পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లes *. SS8:ు হায় রে রূপকার, . - না হয় কারো করে নি উপকার, আপন দায়ে করেছ তুমি নিজেরে অবসান, - সে লাগি কভু চেয়ে না প্রতিদান । পাজর-ভাঙা-কঠোর বেদনার 4. অংশ নেবে শকতি হেন বাসনা হেন কার? বিধাতা যবে এসেছে দ্বারে গিয়েছে কর হানি, জাগে নি তবু, শোনে নি ডাক যারা, সে প্রেম তারা কেমনে দিবে আনি’ যে প্রেম সব-হারা, করুণ চোখে যে প্রেম দেখে ভুল, সকল ক্রটি জানে, তবু যে অমুকুল, শ্রদ্ধা যার তবু না হার মানে । কখনো যারা দেয় নি হাতে হাত, মৰ্ম্মমাঝে করে নি আঁখি পাত, প্রবল প্রেরণায় দিল না আপনায়, তাহার কহে কথা, ছড়ায় পথে বাধা ও বিফলত, করে না ক্ষমা কভু, তুমি তাদের ক্ষমা করিয়ো তবু । হায় গো রূপকার, ভরিয়া দিয়ে জীবন-উপহার ; চুকিয়ে দিয়ে তোমার দেয়, রিক্ত হাতে চলিয়া যেয়ে, কোরো না দাবী ফলের অধিকার । মনে জানিয়ো চিরজীবন সহায়হীন কাজে একটি সার্থী আছেন হিয়ামাঝে, তাপস তিনি, তিনিও সদা একা, র্তাহার কাজ ধ্যানের রূপ বাহিরে মেলে দেখা !