পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిసిన 398S কিছু বুঝিতে পারিল না। লোকটি প্রৌঢ় বয়স্ক, ব্লগের কাছের চুলে পাক ধরিতে আরম্ভ করিয়াছে। লোমেন্ধকে দেখিয়া তিনি দাড়াইয় গেলেন এবং নমস্কার করিয়া বলিলেন, "আপনার নামটা হঠাৎ হোটেলের রেজেক্টরির খাতাম দেখে আমি দেখা করতে চেয়েছি । আশা করি আপনার কাজের কোনো ক্ষতি করলাম না । আমার বোনের ব্যবহারে কাল হয়ত আপনি একটু অবাক হয়ে থাঞ্চবেন। আমার নাম দীনেন্দ্র সাঙ্কাল।” সোমেশ্র বালল, “ও, আপনার ধোন বুঝি গাড়ীতে বসেছিলেন । আমার হঠাৎ আবির্ভাবে তিনি যদি ভয় পেয়ে থাকেন তাহলে আমারই ত ক্ষম প্রার্থনা করা উচিত। আমি ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারলাম ন৷ ” ভদ্রলোকের মুখখান অল্প একটু যেন লাল হইয় উঠিল, তিনি বলিলেন, “আপনার কোলোই দোষ নেই। আমার বোন এক সময় আপনার দাদার কাছে গলি শিপতেন। আপনার সঙ্গে তেজেন্দ্র বাবুর সাদৃশ্নটা খুব বেশী, ডাই হঠাৎ আপনাকে একেবারে সামলে দ্বাড়িয়ে থাকতে দেখে তিনি একটু চমকে গিয়ে থাকবেন।” দোমেত্র একটু উত্তেজিতভাবে খলিল “e, শকুন্তল৷ শান্যাল বুঝি আপনার ধোন । আমি বশন কলেঞ্জে পড়ি, তখন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল । তিনি এথলে আছেন ?”

  • ই্য, বহুদিনই। তার শরীর অত্যন্ত অস্বস্থ হয়ে পড়েছে, জানেল বোধ হয় ।"

লোমেন্দ্র বলিল, -আজ্ঞে না, তার খবর আদি অনেক দিলই পাইনি। তিনি কলকাতায় যখন ছিলেন, বছর দশ আগে, সেই তাকে আমি শেষ দেখেছিলাম, ভারপর কাল দেখলাম। দাদার সঙ্গে চিঠিপত্র লেখাও আমার বিশেষ চলে না, তাও পারিবারিক বিধস্থ ছাড়া আর কোনো বিষয়ে আমরা কিছু লিখি না। কিন্তু মিস সান্যালের অস্বগের কথা শুনে আমি অভ্যন্ত দুঃখিত হলাম।” দীনেন্দ্র বাবুর কুঞ্চিত ক্রযুগল একটু যেন সমতা প্রাপ্ত হইল। তিনি মলিলেন, ‘ আদি তারই কথায় আপনার কাছে এসেছি সোমেশ্র বাৰু। সে আপনাকে একবার দেখতে “চার । ভয়ানক জেদ করছে । আমরা শহর থেকে বেশ - কিছু দূরে একটা পাড়াগায়ে থাকি। আমি গাড়ী নিয়েই এসেছি। আপনি ধর্ম অহরহ করে যেঙে রঞ্জিী হন, ভtহ’লে এখনই নিয়ে যেতে পারি।" সমেক্স উঠিয় পড়িম্ব বলিল, “আমি এখনই যাচ্ছি, জিনিধু ক'টা গুছিয়ে নিলেই হয় ।” হ্যটকে ৪ হোল্ডম্বল লইম্বা কিছু পরেই লোমেস্ত্র নীচে মামিয় জাগিল। ধীনেক্স নামিতে নমিতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিস্থা বলিলেন, এক-এক দিন আমি নিজেই গাড়ী চালাই, আজ আপনার সঙ্গে একটু কথা বল্ব বলে কোচম্যানটাকে নিয়ে এসেছি।” দুই জনে গিয়া গাড়ীতে বধিলে, জিনিখগুলি পাম্বের কাছেই য়ুtথ হইল। গাড়ীটা ছান্ডিয়া দিতেই দীনেন্দ্র বলিলে, “আমার বোনের বিষয় আপনাকে কিছু বলা উচিত, কোথায় ঠিক আরম্ভ করব বুঝতে পারছি না। আপনার দাদার সঙ্গে যে ভারতবর্ষের অনেক জায়গাই খুরেছে, ইউরোপেও একবায় গিয়েছে। বাসষ্ঠীর গান তারই মুখে লোকে অনেক স্থানেই প্রথমে শুনেছে। আপনি ভা’র বিষয় কতটা জানেন, বলতে পারি মা-” সোমেশ্র বলিল, “বিশেয কিছুই জানি না। দ" বলতেন, উনি তার ছাত্ৰ-ছাত্রীধের মধ্যে সবচেয়ে প্রতিভাশালিনী । আমি যখন তাকে দেখেছিলাম, তখন তিনি রূপেগুণে অতুলনীয় ছিলেন, আমরা সকলেই তার গুণমুগ্ধ ছিলাম। " ধীনে থানিক চুপ করিয়া রছিলেন, অম্বরের ছুগের ভারেই তিনি যেন ম্ৰিয়মাণ। তাহার পর বলিতে লাগিলেন, “ঠিকই বলেছেন । তার ভিতর অসামান্য প্রতিভা ছিল । এটা সে পরিবায়েয় কারও কাছে পায়নি, কারণ আমরা অতি সাধারণ লোক। যা-কিছু সে হয়েছে, তাকে নিজের চেষ্টার জোরে হতে হয়েছে। পাড়াগক্ষেয় থেকে সে শহরে জোর করে আসে, লেখাপড়া শিখবে বলে । বাবা-মার ইচ্ছার বিরুদ্ধেই এসেছিল, BBB BB BB BBBB BB BBB BBB BB BB DDt বিষয়েও দাম্বিত্ব মুক্ত হতে চেয়েছিলেন। তারপর আশ্চৰ্য্য গান গাইবায় যুক্তি যখন প্রকাশ পেল, তখন ভাল করে শিক্ষা নেবার জন্যে কলকাতায় এল। তারপর আপনার ভাই আর তার স্বীয় সঙ্গে ত দেশ-বিদেশ সৰ্ব্বত্রই বেড়াল। এই সবই তার ভাল লাগত, ধাঙালী-ঘরের বৃদ্ধ আবহাওয়া