পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఆషి ఏSS প্রতীচা প্রাচোর অনুকরণ করে ইহা শুনিতে অভিনব। কিন্তু জাপানের সোঁমাধ্যপ্রিয়ত। প্রতীচ্যকে হার মানাইয়াছে । ইদানীং প্রতীচ্যে জাপানের আদর্শে উদ্যান রচিত হইতেছে , জাৰ্ম্মানীর রাইনল্যাঞ্চে উক্টর এইরূপ উদ্যান রচনা করিয়াছেন । তিনি সেখানজার একটি বৃহৎ কারখানার পরিচালক । তিনি জাপানে গমন করিয়া সেখানকার উদান-রচন-কৌশল আয়ত্ত কঙ্গিয়াছেন । উদানের তরু-গঞ্জ, ঘর-বাড়ি, তখাগতের মূৰ্ত্তি ও অমান্য শিল্পপ্রবোর সংস্থান ঠিক যেন জাপান উদ্যানের মত । - আফ্রিকার হাউস জাতি— হাউসার আফ্রিকার আদিম অধিবাসী। হুদানের পশ্চিমে লাইগেরিয়া প্রভৃতি প্রায় পাচ লক্ষ বর্গমাইল পরিমিত স্থান তাহাদের আবাসভূমি। হাউসার মধ্যযুগে খুবই উন্নত ছিল। তাহারা দেশ-বিদেশে বৰদাবাণিজ্য করিত। বহু শতাব্দী ধরিয়া তাহার স্বাধীন ভাবে রাজত্ব করিয়াছিল। পরে ১৮১০ সনে মুসলমানদের অধীন হয়। হাউসার সংখ্যায় প্রায় পঞ্চাশ লক্ষ। তাহার কৃষ্ণকায়, একারণ অনেকে তাহাদিগকে কাফ্রী বলিয়। ভ্রম করে । বস্তুতঃ তাহার। কাফী হাউস অামারদের রাজপ্রাসাদের সম্মুখস্থ তোরণ --- ۔ ۔۔-" : :* - . . . " ক