পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,፣omግ› , একপ্রকার আশ্চর্য রশ্মি বাহির হয়। তিনি উহার নাম fotain footo-ofo (cathode rays. ) এই নুতন , রশ্মির প্রকৃতি নির্ণয় করিৰার জন্ত বৈজ্ঞানিকদের মধ্যে নানা প্রকার পরীক্ষা ও তর্কবিতর্ক হইতে লাগিল। ৯৮৯৭ খৃষ্টাব্দে স্বনামধন্ত ইংরেজ বৈজ্ঞানিক স্তর জে. জে. টম্সন এই সমস্তার সমাধান করিলেন । তিনি দেখাইলেন যে, এই রশ্মিগুলি ক্ষুদ্র ক্ষুদ্র খপতাত্ত্বিত কণার সমষ্টিমাত্র । এই ঋণতাড়িত কণা অথবা ইলেক্ট্রনের ওজন একটি হাইড্রোজেনের পরমাণুর কুই সহস্ৰ ভাগের একাংশ মাত্র । এই প্রসঙ্গে অধ্যাপক উইলহেল্ম্ রন্টজেনের এক্স-রে আবিষ্কারের কথা আসিয়া পড়ে । তিনি দেখাইলেন যে, বিয়োগরশ্মি কোনও বস্তুর উপর পতিত হইলে ঐ বস্তু হইতে এক অপুৰ্ব্ব রশ্মি নির্গত হয় । এই রশ্মি ধাতু, পাথর কিংবা কাঠের আবরণ অনায়াসে ভেদ করিতে পারে । এই রশ্মি মনুষ্য চৰ্ম্ম ও মাংস ভেদ করিয়া অস্থিতে বাধ পায় । সুতরাং এই রশ্মির সাহায্যে ফটোগ্রাফ তুলিলে ময়রের শরীরের অস্থিতে কোথাও কোন বৈলক্ষণা উপস্থিত হইয়াছে কি-না সহজেই ধরিতে পারা যায়। ১৮৯৬ খৃষ্টকে প্রসিদ্ধ ফরাশী বৈজ্ঞানিক বেকেরল Becquerel) এক নুতন রশ্মি আবিষ্কার, করিলেন । sin esta erros ( Phosphorescent ) পদার্থের প্রকৃতি পরীক্ষাকালীন তিনি দেখিতে পাইলেন যে, ইউরেনিয়ম এবং উহার. যৌগিক পদার্থসমুহ হইতে এক প্রকার রশ্মি নির্গত হয়, যtহ রঞ্জনরশ্মির অথবা এক্স-রে’র সমগুণবিশিষ্ট বলিয়া মনে হয়। তিনি আরও লক্ষ্য করলেন যে, এই সকল রশ্মি বায়ু অথবা অন্ত কোনওঁ, বাম্পের ভিতর প্রবেশ করিলে উক্ত বাষ্পকে তড়িৎ-পরিবাহক করে। আবিষ্কার নাম অনুসারে এই নূতন রশ্মির নাম হইল বেকেরল রশ্মি। বেকেরলের প্রণালী অনুসরণ করিয়া ম্যাডাম কুরী এই সূতল রশ্মি সম্বন্ধে, গবেষণা আরম্ভ করেন । তিনি দেখিলেন যে, ইউরেনিয়মৃ ব্যতীত অঙ্গ এক প্রকার পদার্থ, হইতেঃ উক্ত প্রকার, রশ্মি निर्वच्, इश्। कास्त्राम इो এই স্ক্রপ্রার,লাৰু-মিলেন্ন ধোৱিমে। এই সকল ম্যাডাম কুরী اه بيده গবেষণা-প্রসঙ্গে ম্যাডাম কুরী পক্ষা করিলেন যে, পিচয়েও নামক ইউরেনিয়মূসংযুক্ত খনিজ পদার্থ হইতে যে-রশ্মি নির্গত হয় তাহা বিশুদ্ধ ইউরেনিয়ম হইতে নির্গত রশ্মি অপেক্ষা চার-পাচ গুণ অধিক শক্তিশালী । ম্যাডাম কুরী অনুমান করিলেন যে পিচব্লেণ্ডের মধ্যে ম্যাডাম কুরী ইউরেনিয়ম ব্যতীত নিশ্চয়ই এমন অল্প জিনিষ আছে যাহা ইউরেনিয়ম হইতে অধিকতর শক্তিশালী রশ্মি নির্গত করিতে পারে। এ-পর্যস্ত ম্যাডাম কুরীর কোনও সহকৰ্ম্মী ছিল না । এক্ষণে র্তাহার স্বামী অধ্যাপক পেরী কুরী তাহার সঙ্গে একত্রে এই অজ্ঞাত বস্তুর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন । কিন্তু তাহtদের প্রথান অস্তরায় হইল যে, পিচব্লেণ্ডের মধ্যে এই অজ্ঞাত বস্তুর পরিমাণ অত্যন্ত কম । কাজেই তাহাদিগকে প্রচুর পরিমাণ পিচত্রেও লইয়া কাৰ্য আরম্ভ কৰিঙ্গে হইল। এই কাৰ্য্যের জন্ত অষ্ট্রীয় গবৰ্ণমেন্ট বোহেমিয়া দেশের অন্তর্গত ইউরেনিয়মের খনি হইতে কুরীদ্বয়কে এক টন পিচত্রেও উপহার দিলেন। সাধারণতঃ পিচমেণ্ডের মধ্যে নানরূপ পদার্থ মিশ্রিত থাকে হুতরাং উহা হইতে