পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՅՆ থপ্রবাসী ; - & t ਐ੦BS অস্বাভাবিকত্বে প্রতিবিম্বিত করিয়া স্বাভাবিকত্ব ফলাইবার চেষ্টার দরুণ হইয়া থাকে, তবে তরফদারকে “কুমিল্লা" নিবাসী করা হইল কেন ? কেদার বাবু এক জন প্রসিদ্ধ ভাষাশিল্পী এবং তাহার রচনা প্রায়শঃ নির্দেখি হাস্তরসে সমুজ্জ্বল। কুমিল্লাদি অঞ্চলেই অস্বাভাবিকত্ব আছে, এরূপ বেরুসিকের মত তিনি পোষণ কfরবেন, ইহা মনে হয় না। যদি করেন, তবে উহাও লেখকের পক্ষে অীর এক দিক দিয়া বিশেষ অপ্রশংসার কথা । অতএব আমাদের বোধ হয় যে প্রাদেশিকতার এই খিচুড়ীপরিবেশন লেখকের অজ্ঞতার ফল, এবং প্রাদেশিকতার প্রয়োগে বাস্তবিকতা রক্ষিত না হইলে কিরূপ অনর্থ ঘটে তাহার জলন্ত দৃষ্টান্ত । এই বাস্তবিকতা রক্ষা করা কত দূর কঠিন, তাহার আর একটি উদাহরণ দিয়াই আলোচনা শেদ করিব। একটি সদ্যঃপ্রকাশিত গল্পে” যে প্রাদেশিক ভাষার - প্রয়োগ করা হইয়াছে, বাহিরের দৃষ্টিতে পূৰ্ব্বাঞ্চলের ভায়ার মত হইলেও বাস্তবিক তাহাও জগাখিচুড়ী। “প্রাগৈতিহাসিক”—পূৰ্ব্বাশা, আশ্বিন ১৩৪-, মাণিক אוזאןזיiזיזף "বrটি সারলে তর আর ভিক মাগতি অইবো না,— জানস “পায়ের পরনি পাট দিয়া গ্ৰাট হই। বই। থাকবি। না করস তুই কিয়েব লেগে ?” “তোর লাইগা ছা কইরা বইসা আছি, ভাবছল তুই, বটে ! আমি উই উয়ার সাথে রইছি” “পালাইয়া বা, “ঘায়েল কইরা দিবীর পাৰ্বাম। তখন পইপই কইরা কইলাব, মিয়াবাই ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাইবার লারবা গে”--- শুইনে মিয়া বাইর অইল গোসা কয় কিনা, পিঠ ছেচ্চা দিমু।--“কথা ক” “গড়হুবাইত বাইয়া"আলোয় আলোয় পথটুকু পরিহমু “জংলার মদি দুইক থাকুম, প! চালাইয়৷ চ’ পাঁচী ।” এই সকল দৃষ্টান্ত হইতে বুঝা যাইবে যে পূৰ্ব্ব অঞ্চলের কথ্য ভাষায় ব্যবহৃত হয় না এরূপ বহু বিভক্তি ও অবাস্থাদির অপপ্রয়োগ করা হইয়াছে, ঐ অঞ্চলে অব্যবহৃত বিশেঘ্য বিশেষণ ও ক্রিয়াপদাদির প্রয়োগ হইয়াছে, দূরবর্তী বিভিন্ন অঞ্চলের ভাষার একত্র সমাবেশ করা হইয়াছে। কোন বিশেদ অঞ্চলে প্রচলিত ভাষা ইহাতে নাই। অতএব পূৰ্ব্বাঞ্চলের প্রাদেশিক ভাষা ব্যবহারের এই চেষ্টা প্রশংসার ষোগ্য নহে এবং সফল হয় নাই ।