পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ෂණූෂ স্ত্রীলোকটির হাত হইতে বসন্তরোগের গুটি লইয়া জেম্স frol (James Phipps) arno srst w zzzzz স্বাস্থ্যবান বালকের বাহু চিরিয়া প্রবেশ করাইমা দিলেন । ইহার দুই মাস পরে বালকটির শরীরের মধ্যে বসগুরোগের তীব্র জীবাণু প্রবেশ করান হইল। বালকটিকে ইতিপূৰ্ব্বে মীভূত জীবাণু দ্বারা টীকা দেওয়া ন হইলে সে কিছুতেই সেই তীব্র জীবাণুর শক্তি সহ্ করিডে পারিত না। কিন্তু এক্ষণে দেখা গেল যে, বালকটির কোনই অনিষ্ট হইল না। বলা বাংলা, এই পরীক্ষায় সফল হওয়ায় জেনারের নাম ও খ্যাতি চারিদিকে ছড়াইম্বা পড়িল । এতদিনে কোটা কোট লোককে বসস্তরোগের প্রকোপ হইতে রক্ষা করিবার উপায় আবিষ্কৃত হুইল । অবশ্য টীকা লইবার পদ্ধতির বিরুঞ্জবাদী লোকের কখনও অভাব হয় নাই। একজন ধৰ্ম্মযাজক দৃঢ়তার সহিত বলিলেন বে, ঈশ্বর ইচ্ছা করিয়া বসন্তরোগ পৃথিবীতে পঠাইয়াছেন এবং উহায়ই ইচ্ছা যে মাহুষ বসস্তরোগে আক্রাপ্ত হয়। যোগ লে ( Moseley ) নামক এক ডাক্তার ఏ38S জাহির করিলেন ষে গরু বা অন্ধ কোনও নিম্নস্তরের জন্তুর শরীর হুইডে কোনও দ্রব্য মামুষের শরীরের মধ্যে প্রবেশ | করাইলে সেই মানুষও পশুভাবাপন্ন হইবে। কিন্তু বসন্তরোগের মহামারী সকল দেশেই এরূপ ভয়াবহ ছিল, যে, উপরিউক্ত বিরুদ্ধবাদ সত্ত্বেও লোকে দলে দলে আগ্রহসংকারে টীকা লইতে লাগিল এবং বলা বাহুল্য, শীঘ্রই ইহার | স্বফল ফলিল। ক্রমে টকা লইবার পদ্ধতি পৃথিবীর একপ্রাস্তু হইতে অপরপ্রান্ত পর্যন্ত ছড়াই পড়িল। লোকে ইহাকে ঈশ্বরের আশীৰ্ব্বাদ বলিয়ু গ্রহণ করিল এবং দেশে দেশে জেনার ঈশ্বরের দূত বলিয় অভিনন্দিত ও সন্মানিত হইতে লাগিলেম । বে বিভীষিকাময়ু বসন্তরোগের প্রকোপে পূর্ধ্বে প্রতিবৎসর লক্ষ লক্ষ লোক অঞ্চালে কালের করালকবলে পতিত হুইত, সেই বসন্তরোগ আজকাল একটি সাধারণ রোগের মধ্যে গণ্য হইয়াছে এবং পৃথিবীতে সমস্ত রোগের জন্য মৃত্যুসংখ্যা গণনা করিলে স্পষ্টই বোঝা যায় যে, অন্যান্য রোগের তুলনাম বস্তরোগের দরুণ মৃত্যুসংখ্যা নিতান্তই সমিধি । পল্লী-গুহ শিল্পী—শ্ৰীনরেন্দ্রকেশরী রায়ু