পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*il«1Դ তা ফ্রি লক্ষ র নিগ্রেণ শিল্প &OS মিউজিয়মের খুব কাছে, এক ওয়াই-এম-সী-এ ছাত্রাবাসে বাস করি। এই ছাত্রাবাসটাতে পঞ্চাশ জন ছেলে ছিল, .tহাদের মধ্যে আমি আর পরে একট তামিল ছেলে, মাত্র আমরা দুই জন ভারতীয় ছিলাম ; বাকী আটচল্লিশ জনের মধ্যে তিরিশ জন ব্রিটিশ, অর্থাৎ ইংরেজ, স্কচ, ওয়েলশ, আইরীশ, ছিল, এবং আঠার জন ছিল ইউরোপের বিভিন্ন দেশের ছেলে । এই ছাত্রাবাসট বেশ আস্তর্জাতিক স্থান হইয়া ১৫ । ফরাসী শিল্পী এভারিস্ত-ঝ শেয়ার রচিত নিয়ো যুবকের মুথ—ব্ৰঞ্জে ঢালা কাঠের বেদীর উপর কাছেই গিল্ড ফেড ষ্ট্রাট্‌-এ অনুরূপ আর একটা ওয়াই-এম-দী-এ ছাত্রাবাস ছিল—সেখানে দুই এক জন উঠিয়ছিল। নিগ্রে। ছাত্র বাস করিত । এইরূপ একটা নিগ্রো ছাত্রের সঙ্গে আমার আলাপ হয়। আমাদের বেডফোঁড প্লেস্-এর ছাত্রাবাস, আর গিল্ড ফোর্ড ষ্ট্রট-এর ছাত্রাবাস, উভয় স্থান হইতে জন ছয় মিলিয়া ১৯২০ সালের গ্রীষ্মকালে আমরা একবার লণ্ডনের বাহিরে সারা দিনের জগু পল্লীশ্রমণে গিয়াছিলাম। ছয় জনের মধ্যে তিন জন ইংরেজ, এক জন সুইস, এক জন নিগ্রে, এবং আমি ভারতবাসী। নিগ্রে শিল্পের বিষম্বে ও নিগ্রোদের ...::::** ימי ংস্কৃতি বিষয়ে জানিবার-শুনিবার ও পড়া-শুনা করিবার ঝোক হইয়াছে,—সুতরাং এই নিগ্রোটীর সঙ্গে পরিচিত হওয়াতে আমার বড়ই আনন্দ হইয়াছিল। কিন্তু দুই চারিট বিষয় ছাড়া r ১২ । বেনিন-হাতীয় প্লাভের কাঁটা ( ঢাকনীর মাথায় ইউরোপীয় জাহাজ, পারায় ইউরোপীয় সিপাহী ) ইহার নিকট হইতে ইহাদের জাতির ইতিহাস ও সভাত সম্বন্ধে কিছু খবর পাইলাম না । ছেলেটর বাড়ী পশ্চিম-আফ্রিকার Nigeria নাই