পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত শ্রীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় •ম বলিলেন–দিন যখন খারাপ তখন আজ যাওয়া হতেই পারে না। কিন্তু দিন খারাপ বলিয়৷ পৃথিবী ত তাহার কক্ষপথে নিয়মিত একটি আবৰ্ত্তন না দিয়া বসিয়া থাকিবে না এবং সে আবর্তনে একটি দিবারাত্রি অতিক্রাস্ত হইলেই বিমলের টেণ্ডার দিবার নির্দিষ্ট দিনটি যে পার হইয়। যাইবে । সে উত্তপ্ত হষ্ট্রয় বলিয়া উঠিল—কে বললে যে দিন খারাপ ? কোন মুর্থ বলেছে ? মা চোখ রাঙাইয়া বলিয়া উঠিলেন—দেখ বিমল লঘু গুরু মান্ত ক'রে কথা ক’ল। দিন দেখেছেন ভটচার্য মশায় । পুরোহিত যদু ভট্টাচাৰ্য্য বিমলের বাপের বয়সী লোক। এ-বাড়িতে র্তাহার প্রতাপ অপ্রতিহত । বিমলের পিত জমিদার পঞ্চানন রায় তাহার কথায় না-কি উঠিতেন বসিতেন। লোকে বলিত যদু ভটচাষ পঞ্চানন রায়কে ‘বাদর নাচ’ নাচাইত এক সোনার তুলসীপত্র আর বিল্বপত্র একত্র করিয়া যদু ভটচাযের স্ত্রীর দশথান ভারী ভারী গহনা হইয়াছে । একবার তাগা, একবার হার, একবার চুড়ি বার-বারের হিসাব মনে থাকে না, তবে মনে করিলেই মনে পড়িবে ইহ নিশ্চয় বিমল মনে মনে ভটচাযের মাথা খাইয়া বলিল— আচ্ছ, যাই আমি ভটচাযের কাছে। রাধাগোলি-দীক্টর মন্দির-প্রাঙ্গণে বসিয়া ভটচার্য চশমচোখে ঘাস ছিড়িতেছিলেন। বাধান আঙিনায় একটা ফাটল দেখা দিয়াছে, সেই ফাটল আশ্রয় করিয়া উঠিয়াছে ঘাস । বিমল ডাকিল—এই যে ভটচার্য মশাই । ভটচাজের চশমাট ঝুলিতেছিল নাকের ডগায়। নাকের ডগাট বিমলের মুখের উপর নিবদ্ধ করিয়া ভটচাষ বলিলেন--- বিমল! ভালই হয়েছে। তোমাকেই খুজছিলাম দেখ দেখি-উঠোনের ফাটট-এটা মেরামত"- ཝཱ་ বাধা দিয়া বিমল বলিল—কি বলেছেন মাকে আপনি ? বিস্থিত হইয়া ভটা বলিলেন--কি * o o, " বৌঠাকরুণ। — আমার জরুরি কাজ রয়েছে আর আপনি মাকে বলেছেন আজ দিন খারাপ—যাত্রা নাই । ভটচার্য একটু চিন্তা করিম বলিলেন—ত বাজ যখন রয়েছে তখন যাত্রা না থাকলে চলবে কেন ? চলে যাও তুমি আজ । বিমল একটু নরম হইল, বলিল—কিন্তু মা যে— —দাড়াও পাজিট একবার দেখি। ভটচায উঠিয়৷ হাত-পা ঝাড়িয়া পাজি লইয়া বসিলেন । দেখিয়া শুনিয়া বলিলেন-দুটে আটচল্লিশ মিনিটের পর তিনটের মধ্যে চলে যাও তুমি গোবিন্দ স্মরণ করে। গমনে বামনশ্চৈব— বামনমূৰ্ত্তি মনে মনে কল্পনা ক’রে বেরিয়ে পড়বে। —বেশ লোক ত তুমি ভটচার্য ঠাকুরপো! বিমলকে যেতে বলছ তুমি ? তবে যে আমাকে বললে আজকে দিন খারাপ যাত্র হতেই পারে না । * ম। কখন সেখানে আসিয়া দাড়াইয়াছিলেন কেহ লক্ষ্য করে নাই। ভটচাঘ নাকের ডগা আকাশে তুলিয় তাহাকে দেখিয়ু বলিলেন-সে কথা ত মিথ্যে বলি নাই আমি। দেখ না পাঞ্জি-ধাত্র নাই আজ । বিমলের মা ঝঙ্কার দিয়া বলিয়া উঠিলেন—তবে ? তবে যে বিমলকে যেতে বলছ তুমি ? বিমল বলিল—এই যে বললেন আমাকে দুটে আটচল্লিশ মিনিটের পর তিনটের মধ্যে যাবে। —ই তা যাওয়া চলতে পারে । সময়টাতেই বেরিয়ে যেয়ে তুমি। বিমলের মা রূঢ়ভাবে বলিয়া উঠিলেন-যাত্র নাই ত বেরিয়ে যাবে কি রকম ? তুমি কি পাগল হ’লে না কি ? ভট্টাচাৰ্য্য বলিলেন—ওর যে কাজের ক্ষতি হবে বলছে ভাল সময় ওটা । ঐ গিল্পী বলিলেন—তা বলে অ-দিনে অ-ক্ষণে যাওয়া-আসা - করে না-কি ? তুমি বলছ কি ?