পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

;

    • ళగ

৭৫ সবাসনা শুe حصولاجين جع অর্থাৎ আদিম সংস্কৃতিস্তত্ব-সম্বন্ধীয় কক্ষগুলিতে ঘুরিতে ঘুরিতে, বড় বড় কাচের আলমারীর মধ্যে রক্ষিত নানা বৰ্ব্বর ও অৰ্দ্ধবৰ্ব্বর জাতির আমি উচ্ছঙ্খল কল্পনা ও তাহদের অশিক্ষিতপটু হস্ত হইতে উদ্ভূত অদ্ভুত ও কিভূতকিমাকার বস্তু দেখিতে ১০ । পক্ষী-শিকার বেনিন্‌--ব্ৰঞ্চে ঢাল পাট দেখিতে, পশ্চিম-আফ্রিকা হইতে আনীত নিগ্রে-সংস্কৃতি জাত প্ৰব্য-সম্ভারের মধ্যে, হঠাৎ একটা ধাতুতে-ঢালা নিগ্রে মেয়ের মুখ দেখিয়া থমকিয় দাড়াইলাম। (চিত্র [১] ও [২] )। মুখখান প্রতিমার মুখের ধাজে, নুমুণ্ডের মত চারিদিকে ঢাল, চিত্রাকার নহে। অঞ্চয়ে স্বাভাবিক মানুষের মাথার খণ্ড হইবে। শিল্পী *রি স্বাভাবিক অমুকুতি করে নাই, বা ফরিতে পারে "ই-কতকটা অপ্রাকৃতিক ع" : هيغ ينجوجيتهخ* ఏSD8S বা অতিপ্রাঙ্কতিক ভঙ্গি মুখটতে আসিয়া গিয়াছে, কান দুইটী যে ভাবে গঠিত হইয়াছে তাহা হইতে উহা স্পষ্ট বুঝা যায়। মাথায় একট চুড়াকৃতি শিরস্ত্রাণ পরিহিত—খুব সম্ভব সেট বেতের তৈয়ারী অথবা প্রবাল-নিৰ্ম্মিত টুপী ; গলায় ২ । বেনিন্ হইতে আনীত ব্ৰঞ্চে ঢালা কন্যার মুৰ্থ " বেলিন, আদিম-সংস্কৃতি-তত্ত্ব সম্পৰ্কীয় সংগ্রহ-শাল । প্রবালের কষ্ঠ । কণ্ঠেই মুগুটীর পরিসমাপ্তি। আজকালকার শিল্পীদের পাকা হাতের তুলনায়, এই রূপ-কৰ্ম্মটীতে একটু ভাবুকতার আভাস পাওয়া যায়। কিন্তু এই অশিক্ষিতপটুত্বকে, মূৰ্ত্তিটার গঠনের ভঙ্গিতে, প্রকৃত্তিকে ষোল আন ব্লকম অনুকরণের অভাবকে উদ্ভাসিত করিয়া তুলিরছে— ইহাদের সম্পূর্ণত দিয়া মুক্তিটাকে শ্রেষ্ঠ শিল্পের আসনে উন্নীত করিমাছে-সার্থকভাবে ও সরলভাবে মূটিতে