পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- '\షి হাবড়ামি করিয়া ভেদ ঘটার ও নূতন দল বাধিতে চায়, তাহা হইলে তাহাকে অবশ্যই দোদ দেওয়া উচিত. স্থািন পণ্ডিত মদনমোহন মলিবীয় যৌবনকাল হইতে দেশের সেব করিতেছেন, তদুপযুক্ত প্রভাবও তাহার জন্মিয়াছে। হামবড়ামি তিনি করিতেছেন না, কবিবার দরকার নাই। এমনও নহে, যে, কংগ্রেস এখন আইনের অবাধ্যতা স্থগিত করায় এবং রাজনৈতিক আন্দোলন সহজতর হওয়ায় তিনি ঘটা করিয়া কার্যাক্ষেত্রে অবতীর্ণ হইয়াছেন। তিনি পুরাক্তন কংগ্রেসওয়ালা, যদিও অসহযোগ মত পুরাপুরি গ্রহণ করেন নাই ; কিন্তু তাহা জেলে যাইবার ভয়ে নহে। কারণ তিনি স্বমতে দৃঢ় থাকার বৃদ্ধ বয়সে একাধিক বার ঞ্জেল খাটিয়াছেন আণে মহাশয় অসহযোগী কংগ্রেসওয়ালামপে জেল খাটিয়াছেন । আমরা ইহাদের কাহারও দলভুক্ত নহি এবং সকল বিষয়ে তাহদের সহিত একমতও লহি । আমাদের মতে, উহাদের ধাহা করিবার অধিকার আছে, কেবল তাঁহাই বলিলাম । প্রশ্ন উঠিয়াছে, বে, তাহারা কি কেবল কংগ্রেসওয়ালদিগকে নুতন দলে লইবেল ? কেবল কংগ্রেসওয়ালাদিগকে নিল দলের পক্ষ হইতে ব্যবস্থাপক সভার সদস্যপদপ্রার্থী মনোনীত করিবেন ? প্রথম প্রশ্নটির উত্তর সোজা। এখন ছবি কংগ্রেসওয়ালা আছেন, তা ছাড়া আরও অনেক লোককে কংগ্রেসের সভ্য করিবার চেষ্টা হইতেছে ও হওয়া বাঞ্ছনীয়। অতএব, কংগ্রেস যদি অ-কংগ্রেসওয়ালাদিগকে কংগ্রেসী মতে দীক্ষিত করিতে অধিকারী, তাহা হইলে নূতন দলও অ-কংগ্রেসওয়ালাদিগকে নিজ মতে ও আদর্শে দ্বীক্ষিত করিতে অধিকারী। দ্বিতীয় প্রশ্নটির উত্তর এই a, যাহাঁদের আদর্শ ও মত পূতন দলের অনুযায়ী, ব্যবস্থাপক সভার কাজ করিবার মত যোগ্যতা / অ-জোছকুমত্ব, সাহস, বুদ্ধি, জ্ঞান, প্রত্যুৎপন্নমতিত্ব, তৰ্কশক্তি, বাকৃপটুতা, অভিজ্ঞতা ইত্যাদি ) তাছাদের থাকিলে, তাহার কংগ্রেসওয়াল না হইলেও তাহাদিগকে সদস্তত্বপ্রার্থী নমোনীত করায় কোন বাধা দেখিতেছি না ; তবে ধোগা কংগ্রেসওয়াল হইলে আরও ভাল। যাহাদিগকে সমস্তপদপ্রার্থী মনোনীত করা হুইবে, তাহীদের আগেকার মত ও আচরণ ভাল করিয়া ત્રિરાઃો છેઃ o g 'ఏని8ు বিবেচনা করিতে হইবে । আগে যাহারা সাহস, স্বাধীন চিত্তত, দেশছিতাৰ্থ শ্রমশীলতা ও স্বর্থত্যাগ এবং প্রক্ষঃ স্বরাজলাভের জন্ত আকাঙ্গার আচরণগত পরিচয় দেন নাই, এখন ঠাছারা ব্যবস্থাপক সভায় প্রবেশের মুবিধার জন্ম স্বজাতিক সাজিলে র্তাহীদের আবেদন গ্রাহ হওয়া উচিৎ। নয়। মহাত্মা গান্ধী বলিয়াছেন, জেলে যাওয়াই কংগ্রেস ওয়ালদের একমাত্র কৃতিত্ব ও কর্তৃবা নহে, অন্য বকমেও অনেকে কংগ্রেসের সেবা করিয়াছেন। ঠিক কথা । কিন্তু যাহারা কংগ্রেসওয়ালা হইয়াও জেলে না-থাইতে যথাসাধ কৌশল অবলম্বন ও চেষ্টা করিয়াছেন, উহাদের, অ-ককে ওয়ালীদের, এবং যে-সব কংগ্রেসওয়ালা কংগ্রেসের আদর্শ অনুসরণ করিতে গিয়া জেলে গিয়াছেন, তাহাম্বের ব্যবস্থাপক সভার কাজ করিবার যোগ্যতা বৃদি সমান হয়। তাহা হইলে শেষোক্ত ব্যক্তিদিগকেই সদস্যপদপ্রাণী মনোনীত করা সঙ্গত । টিকৃটিকি পুলিসের নির্ভরযোগ্যতা বঙ্গের বিনা বিচারে বন্দীদিগকে দেওলীতে নিৰ্ব্বাস সম্বন্ধে আইন চিরস্থায়ী করিধাঁর সময় যে তর্কবিতর্ক হয়। তাহার মধ্যে, ঐ সব বনী যে প্রায় সবাই নিশ্চয়ই দোষী, তাহা বুঝাইবার জন্ত স্বৰাষ্ট্রসচিব স্তর হেনরী ক্রেক বলেন, যে, টিকৃটিকি পুলিলের বর্ণনার শতকরা ৯৫ অংশ নিতুল বলিয়া অনুসন্ধানে দেণ গিয়াছে— “Tho Hour Meub er issured tlu Assenbly ilus! 5 por cont or lo sinoments -cide by the ". I. I wnro fonnd tộ hệ cợrrcci.* কে অনুসন্ধান করিয়া সেগুলাকে নিভূল দেখিয়ছে, তা না-হয় জিজ্ঞাসা নাই করিলাম । কিন্তু অন্ত রকম দু-একটা কথা বলিতে চাই । যাহারা বিনা বিচারে বর্ণীকৃত হয়, পুলিসের ধারা তাহদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ বন্দীদের উকীল ও ব্যারিষ্টারদের স্বারা পরীক্ষিত্ত হুইবে না, তাহার উপর কোন জেরা হইবে না, তাহার বিরুদ্ধে বীদের সমর্থক সাক্ষীদের সাক্ষ্য ওয়া হইবে নাইহা পুলিস জানে। অন্ত দিকে, যে-সব আসামীর প্রকাগু আদালতে বিচার হয়, তাহাজের বিরুদ্ধে যত প্রমাণ ও সাক্ষা । উপস্থিত করা হয়, তাচার বিরুদ্ধে আসামীদের উকীল