পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজস্ব সম্বন্ধে বঙ্গের প্রতি অবিচার বাংলা দেশে যত রাজস্ব আদায় হয়, তাহার অধিকাংশ– মোটামুটি দুই-তৃতীয়াংশ–ভারত-গবন্মেণ্ট গ্রহণ করেন এক তাহা প্রধানতঃ ভারতবষের উত্তর ও উত্তর-পশ্চিম অংশে স্থিত প্রদেশসমূহে ব্যয় করেন । প্রথমতঃ, বঙ্গে সংগৃহীত রাজস্বের এত অধিক অংশ ভারত-গবন্মেন্টের লওয়া অনুচিত, এবং দ্বিতীয়তঃ, তাহ লইয়া সে-যে বিভাগে ও যে-যে প্রকারে তাহ ব্যয়িত হয় তাহা হইতে পরোক্ষভাবে বাঙালীদিগকে বঞ্চিত রাখা অনুচিত । ভারত-গবন্মেন্টের সৰ্ব্বপ্রধান বায় সামরিক । সৈন্তদলে এবং সৈন্যদের অনুচরদের মহো বাঙালী নাই বলিলেই হয় । সুতরা তাঁহাদের বেতন বাবতে প্রদত্ত সরকারী টাকার কোন অংশ বঙ্গে আসে না বলিলেই হয় । সৈন্তদলের জষ্ঠ নানাবিধ সাজ সরঞ্জাম পোষাক ইত্যাদি ক্রয় করিতে গবন্মেন্টের অনেক টাকা খরচ হয়। এই সকল জিনিয় বঙ্গে প্রস্তুত করান হয় না । সুতরাং সেদিক দিয়াও বাংলা দেশ লাভবান হয় না। যদিও আমরা ইহা স্বীকার করি না, যে, বরাবর বাঙালীদিগকে সৈন্তদলে লইলে তাহার যুদ্ধ করিতে পারিত না, তথাপি যদি ইহা মানিয়া লওয়া যায়, যে, বাঙালী রণনিপুণ নহে, তাহা হইলেও বাঙালীকে সামরিক এইরূপ অনেক বিভাগে কাজ দেওয়৷ যায়, যুদ্ধ করা যে-সকল বিভাগের কৰ্ম্মচারীদের প্রধান কাজ নহে। যেমন, হিসাব বিভাগ, নানা প্রকার বৈজ্ঞানিক বিভাগ, রসদসংগ্রহ ও বণ্টন বিভাগ, এবং নানা প্রকার কেরানীর কাজ । গবন্মেণ্ট কোন প্রদেশের বা ধৰ্ম্মের লোকদিগকে বিশেয অনুগ্রহ করিয়া অন্তান্ত প্রদেশের ও শ্নের লোকদের প্রতি অবিচার করুন, ইহা আমরা চাই না । কিন্তু এরূপ দাবি স্তায়সঙ্গত, যে, কোন প্রদেশের প্রতি 3. হইতে থাকিলে, অন্ত দিকে ও অন্ত প্রকারে সেই অবিচারজনিত ক্ষতি পূরণ করা হউক । সেই জন্ত অৗমরা বলি, ভারত-গবন্মেটিকে বাংলা দেশের গবন্মেণ্টের বলা উচিত, সামরিক বিভাগের গুপ্ত আবিষ্ঠক জিনিষপত্র যথাসম্ভব বাংলা দেশে প্রস্তুত করান ও বাংলা দেশ হইতে সংগ্রহ করা হউক, সামরিক, হিসাব বিভাগ, নানা বৈজ্ঞানিক বিভাগ, রসদসংগ্রহ ও বণ্টন বিভাগ প্রভৃতিতে এরূপ বাঙালীদিগকে নিযুক্ত করা হউক যাহ অঙ্গ দেশ বা প্রদেশের প্রার্থীদের সমকক্ষ বা তাহদের চেট্টোপ্লুতর। সামরিক ব্যয় آمیزবন্ধে"হিরে ভারত-গবন্মেণ্টের আরও নানা রকম ব্যয় আছে যাহা হইতে বাংলা দেশ লাভবান হয় না। সেই সব ব্যয়ের বৃত্তাস্ত সংবাদপত্রে বিস্তারিত ভাবে আলোচিত হওয়া আবগুক, এবং কি করিলে বাংলা দেশ ও বাঙালী লাভবান হইতে পারে, তাহারও পথ এই সকল বিযয়ের বিশেষজ্ঞেরা প্রদর্শন করিলে ভাল হয় । মহিলা “বেদতীর্থ” বঙ্গীয় সংস্কৃত এসোসিয়েশনের সংস্কৃতপরীক্ষামানদানপরিষদের গত অধিবেশনে, অর্থাৎ, চলিত কথায়, সংস্কৃত উপাধি-পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদিগকে উপাধিদনের সভায়, সভাপতি মাননীয় বিচারপতি মন্মথনাথ মুখোপাধ্যায় স্বীয় সংস্কৃত অভিভাষণে বলেন, “এতদস্মাকং বর্ষেইস্মি মহদগৌরবকারণং জাতং ধদেক ব্রাহ্মণকুমারা সংস্কৃতমহাবিদ্যালয়স্থগবেষণাবিতাগীয়ান্তেবাসিনী বেদৰ্তী ইতুপাধিন সমলগ্নতা। ইতঃ প্রাক কদাপি কাহপি মহিল পরীক্ষাf অনেনেপাধিন নৈব ভূষিতাহভবs r “এই বৎসর আমাদের এই মহৎ গৌরবের কারণ . হুইয়াছে, যে, সংস্কৃতমহাবিদ্যালয়ের গবেষণাবিভাগের ছায়; ব্রাহ্মণকুমারী বেদতীর্থ” উপাধিতে সমলস্কৃত হইয়াছেন । ই কখনও কোন মহিল: পরীক্ষাধিনী এই উপাধির দ্বারা ? কোন দিকে ও কোন প্রকারে অবিচার হইয়া থাকিলে ও নাট " ...A k