ্যান করে । কিন্তু পর মুহূর্ভেই মনে মনে বললে, "াকামি ” অবজ্ঞার সহিত একটু মুচকে হেসে আপন আসনে গিয়ে বসলে । সে রাত্রে আর তাদের নাচ হ'ল না। লুইসে বললে, “আমার বড় মাথা ধরেছে ! এখুনি বাড়ি যাব ।” অগত্য তাদের নাচের আসর থেকে বিদায় নিতে হ’ল । তাদের নাচ আবার