পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ পঞ্চশস্ত—শ্ৰীমতী পোল নেগ্রী ও শ্ৰীযুক্ত উদয়শঙ্কর ●や。 নহে । প্রাচীন ফুলা ও আরব জাতির সংমিশ্রণে ইহাদের উৎপত্তি । হাউসার শক্তিতে ও বুদ্ধিমত্তায় কাস্ত্রীদের অপেক্ষ। উন্নত । দেড় কি দুই মণ জিনিব লইয় তাহাঙ্কু। হামেশা চলাফের করে ও একদিনের পথ পাস্ত যাইতে পারে। তাহার। পরিশ্রমী । মধা-আফ্রিকার উষ্ণতার মধ্যেও তাহীদের কাযে বিরতি নাই । কৃষি ও শিল্পই তাহদের জীবিকা। বস্ত্ৰ-বয়নে ও বস্ত্র-রঞ্জনে এবং মাদুর, চাম্রার দ্রব্য ও কাচ প্রস্তুতে তাহাব সুনিপুণ । লাগোস, টিউনিস, টি পলি, আলেকজান্দ্রিয় প্রভৃতি স্থানে তাহাদিগকে এখনও ব্যবসা করিতে দেখা যায় | হাউসাদেরভাবৃষ্টি ফ্লুে সমৃদ্ধ ,আফ্রিকার আদিম অধিবাসীদের মধে* যত ভাষা চলিত আছে তাহাদের মধ্যে হাউস। সৰ্ব্বপ্রথম পুস্তক লিখিত হয় । এই ভাষার শব্দ-সংগা। দশ হাজার। দিনের বিভিন্ন অংশের আটটি নাম । এই শব্দের এক-তৃতীয়াংশ আরবী শব্দ হইতে উৎপন্ন। কবিতা ও রাষ্ট্রীয় বিষয়মূলক খ্ৰীমতী পোল নেগ্রী ও যুক্ত উদযশঙ্কর

, ,

হাউস ও কৃষ্ণসার যুগ £ কয়েকখানি পুস্তকের থওtংশ পাওয়া গিয়াছেঃ জদিম অধিবাসীদের মধ্যে হাউসার শিক্ষায়ও বেশ অগ্রসর । প্রতি গ্রামে একটি করিয়৷ পাঠশালা আছে । হাউসাধের এক-তৃতীয়াংশ মুসলমান ধৰ্ম্মাবলম্বী, এক-তৃতীয়াংশ মূৰ্ত্তিপূজক ও অবশিষ্ট লোকের একরূপ কোন ধৰ্ম্মই মানে লী । হাউসার। দীর্ঘকায়, বলিষ্ঠ, বুদ্ধিমান এবং নিয়ম মানিয়া চলে । তাহার এখন ইংরেজের প্রভাবে আসিয়াছে । পুলিস ও সামরিক কাধ্যে তাহার অদ্ভুত কুতিত্ব দেপাইয়াছে। هموار

—পোলানেত্রী ও ঐযুক্ত উদয়শঙ্কর هناك ভারতীয় মৃতো উদয়শঙ্কর বিশেষ কৃতিত্ব দেপাইয়াছেন। ভারতবর্ষে ও ইউরোপের নান। দেশে নৃত্য করিয়া তিনি জনসমাজের বিস্ময় উৎপাদন করিয়াছেন। উদয়শঙ্কর এখন আমেরিকায় নানা প্রসিদ্ধ রঙ্গমঞ্চে নৃত্যকলা দেপাইতেছেন। শ্ৰীমতী পোল নেগ্রী চলচ্চিত্রে এক জন বিখ্যাত অভিনেত্রী । নিউইয়র্কে উদয়শঙ্করের সহিত তাহার প্রথম সাক্ষাৎ হয়। তথাকার সেন্ট জেম্স্ রঙ্গমঞ্চে উদয়শঙ্করের মৃত্য দেখিয়া তিনি মুগ্ধ হইয়াছেন। উদয়শঙ্করের মৃত্য শেষ হইলে খ্ৰীমতী BBBB BBB BBB BBS BBB BBB BBB BDS TBB BB ভারতবর্ষে আগমন করিবেন-উদয়শঙ্করের নিকট এইরূপ ইচ্ছা প্রকাশ করিয়াছেন। উদয়শঙ্করের মৃত্য সম্বন্ধে তিনি বলিয়াছেন, “ইহা বাস্তধিকষ্ট গার্গীয় ” '