পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

خدل. নৃত্যের প্রারম্ভে প্রার্থন, কাৰ্যবিরতি কিংবা প্রণয়ে কপটক্রোধ প্রকাশ করবার জন্ত ব্যবহৃত श्छ । ..” { ২ ) অধোমুখমূ-খুর্থন মস্তক নত করা হয়: তfহfকে ; নৃদ্ভক্ষী : মৰ্ত্তকী (ইগুণগান গ্রন্থ মহাশয়ের সৌজন্তে ) , জধোমুখমূ বলা হয়। অধোমুখমূ–লজ্জা, ফুঃখ, উদ্বেগ, মুর্জ ইত্যাদি ভাব প্রকাশের জন্ত ব্যবহৃত হয়। দৃষ্টি চল্লিশ রকম । যেমন ধীর, রৌদ্র, তৃপ্ত, কঙ্কণ, বিশ্রয়, শস্থিত, শুষ্ঠ, উগ্র, শাস্ত, মলিন, স্নান, মুকুল, কুঞ্চিত, মদির, লজ্জিত, হৃষ্ট, সাচী ইত্যাদি । गांठौ-ककूब मनि वथन ७क কোণে আনা হয় তখন তাহ সটিীসৃষ্টি। সাটী-দৃষ্টি কোন বিষয় সঙ্গোন্ধাজে কিছু বল, কোন ) কাজ শ্মরণ করা ইত্যাদি". প্রকাশ করে +. *. శ్లోకి (২) নিশিশু-অস্কনিীলিত ' চকুকেই মিলিত বলা হয় - । নিৰ্মীলিত দৃষ্টি, প্রার্থনা, ধ্যান, ইত্যাদি ভাব প্রকাশ করে । - * * , - গ্রীবীর দোলন চার রকম ! পরিবর্তিত এবং প্রকম্পিত । প্রকম্পিতী—ময়ূরের ন্তায় পিছনে এবং সামনে দোলন করার নাম প্রকম্পিত। প্রকম্পিত দোলনে ‘তুমি ও আমি এই অফুট মৰ্ম্মরপর্বনি প্রকাশিত হয় । ইহা ছাড়া মুখের পরিবর্তন চার রকম, ভ্র-বিকার সতি থকম এব" বাভু-সঞ্চালন আটfশ রকম । বাহুসঞ্চালন, যেমন অদ্ধপতাক , পতাকা, ত্রিপতাক, ময়র, অরলি, চন্দ্রকলা, মুকুল, ত্রিশুল ইত্যাদি । যখন ষ্ট্রর হস্তের সমভাবে বক্র এবং অঙ্গুলীগুলি বিস্তৃত থf:ক তাহার নাম পতাকা । পতাকা—মে4, বন, নদী, বায়ু, প্রখর স্ত্যরশ্মি, সমুদ্র, বৎসৱ, মাস যেমন, সুন্দরী, তিরন্মিণ, ইত্যাদি ভাব প্রকাশ করে । অরলি—যখন পতাকার তর্জনী-অঙ্গুলী বক্র ভাবে অবস্থান করে তাহাকে অরাল বলা হয়। অরাল—বিপনি, অমৃত এবং বটিক ভাব প্রকাশে ব্যবহৃত হয়। নৃত্যে ভাবপ্রকাশক অঙ্গুলী-বিদ্যাসকে বলা হয় হস্তক । সংযুক্ত হস্তক আটত্রিশ রকমের । যেমন—গ্চীমুখম, মুগশীর্ষম, শিখরম, মুকুলম, অঞ্জলি, নিতম্ব, লতা, কেশবন্ধ, নলিনী পঞ্চকোয়, বদ্ধমান, লীনমুদ্রা দেলি ইতাদি ।