পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন মাক্ষত্রিক জগৎ

  • ?リ

দ্বিতীয় উজ্জ্বল নক্ষত্রটিকে Regel আখ্যা দেওয়া হয়। প্রথমটি যোদ্ধার স্কন্ধের দিকে, আর দ্বিতীয়টি যোদ্ধার পায়ের দিকে । কেনিস্ মাইনর নক্ষত্র রাশিতে প্রোসিয়ন ( প্রশ্বা ) উজ্জ্বল নক্ষত্র দেখিতে পাওয়া যায় । কেনিস মেজরে সিরিয়াস (লুব্ধক) নক্ষত্র দেখিতে পাওয়া যায়, ইহাই সৰ্ব্বাপেক্ষা উজ্জ্বল নক্ষত্র। বৃষ রাশিতে কৃত্তিক-নক্ষত্র ( Pleiades ) অবস্থিত, ইহাকে সাত- ভাই চম্প কহে । আবার ২১শে মার্চ মধ্যরাত্রিতে, ২০শে এপ্রিল ১০টা রাত্রিতে, ও ২১শে মে ৮টা রাত্রিতে কন্ঠ, তুলা, বৃশ্চিক, কোম বেরেণিসী (রাণী বেরেনিসীর কেশদাম), বুঢ়ীজ (ভৰুক পাল), কেনিস ভেনাটিসি ( শিকারী কুকুর ), করোণা বোরিয়ালিস্ (উত্তর দিকের মুকুট) দেখিতে হয়। আর ২১শে জুন মধ্যরাত্রিতে, ২১শে জুলাই রাত্রি ১০টার সময়ে ও ২১শে আগষ্ট রাত্রি ৮টার সময়ে সিগনস, লায়রা ( বীণা ), ভাল্লেকিউসা ( শৃগাল ), সাঁগিট ( ধনু ), আকুইলা ( ঈগল ), বৃশ্চিক, ধনু, মকর, হারকিউলিস, ড্রেকো ( দৈত্য) দেখিতে হয় । আর ২১শে সেপ্টেম্বর মধ্যরাত্রিতে, ২১শে অক্টোবর ১০ট রাত্রির সময়ে, ২০শে নবেম্বর ৮টা রাত্রে ও ২১শে ডিসেম্বর সন্ধ্যা ৬টায় কাসিওপিয়া, সিফিয়স, সিগ্নস, লায়র, আকুইল, পার্সিয়ুস, অরীজ, পেজসিস (Flying Horse), এঞ্জেমিড (স্বাতি), সেটুস (হোয়েল মৎস্ত ) দেখিতে হয় । আকাশে নক্ষত্রদিগের গঠনে বিশেষ বৈচিত্র্য দেখিতে পাওয়া যায়। কোন সক্ষত্রের অবয়ব স্থৰ্য্যের মত জমাট বাধিতেছে, কিন্তু কোন নক্ষত্র আবার এখন পর্য্যন্ত বাষ্পাকারে অবস্থিতি করিতেছে । এইরূপ প্রাকৃতিক বিভিন্নতা অনুসারে নক্ষত্রদিগকে বিভিন্ন জাতিতে বিভক্ত করা যায়। দূরবীক্ষণের পর্য্যবেক্ষণ-শক্তির উপরই নক্ষত্রদিগের এই জাতি-নির্বাচন নির্ভর করিয়! থাকে। সাধারণতঃ সকল নক্ষত্রই এক-একটি আলোক-বিন্দুরূপে প্রতীয়মান হয় ; কিন্তু তীক্ষশক্তি দূরবীক্ষণেও যখন কোন নক্ষত্র একটি পরিস্ফুট বিদুষ্কপে দৃষ্ট হয় না এবং অপেক্ষাকৃত অস্পষ্ট খুমশিখার মত দৃষ্টিগোচর হয়, তখনই উহার বাষ্পীয় অবয়ব উপলব্ধি করা যায়। এমন নক্ষত্রও দেখা গিয়াছোiযাহা ঠিক আলোক-বিন্দুরূপে নয়নগোচর না হইয়া একথও ক্ষুদ্র সুহ্ম মেঘের ন্তায় প্রতিভাত হয় ; ইহাদিগকে নক্ষত্র না বলিয়া নীহারিকা’ বলা হইয়া থাকে। অনেকে অকুমান করেন যে, উহাদের গঠনকাৰ্য্য সপ্তর্ষি নক্ষত্রপুঞ্জ এখনও শেষ হয় নাই, ইহার এখনও অসম্বদ্ধ যাপকণারূপে অবস্থিত এবং ক্রমশঃ জমাট বাধিয়া অবশেষে এককালে লক্ষত্রে পরিণত হইবে । আকাশে কোন-কোন স্থানে আবার এমন এক-একটি নক্ষত্র দেখা যায় যাহাকে সাধারণতঃ নীহারিকার মত দেখায় ; কিন্তু বিশেষ তীক্ষশক্তি দূরবীক্ষণের দ্বারা নেত্রগোচর করিলে দেখা যায় যে, তাহ বাস্তবিক অনেকগুলি নক্ষত্রের সমষ্টি মাত্র । মনে হয়, যেন বহুসংখ্যক নক্ষত্র একটি সঙ্কীর্ণ স্থান অধিকার করিয়া পরম্পরের নিকট ঘনসন্নিবিষ্ট হইয়া অবস্থান করিতেছে, ইহাদিগকে নক্ষত্র-স্ত,প' (star clusters ) qad zēni থাকে । ইহার প্রকৃতই পরস্পর সন্নিকটস্থ বলিয়া অথবা ইহাদের দৃষ্টিরেখা প্রায় এক দিকে স্থাপিত বলিয়া এইরূপ শুপাকৃতি দেখা যায় কি না, তাহা সকল সময়ে স্থির করা সম্ভবপর নহে। হয়ত অনেক-স্থলেই নক্ষত্র-স্ত,প আমাদিগের দৃষ্টিবিভ্রম ভিন্ন আর কিছুই নহে। কিন্তু সকল ক্ষেত্রে এইরূপ অনুমান যুক্তিসঙ্গত বা সত্য প্রতিপন্ন হইবে না। কৃত্তিকা নক্ষত্ৰট (Pleiades) মুক্ত নেত্রে লক্ষ্য করিলে দেখা যায় যে, উহাতে ছয়টি নক্ষত্র রছিয়াছে, কিন্তু দূরবীক্ষণ-ঘন্ত্রের সাহায্যে উহাতে- পঞ্চাশটির উপর নক্ষত্র রহিয়াছে দেখা যায়। পার্সিয়ুস-নক্ষত্র আর একটি দৃষ্টাস্ত, দূরবীক্ষণ-যন্ত্রের প্রয়োগে দেখা যায় ইহাতে বহুসংখ্যক নক্ষত্র ঘনসন্নিবিষ্ট রহিয়াছে, উহা একটি চমৎকার नृश ।