পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q.g8 o কতদূর কি হইত বলা যায় না, কিন্তু এই সময় বরাবর গাড়ীটা সবেগে ষ্টেশনে আসিয়া প্রবেশ করায় আমাদের সবার মনোও একটা গতিশীলতার দেয়াচ লাগিল । আর অগ্রপশ্চাৎ না-ভাবিয়া হুড়মুদ্র করিয়া উঠিয় পড়া গেল । চাকরবিভ্ৰাট ! গাড়ী ছাড়িলে টের পাওয়া গেল কশোর মহাপরিনিব্বাণ-স্কপ fত্ৰবেনিয়া নিরুদ্দেশ ! অথচ তাহার কাছে নে সতরঞ্চির পোটলাট ছিল তাহ সামনেই বেঞ্চির তলায় রহিয়াছে। পরের ষ্টেশনে গাড়ী বদলি , কুলিল মাথা হইতে সতরঞ্চি সমেত ত্ৰিবেলিয়া নামিল । চোখ রগড়াইতে রগড়াইতে প্রশ্ন করিল—“কোন ইষ্টিশন বা ?” “হারামজাদাকে আজ পূন করব”—বলিয়া হুধাংশু অগ্রসর হইতেই সকলে তfহীকে ধরিয়া ফেলিল । হরিবাবু বলিলেন—“থাক --দেখ ত সাতটা সতরঞ্চিই ঠিক জড়িয়েছিল ত- গায়ে ? খড়িী ছাড়ে, এইবেল গুণে দেখ “খুজে পেতে খুব সামলাবার লোক বের করেচ, হুধাংশু ” গাড়ী ছাড়িল । ভাবাদের সহযাত্রী মেঘট পঞ্চম কি বর্চ ষ্টেশন পর্যন্ত আমাদের সহিত পাল্লা দিয়া ছুটিয়া নিরস্ত হইল। তাহার পরে দেপিলাম হালুক হালক। ఏ38ఏ থও মেল, ছু-খরের দিগস্তবিস্তৃত সবুজ ক্ষেত্রে উপর রোদ ও ছায়ার যুগললীলা চলিযাছে। আমরা যুক্ত প্রদেশের আসিয়া পড়িয়ছি । বেহারের ছাপরা জেলার তুলনায় জমির উর্বরতা কম ; কিন্তু তাহা হইলেও মাঝবর্ষীয় আর সেটা চোখে পড়ে না । নানা রকম শঙ্কে, সঙ্গে সঙ্গে সমস্ত জমিট টকা ; যদি এতটুকু কোথাও সাদা জমি থাকে ত তাহাও চৰ্বী— মই দেওয়া, তকৃতকে ঝরঝরে, ïïጓኽ বেশ বোঝা যার শস্তসূস্তব, সু-দিন পরেই শিশু শস্তে পূর্ণ হইয়া উঠিলে । আথের চtধটা এদিকে খুব বেশ । যাট-পয়ষটি মাইলের মধ্যেই ছাপর জেলা লইয়া গোটা-ইরেক চিনির কল। বেহার যুক্তপ্রদেশে আধা আলি করিয়া ধরিলে গড়ে প্রতি দশ মাইলে একটা কল পড়ে। আরও গোট ছুই উঠিবে, সরঞ্জাম হাজির । অনেকে বলিতেছেন একটা হুজুগ আসিয়াছে,স্পেকুলেশন-সাগরের এই বুদ্ধ দণ্ডল৷ আপোযের মধ্যেই ধাক্কiপাঞ্চি করিয়া মরিবে । যুকি, ওসব বড় কথা বুঝি না। শাস্ত, খামল ক্ষেত্রের মাঝে ম:ঝে লোকের অর্থীকক্ষীর প্রতীক এই সব অনুষ্ঠানগুলা দেখিলে মনে হয় লোকগুলা কম্মের মধ্যে বেশ স্পষ্টভাবে বঁচির আছে, লাভ-লেকিসনের ঢেউ থাইতে থাইতে । বাংলা কোথায় ? চাপথনি থার্ড ক্লাস গাড়ি লইয়া আমাদের টেলথান ; ইঞ্জিনটা লঘুতাৰ আনন্দে যেন উন্মত্ত হইয়া ছুটিয়াছে। আটটা কুড়িতে আমরা পাণ্ড রাওনা আসিয়া শামিলাম । ভূীযগাটি আবার একটি রাজধানী, ষ্টেশন থেকে প্রায় মাইল-দেড়েকের মধ্যে রাজবাটী। শহরটা ছোট্ট, আর অত্যন্ত নোংরা, যেন একটা বড় শহরের স্তায়সঙ্গত ময়লা এইটুকু চৌহদির মধ্যে কোনরকমে গদাপাদি করিয়া অtষ্মরক্ষা করিয়া আছে । রাজা, প্রোসীদের বিজলী