পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r. বড়বৌদি এক দিন শাশুড়ীর কাছে গিয়া এ-কথা সেকথার পর কহিলেন, “থা, ঠাকুরপে আইন পরীক্ষা বোধ হয় এবারেও দেব না।” দামিনীর আইনের শেষ পরীক্ষা গত বছরেই দিবীর গুণ ছিল, পরীক্ষার ঠিক সময়ে শক্ত করিয়া ইনফ্লুয়েঞ্জার পড়য়ে দেওয়া হয় নাই। লেকচার সমস্ত য়্যাটেও, করা ছিল এবং পাসেণ্টেজের সংখ্য ঠিকই ছিল। তাই এ-বারে সে খুশমত কামাই করিয়া ফিরিতেছে। কেহ বলিতে গেলেই উত্তর দেয়, “পরীক্ষার ভাবনা কি ?--•সে ও সমস্তই তৈরি রয়েচে । কেবল গিয়ে দিয়ে দেওয়া ।” गफू८ोरश्चन्न रु.५] ७निद्रा भ] खेत्रिश्न झ्२८नन । गाभिर्नीश्न খামখেয়াল তাহার অজানা নাই। তাই উদ্বিগ্ন হইয়া কছিলেন, “কেন তোমাকে কিছু বলেচে মা কি ?” “প্রীর বলাই একরকম বইকি। বৌয়ের কাছে না থাকলে তার মন ভাল থাকে না । স্থার পরীক্ষার ত মোটে পনেরটি দিন বাকী ” নিৰ্ম্মলার নাম উল্লেখ শুনিয়াই উহার মুখ আরও গম্ভীর হুইগ উঠিল। ইদানীং বধূর প্রতি তিনি অত্যন্ত অগ্রসর ছিলেন । - বড়বোঁ হেটুমুখে চুড়ি বলা খুটিতে গুটিতে কহিলেন, “ম, তাহলে কি করবেন ? হাজার হৌক আপনি ম', আপনি যদি একবার ঠাকুরপোকে ডেকে বুঝিয়ে বলেন, আপনার কথা সে কধনও ঠেলতে পারবে না । ( একট{ নিঃশ্বাস ফেলিক্ষ্মণ , আমাদের মনে কত আশা ছিল ঠাকুরপে। এবারে উকীল হয়ে বেরিয়ে ঠাকুরের সঙ্গে একত্রে আদালত যাবে। সে অাশা বুঝি পূর্ণ হবে না। আর ওরই ধা দেযি কি ? ( একটা উদগত নিঃশ্বাস চাপিয়া লইয়া ; আমির সেই কালেই জনতুম-যাক গে সেসব কথা। একবার আপনি বলবেন, মা । আমরা বলে ক’লে হার মেনেছি।” বিকালে যামিনীর ঘরের বারান্দীর মায়ের ভারি পায়ের আওয়াজ পাওয়া গেল। বিছানার উপর তখন নিৰ্ম্মল শুইয়াছিল, আর যামিনী একটা কাচের প্লেটে একগুচ্ছ আগুঃ হুইল একটা একটা করিয়া ছাড়াইঃ তাঁহার মুখে _*: দিতেছিল এবং মেই সঙ্গে তহিকে কি-একটা বই পড়িয়া শোনাইতেছিল । দু-জনেরই মন আজি প্রেসন্ন, মুক্তি ఇot যেন তাহারণ পরম্পরকে চিলিতে আরম্ভ করিয়াজে । এমন সময় স্বারের কাছে ধাড়াইয়াম ডাকিলেন, “ৰামিনী " বধু মাথার কাপড় তুলিয়া দিয়া উঠিয়া বসিল। হঠাৎ যামিনী শব্দ শুনিয়া চমকিয়া উঠিল। তাঁহার হাত হইতে কাঁচের প্লেটটা পড়িয়া গিয়া আৰু কৰু শৰে ভাঙির গেল। মৃদ্ধ যেন একটা কাণ্ড ঘটিয়া গেল।-- মা বলিলেন, “যামিনী, তুই কাল সকালের টেনে কলকাতা বাবি । আমি সরকার-মশায়কে বলে দিয়েটি সমস্ত বন্দোবন্ত ঠিক করে রাখকে।” বধুর দিকে চাছিল বলিলেন, “তোমার কি এখানে থাকতেকছু কষ্ট হচ্চে বাছা ? তা বৃদি হয়ও, তবু কষ্ট ক’রে আর একটা মাস থাক। বামিনীর পরীক্ষণ হ’লে তোমাকে বীপের বাড়িতে রেখে শাসত্ত্বে ।” আর দ্বিতীয় কথা না কহিয়া, প্রত্যুত্তরের জন্ত অপেক্ষা ম:র না করিয়া তিনি চলিয়া গেলেন । পরের দিন অনিচ্ছাসত্বেও স্বাক্ষী কলিকাতা গেল। * এবং পরীক্ষাটা চুকিয়া গেলেই মাসখানেকের মধ্যে বাড়ি ফিরিয়া আসিল । সে বে-কয়েকটা দিন কলিকাতায় ছিল নিৰ্ম্মলার নামে তাহার রোজ দুই তিনখানা করিয়া চিঠি অসিত এবং যেদিন সে ফিরিয়া আসিল গঙ্গে আগিল গৃহসজ্জীর বিবিধ উপকরণ । আয়না-দেওয়া মেহগনির পলিঙ্গ, মাৰ্ব্বেলের ভৃেসিং টেবল, ক্রেজির কাজ করা টিপা। বিবাহের আগে নির্শলীর গুল্প গ্ৰহন কাপড় কিনিবার পরেও সেই দশ হাজার - টাকার কয়েক শত টাঞ্চ অবশিষ্ট ছিল। সেই টাকাটা- সে - এই কাজে - খাটাইল । বাড়ির দু-জন বেয়ারাই শুীড়ন-হাঙে থামিনীর ঘরে এই সকল নূতন নূতন কক্ষ-সজ্জার উপকরণ বাড়ির মুছির তুলিতে এবং সাঙ্গাইতে বাস্ত হইল উঠিল। এই সকল cभथिब्रां खनिद्रा रज्ज८तौद्रि क्किन फ़ेिख श्रेर्षींद्र अद्र७ বিকল হইয়া গেল । > * fরন-কতক পরে। বাড়িতে একটা উৎসব ছিল - মেজবোঁশের ছেলের