পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a | আকার ধারণ করে । মৃতরাং জেনার অনুমান করিলেন যে, যদি গো-বসন্তের বীজ মামুষের শরীরে প্রবেশ করান যায়, তাহা হইলে মময় জাতির মধ্যে বসন্তের প্রকোপ সম্ভবতঃ কম হুইবে । জেনার আরও লক্ষা করিষ্ঠাছিলেন যে, কোন লোকের একবার বসন্তরোগ হইলে পরে সে প্রায়ই দ্বিতীয়বার ঐ রোগে আক্রান্ত হয় না। এই ব্যাপার হইতেও জেনার অক্ষমান করিলেন যে, গো-বসন্ত সাধারণ বসস্তরোগ অপেক্ষা কম মারাত্মক। সুতরাং গো-বসস্তের বীজ মমুgশরীরে প্রবেশ করাইয়া তাহাকে মারাত্মক বসস্তরোগ হইতে রক্ষ করা হাইতে পারে। এ-বিষয়ে পরীক্ষা করিতে গিয়া জেনারকে পদে পদে বাধা পাইতে হইল। তিনি দেখিলেন ধে বসন্ত-রোগাক্রাস্ত গরুর শরীরের কোন কোন গুটির জীবাণু মানুষকে বসন্তরোগ হইতে রক্ষা করে বটে, কিন্তু ইহাও দেখিলেন, যে, একই গরুর অন্যান্ত গুটির জীবাণু মানুষকে বসন্তরোগ হইতে রক্ষা করিতে পারে না, উপরন্তু ঐ জীবাণু মহুৰ্যশরীরে প্রবেশ করাইবার ফলে সে মারাত্মক বসডরোগে আক্রান্ত হয়। ইহার কারণ বুঝিতে না পারার জেনার কিছু বিচলিণ্ড হইয়া পড়িলেন এবং এই উপলক্ষ্যে বিরুদ্ধবাদীরা তাহার প্রতি অসংখ্য বিদ্ধপবাণ বর্ষণ করিতে ক্ৰটি করিল না। কিন্তু অসামান্ত সহিষ্ণুতসহকারে জেনার এই প্রশ্নের মীমাংসা করিতে চেষ্টা করিতে লাগিলেন এবং শীঘ্রই উহার পরিশ্রম সফল হইল। তিনি দেখাইলেন যে, আসল গো-বসন্তের জীবাণুগুলি ধীরে ধীরে মীভূত হইতে থাকে এবং পরিশেষে উহা খুবই মদীভূত হইয় পড়ে। কেবলমাত্র এই অবস্থাতেই জীবাণুগুলি মন্থক শরীরকে বসন্তরোগের আক্রমণ হইতে রক্ষা করিতে পারে। এই সময়ে জেনার একটি চিকিৎসা-সমিতির সস্তা ছিলেন। তিনি সেই চিকিৎসা-সমিতির একটি অধিবেশনে দৃঢ়ভাবে এই মত প্রকাশ করিলেন যে, মানুষকে বসন্থরোগ হইতে বৃক্ষ করিবার জন্য গো-বসস্তের জীবাণু ব্যবহার করিলে হফল পাণ্ড যাইবে। সমিতির অন্যান্য সভাগণ ইহাতে বিরক্ত হইয়া উহাকে সমিতি হইতে বহিষ্কৃত করিবার ভর দেখায়। জেনারের গবেষণার প্রকৃত উপকারিত ও তাৎপৰ্য্য বুঝিতে হইলে সেই সময়ে বসন্তরোগ যে মহামারীর স্বষ্টি করিড তাহার বিবরণ জানা দরকার। মানুষ তখন সমস্ত 8 مستم 8R লুই পাস্তয়র ও র্তাহার গবেষণা ఉ3 ব্যাধির মধ্যে বসস্তরোগকে সৰ্ব্বাপেক্ষ অধিক ভস্থ কল্পিত । যাহার একবার বদস্তরোগ হইয়াছে তাহার আর দ্বিতীৰ আক্রমণের বিশেষ ভস্থ থাকিত না । কিন্তু যাহার কখনও বধস্তরোগ হয় নাই, সে সৰ্ব্বদাই সশঙ্কিত থাকিস্ত। বলা বাহুল্য, বসন্তরোগ এত সংক্রামক যে, মানুষ খুব সাবধানে থাকিস্থাও এই ব্যাধির হস্ত হইতে পরিত্রাণ পাইত না। এক সময়ে মেক্সিকো দেশে কয়েক মাসের মধ্যেই ষাট লক্ষ লোক বসন্তরোগে মারা ধাম এবং খুষ্টের জন্মের কয়েক শত । বৎসর পূৰ্ব্বে এই ব্যাধি মহামারীরূপে চীনদেশৰে বিধ্বস্ত করিয়াছিল। ক্রমে এই সংক্রামক ব্যাধির ভয় এরূপ প্রবল হইয় উঠে যে, সস্তান বসন্ত-রোগাক্রাপ্ত হইলে মাতা তাহৰে নিরাশ্রয়ভাবে ফেলিয়া পলায়ন করিত। এমন ঘটনাও শোন৷ ধামু যে, বসন্তের ভীষণ মহামারীর সময়ে পিতা, পরিবারের সকলকে ডাকিয়া বসস্ত-রোগাক্রাস্ত মাছবের চেহারা কিরূপ ভীষণ আকৃতি ধারণ করে, তাহ দেখাইলেন এবং এইরূপ ভয়াবহ পরিণামের হাত হইতে নিষ্কৃতিলাভের জন্ম সকলকে আত্মহত্যা করিতে উপদেশ निम्न निटख मृiि८ध তাহার পথ দেখাইলেন। এক হিসাবে প্লেগের মহামারীর প্রকোপ অপেক্ষা বসন্ত মহামারীর প্রকোপ আরও ভাৰহ, কারণ প্লেগের প্রকোপ বহু বৎসর অন্তর একবার করিয়া হস্থ, কিন্তু বসন্তরোগের প্রকোপ প্রতি বৎসর লাগিম্বাই আছে। বানোলি ( Bernoulli ) হিসাব করিয়া দেখাইয়াছিলেন α পৃথিবীতে প্রতি ২৫ বৎসর ۰۰۰,۰۰۰,هد লোক বসন্তরোগে মৃত্যুমুখে পতিত হয়। বসন্তরোগ মনুষ্যজাতির কি ভীষণ ক্ষতি সাধন করে, উপরিউক্ত স্থত্যুসংখ্যা इहे:उ उांश्tद्र একাংশ মাত্র জানা ধাম। কারণ বসন্ত-রোগাক্রান্ত হইয়াও স্বাক্ষার বঁচিয়া থ'কে তাহাদের মধ্যে কোটি কোটি লোক অন্ধ অথবা অঙ্গহীন হইয়া কালযাপন করে । মনুষ্যজাতির এই ভীষণ শক্রয় বিরুদ্ধে সংগ্রাম করিবার জয় জেনার মনস্থ করিলেন এবং তীহার অস্ত্ৰ হুইল একখণ্ড হস্তিম্ভের উপরিভাগে এক তিল জীবাণু অসংখ্য বিরুদ্ধবাণীর বিদ্রুপ অগ্রাহু করিম জেনায় তাহার পূর্ববর্ণিত মত ও অনুমান স্বপ্রতিষ্ঠিত করিবার জন্ত বদ্ধপরিকর হইলেন।

  • Hi ang (Sarah Nelmes) arw'r sw গোম্বালিনী গো-বসন্তরোগে আক্রাপ্ত হয়। জেনার এই