পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন > - o মনের গহলে 8 ميسb নদাই সোজ হইয়া উঠিয়া বসিল । লৌকটা কি একেবারেই ক্ষেপিয়া গেল না কি ? তাহার স্পষ্ট মনে হইল, সম্মুখের ওই অভিনেত্রীটি তাহার প্রথমা পত্নী ছাড়া আর কেহ নয়, —কেহ হইতে পারে না । সেট বড় বড় চোখ, হচিক্ষণ ক্রযুগল, ঢলঢ়লে মুখ । এমন কি চোখের নীচের সেই কাটা দাগটি পর্যাপ্ত স্পষ্ট দেখা যাইতেছে । উত্তেঙ্কিত ভাবে নদীই ছোটবাবুর হাত ধরিয়া টান দিল । ছোটবাবু বিরক্তভাবে বলিলেন—ও কি করছ ? একবার হাত ধ’রে টানছ, একবীর পা ধ’রে টানছ । তোমার হ’ল কি ? কথা বলিতে নদাইয়ের ধেন দম বন্ধ হইয়া আসিতেছিল । শ্বাস রুদ্ধ করিয়া বলিল—অনেকটা সেই রকম দেখতে নয় ? অনেকটা ? নদাইয়ের মনের কপা বুধিয়া ছোটবাবুর হান্ত সংবরণ করা কঠিন হইরা উঠিল। প্রাণপণ চেষ্টায় গম্ভীর হইয়। বলিলেন,—পাগল নাকি ! DBB DDD DDD BBBSBHBS BBB BBDSAAAA না, তাই বলছিলাম । নদীই উস্থুল করিতে লাগিল এবং কখন একটু একটু করিয়া সরিতে সরিতে আসরের একত্তি সন্নিকটে আসিয়া বসিল । হ্যা, অবিকল সেই রকম । কাছে হইতে দেখিয়া তাঁহার মূনে আর কোন সংশয়ই রহিল না। মেয়ে বহিয়া যায়—সে একেবারে অস্থির হইল ওঠে। লোকের পর লোক আসে ; কেহ গান গায়, কেহ যুদ্ধ করে।. কেহ বাদে, কেহ হাসে । দুপ্তের পর পৃষ্ঠ অভিনীত হইয়া যায়। বুড়ার সংজ্ঞ নাই। একদৃষ্টে ঠাৱ চাহিয়া আছে । পালা শেষ হইয়া গেল । লোকজন যে ধাঁহার বাড়ি চলিয়া গেল । বুড়া বসিয়াই আছে। এক দৃষ্টি তেমনি দূরের দিকে নিবদ্ধ। চাকরেরা যথাসময়ে আলে। লইয়া চলিয়া গিয়াছে স্বৰ্য উঠিয়াছে। নদীই সেইখানেই শতরঞ্চির উপর গুইয়া পড়িল । কত ক্ষণ এমনিভাবে শুইয়া ছিল কে জালে । হঠাৎ বাবুদের বাড়ির এক জন চাকরের নজরে পড়িয়া গেল। সে শতরঞ্চি তুলিতে আসিতেছিল। ডাকাডাকি করিতে লদাই জবাফুলের মত লাল চোপ মেলিয়া চাছিল। ডান হাতখানি বাড়াইয়া মৃত দূর খোজা ধরি, কি যেন হাতড়াই ছিল। তার পর বলিল—কোথা গেল? . —কে ? —আমার বেী ! এই যে এখুনি এখানে আমার পাশে বসে মাথা টিপে দিচ্ছিল । এরই মধ্যে আবার পালিয়ে গেল। ওরা কি কেবল পুলিয়েই বেড়াবেঃ ” নদাই অবিীর চোখ বন্ধ করিয়া পাশ ফিরিয়া শুইল । চকেরটা ছোটবাবুকে ডাকি আনিল। তিনি গাৱে হাত দিয়া দেখেন, ভীষণ জ্বর। অবশ্য ভরের কিছু নাই । - - D DDB BBB BBS BBBS BB BBBB BBB D DBBBBBB BBB BBB BgSg B BB DD LL S করিয়া চাহিয়া আছে। চোখে চোখ পড়িলেই তাহার ছোটবাবু তখনই তাহাকে নিজের বাড়িতে উঠাই আনি_ BB BBB BBB BBS BBB BBB BBB BBB BBB BBBB BBBBBS BBB BB BB BBB হইয় ওঠে । শরীরের মধ্যে কি বে এক বিদ্যুৎপ্রবাহ বিবাহের চেষ্ট হয় নাই । পঠেৎ । پہ--