পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هج 298 هد § 网 سوا تم جع যাইত। পরে উত্তর-আফ্রিকার হামীয় জাতি অশ, সেই অংশে বান্ট নিগ্রোদের বাস। এই বান্টআরবদের অধীন হইল, মুসলমান হইল,-হামীয় নিগ্রোদের ভাষা, সুদানী বা বিশুদ্ধ নিগ্রোদের ভাষ ভাষাও ধীরে ধীরে আরব ভাষার চাপে পড়িয়া বিলুপ্ত হইতে লাগিল। এখন মিসরের লোকের প্রায় সব আরবভাষী হইয়া গিয়াছে। আরবেরা দাস-ব্যবসায়ে রত ছিল, ইহার ক্রীতদাস ধরিয়া আনিবার জন্য মধ্য-আফ্রিকা পৰ্য্যস্ত ধাওয়া করিত । ইহাদের দ্বারা নিগ্রোদের মধ্যেও ইস্লাম ধৰ্ম্মের প্রচার হইয়াছে। মোটের উপর, শেমীয় আরবদের আফ্রিকায় আগমন হাজার বারশ’ বছরের অধিক নহে, এবং এই শেমীয় জাতির আগমনে হামীয়দের ও নিগ্রোদের জাতীয় ংস্কৃতি প্রায় সৰ্ব্বত্রই বিশেবভাবে সঙ্কুচিত ও খৰ্ব্ব হইয়াছে। নিগ্রেী জাতিই আফ্রিকার বিশিষ্ট জ্ঞাতি। পূৰ্ব্বেই বলা হইয়াছে, হামীয়দের সঙ্গে নিগ্রোদের বহুস্থলে খুবই মিশ্রণ ঘটিমাছিল ; ফলে সেই সব স্থলে নূতন মিশ্র জাতির উদ্ভব হইয়াছে—এই সকল জাতিতে এখন নিগ্রেী বৈশিষ্ট কম বিদ্যমান। ফরাসী অধিকৃত স্বদানের l’ul, Ful, Peul ( পুল, ফুল বা প্যোল ) জাতি এই রূপ একটা মিশ্র জাতি । ইহাদিগকে পৃথক্ ধরা উচিত। নিগ্রোর দুইটী বর্গে বা শ্রেণীতে পড়ে { ক ] বিশুদ্ধ নিগ্রেী ; ইহাদের বাস পশ্চিম-আফ্রিকায়—আটলাণ্টিকসমুদ্রের অংশ গিনি-উপসাগরের উত্তরে ও সাহারা মরুর দক্ষিণে যে ভূভাগ, সেই ভূভাগে ; মোটামুটি–Senegal coasta, Gambia its of s Niger নিগের বা নাইগার-এই তিনটী নদীর দ্বার ধৌত দেশে, এবং উত্তর- মধাআফ্রিকার কতক অংশে । বিশুদ্ধ নিগ্রোদের মধ্যে আদি নিগ্রো রূপটুকু অবিমিশ্র ভাবে বিদ্যমান। নানা ভাব ইহাদের মধ্যে প্রচলিত, কিন্তু এই-সব ভাষার মধ্যে একট প্রকৃতি-গত মিল আছে । [খ] আফ্রিকার উপদ্বীপীয় অংশে আটলাণ্টিক-সমুদ্রের পূৰ্ব্বে ও ভারত-সমূত্রের পশ্চিমে লম্বমান য়ে হইতে পৃথক, ইহাদের সংস্কৃতিও পৃথক্ ; ইহারা বিশুদ্ধ নিগ্রোর সহিত অতি প্রাচীনকালে সংঘটিত অল্প-বিস্তর হামীয়দের মিশ্রণের ফল । বহু সহস্ৰ বৎসর ধরিয়া মধ্য-আফ্রিকায় হামীমেরা ধীরে ধীরে নিগ্রোদের সঙ্গে রক্ত-মিশ্রণ করিতেছিল , তাহার ফলে জুই জাতির লক্ষণাক্রান্ত, রক্তে নিগ্রোর প্রাধান্তযুক্ত কিন্তু সংস্কৃতিতে বেশীর ভাগ হামীয় প্রভাব পুষ্ট, একটী বিশিষ্ট মিশ্র হামীয় নিগ্রে জাতির স্বষ্টি হয় । মধ্য-আফ্রিকায় এই হামীয় মিশ্রণের ফলে, নিগ্রোর প্রকৃতি ও বাহরূপ আমূল পরিবর্তিত হইল না, অনেকটা বজায় রহিল,— ইহার একেবারে নূতন একটা মিশ্রজাতি হইল না, কিন্তু বিকৃত হইম্বা একটু অন্য ধরণের নিগ্রো হইল ; এইরূপ হামীয় প্রভাবে বিকৃত, ভাষায় পৃথককৃত নিগ্রোদের “বান্ট, ১tথ্য দেওয়া হইয়াছে। নিগ্রোবটু (Negrito) জাতি বামন আকারের, ইহাদেব উল্লেখযোগ্য কোনও সংস্কৃতি নাই। বুশমান গু হটেন্টটগণ