পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* سیاہ اسرا இ - ఎనిర్చి নিমিত্ত ইহীদের দেহের অস্থিগুলি ছিদ্রময় এবং চৰ্ম্মের নিয়ে খুব পুরু বলার উৎপত্তি হইয়াছে । সুপারি বা নারিকেল গছ কাটিলে গাছের গুড়িকে যেমন সছিদ্র দেখায় তিমির অস্থিগুলিও সেইরূপ ছিদ্রময় । এই - স্পাম বা তৈলতিমি ছিদ্রগুলি আবার তৈলে পুর্ণ থাকে কলিকাতার যাদুঘরে তিমির যে-সকল কঙ্কাল রক্ষিত হইয়াছে সেগুলি লক্ষ্য করিলেই ইহীদের অস্থির গঠন উপলব্ধি করা যাইতে পারে । জলে আসিয়া বাস করার ফলে অস্থির গঠন-পরিবর্তনের সহিত যে বসার উৎপত্তি হইয়াছে তাহ পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি। এক ইঞ্চি পুরু চৰ্ম্মের নিম্নে প্রায় ১° হইতে ১৫ ইঞ্চি পুরু বলা ইহীদের সমস্ত দেহটিকে আবুত করিয়া রাথিয়াছে। কর্ক যেমন বৃক্ষের কাগুকে চারি দিকে আবুত করিয়া শীতাতপের আধিক্য হইতে গাছকে রক্ষা করে তিমির পুরু বসাও সেইরূপ ইহাদিগকে সহজে ভাসমান থাকিবার উপযোগী করিয়া জলের শৈত্য হইতে ইহাদের অঙ্গতাপ বিভক্ত করিয়া থাকেন । তিমিদের মধ্যে কতকগুলির দস্ত থাকিতে এবং কতকগুলিকে দস্তহীন হইতে দেখা যায়। প্রথমোক্ত শ্রেণীর মধ্যে বিষুবমণ্ডলের অন্তবর্তী সমুদ্র-সমুঙ্গে ‘স্পাম হোয়েল’ বা তৈলতিমি বিশেষ উল্লেখযোগা। এই তিমির আকারে সাধারণতঃ ৫৫ ফুট হইতে ৬০ ফুট অবধি দীর্ঘ এবং প্রায় ১৬ ফুট উচ্চ। ৭৬ ফুট দীর্ঘ তৈলতিম স্থত হইবার কথাও শুনা গিয়াছে। স্ত্রী-তৈলতিমিরা কিন্তু এরূপ বৃহৎ হয় না । খুব বৃহৎ হইলেও স্ত্রী তৈলতিমিকে ত্রিশ-পয়ত্রিশ ফুটের অধিক দীর্ঘ হইতে দেখা যায় না। এই তিমিদের কেবল মাত্র নিম্ন চোয়ালের মাড়িতে দন্তের শ্রেণী থাকিতে দেখা যায়। উপর চোয়ালে দস্ত থাকে না । নিম্ন-চোয়ালে দস্ত বসিবাৰ নিমিত্ত উপরকার চোয়ালে অনেকগুলি গহবর থাকিতে দেখা যায়। বৃহৎ তৈলতিমির এক একটি দন্ত ওজনে প্রায় এক সের হইতে দুই সের অবধি হইয়া থাকে । , তৈলতিমি ব্যতীত উত্তর-হিমকোটি-মণ্ডলের সমুদ্রবাসী নাৰ্ব্বালদিগেরও উপর-চোয়াল হইতে অদ্ভূত আকারের একটি পাকান দস্ত দেহের সহিত সমান্তরালে বাহির হইয়া থাকে । নাৰ্ব্বালের মাত্র বিশ-পচিশ ফুট দীর্ঘ হইলেও ইহাদের দ্বন্ত ৯ হইতে ১৪ ফুট অবধি দীর্ঘ হইয়া থাকে । এই দন্ত ফাপ এবং দেখিতে গোলাকার ইহার বর্ণ হস্তিদন্তের মত শুভ্র এবং এইরূপ আকারের নিমিত্ত সূক্ষ্মাগ্র দত্তের মত । অগ্রভাগ স্থচের মত তীক্ষ । ইহাকে নাৰ্কালের দন্ত বলিয়া গ্রহণ করিতে দ্বিধাবোধ রক্ষা করে। তিমি ব্যতীত সীল এবং সিন্ধুঘোটকদের হইলেও প্রকৃতপক্ষে ইহা উহাদের উপর চোয়ালে। দেহে,এই উদ্দেশ্যে পুরু বসার উৎপত্তি হইয়া থাকে। প্রাপিস্তত্ববিদেরা তিমিকে সাতটি প্রধান শ্রেণীতে রূপান্তরিত ছেম্বনদন্ত ব্যতীত আর কিছুই নহে। সাধারণতঃ নাৰ্ব্বালদের একটিমাত্র দস্ত থাকিলেও