পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘GAL ত একেবারে পাওয়া বায় না। নিশ্চয়ই সে মরিয়া গেছে। নতুবা উঠানে পা ছড়াইয় দিয়া চরকার শব্দে সে এতক্ষণ .পাড়া মাতাইয়া তুলিত । তাহার সাধের চরকটি ঐ e বেড়ার পাশে পড়িয়া ব্লছিয়াছে । সিদ্ধেশ্বর নিকটে গিয়া মণিকের সম্মুখে বাণটি রাশিম কম্পিত স্বরে বলিল—“ছেলেটি পুকুরপাড়ে এটি ফেলে এসেছিল। আর কিছুই সে বলিতে পারিল না। কারায় তাহার কণ্ঠরুদ্ধ হইয়া আসিল, কিন্তু জোর করিয়া সে আপনাকে সংযত করিল। এই তাহার ছেলে মাণিক । কিন্তু হায় সে ত তাহার বাপকে চিনিবে না। ছোটকাল হইতেই ষে সে সোনাপিসির হাতে মাস্থ্য, বাপ ষে তাহার আছে একথাও ত সে জানে না। আজ সোনাপিসি থাকিলে হয়ত তাহাকে চিনিত - লোকটির পাগলের মত হাবভাব দেখিয়া মণিকের -মন করুণাম ভরিয়া উঠিল। সে ভাবিয়াছিল, কোন ভিখারীই হইবে বোধ হয়। হয়ত ক্ষুধার জালায় বিশুর কাছে কিছু চাহিয়াছিল, তাই বিশু ভয় পাইয়াছে । - "প্রেবাসীীe ఏ983 মুদীর্ঘ পথ স্থাটিয়া লিঙ্কেশ্বর পিপাসায় কাতর হুইয়৷ পড়িয়াছিল, তাই মাণিকের নিকট হইতে একটি জল চাহিয়া মাইল । ছেলের ঘরের এই জল যেন আঞ্জ অযুত—পান করিয়৷ তৃষিত হৃদয় তাহার জুড়াইমা গেল। বহুদিন আগে তাহার বাসন ছিল—ছেলেক্ষে মামুব করিত্বে । আজ ছেলে মানুষ হইয়াছে । স্বখে-শাস্তিতেভরা একটি সোনার সংসার মাণিক গড়িয়া তুলিয়াছে। ইহা স্বচক্ষে দেখিয়াই ত তাহার তৃপ্তি। আকাশের পানে চাহিয়া কপালে দুই হাত ঠেকাইয়। সে পরমপিতার প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করিল। তারপর একটি দীর্ঘনিঃশ্বাস্ ফেলির ধীরে ধীরে সে সেখান হইতে চলিয়া আর্মিল। আজ এই সংসারে পুরাতন পরিচয় তাহার কিছুই নাই । সেই কত বৎসর আগে যে সে ধর ছাড়িয়াছে, আর ত ঘরে ফিরিবার উপায় নাই । আজ বিশ্বের সীমাহীন পথ তাহার জন্তু মুক্ত। বঁাশঝাড়, বেতবনের পাশ দিয়া, ধানক্ষেত্তের উপর দিয়া এই বিবাগী পথক আবার পথচলা মুরু করিল ! - *= - - - - - . - অর্ধন অভিযোগ কেন বার-বার } . . একবার দেখ ত ভাবিষ, --- অকারণে ব্যথা দেব তোমার পরাণে - এত কি কঠিন মোর হিয়া ? ভাল তোম বাসি কি ন!—বলিয়া কি লাভ ? অবিশ্বাস করিবে সে কথা ; কিন্তু এ বিশ্বাস করে—কাহারো পরাণে • ব্যথা দিতে আমি পাই ব্যথা । - বিরাট প্রতিভ নাই, ঐশ্বৰ্য প্রচুর; তবু এক তৃপ্তি আছে চিতে— - --- অ শ্ৰীমুধীন্দ্রনারায়ণ নিয়োগী বাদের পেয়েছি কাছে চেয়েছি সবারে অকৃপণ ভালবাসা দিতে । আর তুমি ! নিজ কানে নাইবা শুনিলে বোর কাছে কি তোমার দাম — আমারে বুঝিয়া ভুল ফিরাম্বেছ মুখ, আমিও নীরব রছিলাম। শুধু এই শুনে রাখ, আর দয়া করে

  • পাৱ যদি করিও প্রত্যয়— ভালবাম মিথ্যা যার তাহার আঘাত

কোন দিন শুরুতর নয় ।