পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ 8、 সচরাচর তা হাতে দু-তিনটি ঘর থাকে একটি ঘরে স্বামীস্ত্রী এবং ছোট ছেলেমেয়ের শোয়, অপরটিতে সংলা রর কাজকক্ষ এবং রাল্লাবান্ন হয়। আর একটি অন্ধকার কুটুরীর মধ্যে দেবত ও পূর্ব-পুরুষ দর বেদী থাকে এবং তা । ছাড়া জাল ও অন্তান্ত অবিশুক fঞ্জনিযপত্রও রাখা হয় | বড় ছেলের বাড়ির বাঙ্গিরে বারান্দায় শুইয়। পাকে । একটু বড় ইলেই মেয়েদের বিলাস হুইয়া যায়, তা ৷র স্বতস্ব এর করিয়া থা ক ! বাপ মারা গে ল সকল ভাই বাড়িতে অধিকার পায় বটে, কিন্তু বাড়ি এত ছোট যে, ত চাকে ত ভাগ করা চলে না! ! তপন বড় ভাই সেই বাড়ি অধিকার কবিয়া অন্ত ভাই দর অন্যত্র বাড়ি তৈ{}রী করি ব্লু দে বা মথসামা • চার জন্য খরচ জোগাইলা থাকে । হউক, গ্রামের মধ্যে বিভিন্ন ভাগর কথা বলিতেছিলাম । 1রীর কুলিয়-বস্তিটি সামাজিক ক্রিয়া-কষ্মের জন্য তেরটি ভাগে বিভক্ত। এই সকল বিভাগকে বিরিসি বলে । বিরিসির নিয়ম ছইল নে বিরিসির মধ্যে যে-কোন [রে যদি একটি বিবাহ হয় তা হইলে বিরিসির যেন কিলকে সেই বাড়িতে খাটিয়া দি ত হয় । বিরিসির অধিসিগণ একান্নবৰ্ত্তী পরিবার। বিবাহের কয়দিন বিবাহড়িতেই তাহার খায়দায়, কাজ করে এবং আনন্দ করে । মুলিয়াদের মধ্যে বিবা । সচরাচর অল্প বয়স হয় । ব:রর য়িস সতের-আঠার এবং কনের বার-তের ; ইহাই সাধারণ ময়ম। তবে কদাচিৎ পাঁচ-ছয় বৎসরের ছেলের সতি তন-চার বৎসরের মেয়ের বিবাহ হয় । উপর পক্ষে বরের মঠার-উনিশ এবং কনের পনের-ষোেলর বেশী বয়স বাড়িতে দওয়া হয় না । বরের পিতাই প্রথমে কথা পড়েন । যদি কন্যাপক্ষ জি হয় তখন বাগদানের অনুষ্ঠান হয় । সেই দিন Fয়ক জন ভদ্রলোককে লইয়া বরের পিত! কনেকে نجيب- لايه می - بهٔ FI! গহনা পরাইতে যান । কনের বাড়িতে সকলে বলিলে কনের বাপ তা হাকে জিজ্ঞাসা করেন যে, সে বিবাহে রাজি আছে কি-ন । মেয়ে যতই ছোট হউক না কেন, তাহার অনুমতি না লইয়। বাগদান কিছুতেই নিপন্ন অগ্নিকুণ্ডের চারিদিকে ঘুরিয়া মৃত্য হইতে পারে না । যদি সে রাজি না হয়, তাঙ্গ হইলে কনের পিত বরপক্ষের কাছে মাপ চাল, তার একদিন আসিতে বলেন এবং ইতিমধ্যে কনে কে যথাসাধ্য বুঝাইয়। রাজি করিতে চেষ্টা করেন। ইস কুলিয়া সমাজের একটি বিশিষ্ট লক্ষণ । স্ত্রীলোক দর আসন আমাদের সমাজের চেয়ে সেখানে আরও উচ্চে, সেইজন্য স্ত্রীলোকের অনুমতি বিনা বিবাহ নিষ্পন্ন হয় না । যদি অনুমতি ব্যতিক্রম করিয়া কোন পিতা বিবাহ দেন তাচ হইলেও শেযে সে বিবাহ ভাঙিয়া দেওয়! যাইতে পারে, এমন ও দেথা গিয়াছে । কিন্তু সে কথা পরে হইবে । যাহা হউক, কস্তা রাজি হইলে সমবেত ভদ্রলোকদের সম্মুখে বরের পিতা তাহাকে সম্পূর্ণ দানের গহন। পরাইয় দেন, এবং তখন কনের মা সমবেত ভদ্রলোকদর হাত-পা জল দিয়া ধুইয়া দেন । ইহাই হইল বাগদালের পর্ব বরকর্ত। তথন সমবেত ভদ্রলোকদের তিন টকা করিয়া ও কন্যাকৰ্ত্ত দুই টাকা করিয়া প্রণামী দো । তাড়ার পর