পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ দেশের ভাণ্ডারফোগেল (wandervogel)-এর কথা অনেকে শুনিয়া থাকিবেন । ছুটির সময় ছেলেমেয়ের দল বাধিয়া বাহির হইয় পড়ে, সঙ্গে হয়ত কিছু আহার্য সংগ্ৰহ করিয়া লয় ; তাহার পর কয়েক দিন গান গাহিয়া, থেল। করিয়া, পল্লীঅঞ্চলে বা পাহাড়েপৰ্ব্বতে ঘুরিয়া আবার ফিরিয়া আসির কাজে মন ষ্ট্ৰs } কে সেখানে ( wanderung ) (阿邵1 ভাণ্ডারুং বলা হয় । ওডেনাভাল্ড বিদ্যালয়ে মাঝে মাঝে এইরূপ ভাণ্ডারুঙের ব্যবস্থা আছে । একবার প্রোয় ত্ৰিশ জন ছেলেমেয়ের সঙ্গে f:কটস্থ পাহাড় অঞ্চলে বেড় হতে গিয়!ছিল।ম । আমাদের দলে সর বৎসরের বালিক। প্রণীণ বুদ্ধ পর্যাস্ত সকলেই ছিল । সকলের পিঠে একটি রুকস্তাক্ বা বুলি ; তাহতে ভক্টতে কয়েকটি কাপড় জাম, কিছু খাবার ও রাত্রে শুইবার জন্ত থলি । যেখানে বেড়াইতে যাইতেছিল।ম সেখানে মাঝে মাঝে চটি আছে ; রাত্রে সেইখনেই আশ্রয় লইতে হয় । বিছান। ত সব সময়ে পাওয়; যায় মা, তাই এইরূপ শুইবার থলির ব্যবস্থা । কয়েক দিন পাহাড়ে পাহাড়ে খুব ঘুরিলাম : ছেলেমেয়ের যথেষ্ট আনন্দ উপভোগ করিল ; কিন্তু শ্রমও কম হয় নাই। ফিরিয়া দুই-এক দিন সম্পূর্ণ বিশ্রাম লইতে হইল। আমরা যখন ভাণ্ডারুঙে গেলাম তখন বিদ্যালয়ের আর এক দল অপেক্ষাকৃত বয়স্ক ছেলেমেয়ে, দুরে গ্রামে কৃষকদের আঙুরের ফসল কাটিবার সাহায্য করিতে গেল । চাষীরা এরূপ সাহায্য সাগ্রহে লয় । ছেলেমেয়ের তাহদের সঙ্গে মাঠে একত্রে পরিশ্রম করে ; কোন কোন দিন দশ-বার ঘণ্টা পৰ্য্যস্ত খাটিতে হয় । কিন্তু তাহীতেই তাহাদের আনন্দ । " এই সময়ে যখন সকলে দলে দলে ভাণ্ডারুঙে বাহির হয়, দু-এক দল ছেলে এইভাবে কোন পল্লীতে গিয়া কাজ করে। জাৰ্ম্মানীর একটি বিদ্যালয় అర్రో জাতীয় জীবন ও চরিত্রগঠনে এরূপ ব্যবস্থার মূল্য কতখানি তাহা উল্লেখ না করিলেও চলিতে পারে । এখানে একটি সুন্দর ব্যবস্থা দেখিলাম। বিদ্যালয়ের সকলেই একত্রে ভোজন করে। ভোজনের পূৰ্ব্বে কিছু একটি ক্লাস ক্ষণের জন্ত শিক্ষকগণ একত্র সমবেত হইয়া ছাত্রদের সম্বন্ধে আলোচ্য কিছু থাকিলে আলোচন করেন । ভোজনের পরেও সম্মুখস্থ প্রাঙ্গণে সকলকে পাঁচ মিনিট কাল উপস্থিত থাকিতে হয়। ভোজন৷রহের পূর্বে পাওলাস কোন গ্রন্থ হইতে ছু-এক লাইন পড়িয় শোনান । খৃষ্টানদের মধ্যে এই সময়ে নিবেদন করিবার বা গ্রেস ( grace ) বলিবার প্রথা আছে । এখানে সেই প্রথ।ই এই রূপ, ধারণ করিয়াছে । ভোজনের ব্যবস্থা খুবই সাধারণ, কিন্তু পুষ্টিকর। অন্তান্ত বিদ্যালয়ে যেরূপ আড়ম্বর আছে এথানে তাহার কিছুই দেখিলাম না । এখানকার আর একটি ব্যবস্থা আমার বড় ভাল লাগিল । প্রতি রবিবার প্রাতে সেখানে উপাসনার ব্যবস্থা আছে । এই উপাসন আন্ডাক্ট ( andacht ) FTITN অভিহিত হয়। ইহার প্রণালী সম্পূর্ণ নূতন ধরণের । যাহারা সাধারণভাবে উপাসনা করিতে চাহে তাহার নিকটস্থ গ্রামের ভজনালয়ে যায়, কিন্তু এরূপ ছাত্র-ছাত্রীর সংখ্যা 5. "ཁམསྭ;