পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হসাধনাঢ় বলী-দ্বীপে অন্ত্যেষ্টিক্রিয়। y) এই নলগুলি ব্যবহৃত হুইয়৷ থাকে। কিন্তু প্রকৃতপক্ষে যাহতে ষ্ট্রীবদেহ শীঘ্রই ধ্বংসপ্রাপ্ত হইয়া যায় তাহার জন্য এইরূপ ব্যবস্থা করা হইয় থাকে। এই বিবয়ে হলাণ্ডের আম্‌ষ্টারডাম শহর হইতে প্রকাশিত “নেডারল্যাণ্ডস্ ইণ্ডি অউড় এস্ নিউ” ( }nd En Nioilw ) » Iš sas: সালের জাহ্নুষ্ঠারী সংখ্যায় এক বিস্তারিত বিবরণ প্রকাশিত হইয়াছে । (Nederlands h Indie, মৃতদেহ দাহ করিবার লি স্থিরীকৃত হইলে সেই দিম হুইতেই মঞ্চগৃহ নিৰ্ম্মাণের আয়োজন হইতে থাকে ; এজন্তু উৰু থাটান এবং মৃতের উদ্দেশে বিচিত্র প্রথায় এধ্যাদি প্রস্তুতেব ঘনঘটাওঁ আরম্ভ হয় । সাধারণতঃ মৃত্যুদিবসে একুশ ব। চল্লিশ দিন পরে দাহ করিবার দিন স্থিরীক্লন্ত হইয়া থাকে —রজি-পরিবারের কেতু পরলোকগমন করিলে সৎকারের দিন স্থির করিতে সচরাচর কয়েক মসি, এমনকি কয়েক বৎসরও অন্তত হইয়া যায়। মৃতদেহ শ্মশানক্ষেত্রে লইয়া যাইবার জন্য এই সুসজ্জিত মঞ্চ ব্যবহৃত হইয়া থাকে। দাহ করিবার দুই নি পূৰ্ব্বে মৃতদেহ কবরের মধ্য হইতে বাহির করিয়া পূৰ্ব্বোল্লিপিত পশুদেহুবহনকাল্লিখু৭ পট্রাবাসে স্থানাপ্তরিত করা হয় ; এই বঙ্গণে গ্রামপ্রান্তে উৰু সন্নিবিষ্ট হইয় থাকে। এই দুই দিনই মৃত ব্যক্তির উত্তরাধিকারীর গৃহ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কলরবে মুখরিত হইয় উঠে এবং সকলে সমবেত হইয়। নানা প্রকার আনন্দ-ভোজের আয়োজন করিয়া থাকে। সংকারের পূৰ্ব্বে অপরাহ্লে মুত্তব্যক্তির পরিঞ্জনবর্গ, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবগণ মিলিয় এক অপূৰ্ব্বদুখ শোভাযাত্রার শ্বেরী এবং জীব-জন্তুর স্বাকীয়ে নিৰ্ম্মিত শবাধার স্মৃষ্টি করে। তৎপূৰ্ব্বে তাহাদিগকে মৃতের পবিত্র স্মৃতিকে সম্মানিত করিবার জন্য এক পুণ্যমলিলা পুষ্করিণীতে অবগাহন করিতে হয় । এই প্রকারের শোভাঘাত্রার নাম ‘মেডিং *ধীর এবং নিঃশ্বত্ব পৃদুবিক্ষেপে সারিবদ্ধভাবে গমন করা । বলী-দ্বীপের উত্তর সীমাস্তে এইরূপ প্রথা প্রচল্পিত আছে। (Medeeng) অর্থাৎ একমাত্র অবিবাহ হু যুবক-যুবতী এবং বিবাহিত পুরুধ মৃতদেহ বহন করিতে পারে ; এই উৎসব-যজ্ঞে কোনও বিবাহিত। নারীর স্থান নাই । বহনকারিগণকে “ল্ডিং" নামে অভিহিত করা হয় । তাহার স্বর্ণ ও রৌপ্যের বিবিধ অলঙ্কার ও সাজসজ্জায় বিভূষিত হইয়া অস্ত্যেষ্টিক্রিয়ার সহায়তা করে ; তথম তাহাদিগকে দেখিলে বোধ হয় যেন তাহারা বুঙ্গমঞ্চের অভিনেত। মহিলাবৃন্দ অপেক্ষাকৃত মনোরম বেশভূষা ও নানা পুপ অলঙ্কারে ষিভূষিত হইম শবাহুগমন করে। এই প্রথা কাব্যবর্ণিত রাক্ষসদের অস্ত্যেষ্টিপ্রথার কথা স্মরণ করাইয় দেয় – -