পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাতিক অথচ সমতলভূমির চেয়ে শীত বেশী। কমলালেবুর বিরাট আড়ত হচ্চে ছাতকের বাজার—ওদিককার সমস্ত লেবু সেখানে জড়ো হয়। চেরাপুঞ্জিতেও যথেষ্ট আমদানি হয় এবং দামে সস্ত । এক ভার অর্থাৎ বত্ৰিশটার দাম দু-আনা থেকে তিন আনা। শিলঙে লেবু চেরাপুঞ্জির - চেয়ে একটু মাগগি, কেন-ন, ঐ দিক থেকেই লেবুর আমদানি হয়। চেরাপুঞ্জির নীচে শেলাপুঞ্জি প্রভৃতি জায়গায় লেবুর বাগান, বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় চাইলেই বাগানের খাসিয়৷ মালিক খুব খুশী হয়ে লেবু পেতে দেয়। লেবুগুলি যেমন বড় তেমনি রসে उछद्म । দ্বিতীয় মালিশ, লাল রঙের ত্রিতল প্রকোষ্ঠে অপেক্ষমাণ প্রণয়িনীর কথা । শিলঙে কোন ত্রিতল প্রকোষ্ঠ নেই, এমন কি ষ্টটের বাড়িই নেই । সব বাড়িই কাঠের, এমন কি লাট সাহেবের কারণ হচ্চে অতিরিক্ত আপিস ভূমিকম্প । পৰ্য্যন্ত । ভূমিকম্প বাড়ি এবং সেক্রেটারিয়েট مرگها খাসিয়া কুটার সেখানকার নিত্যনৈমিত্তিক ব্যাপার বললেই হয় এবং কাঠের বাড়ি না হয়ে চূণ-মুরকির বাড়ি হলে সে যে কোন কালে ধসে গুড়ো হয়ে যেত আমি তার সাক্ষ্য দিতে পারি। রাত্রে গুয়ে ঘুমুচ্চি হঠাৎ ঘরবাড়ি খাটপালঙ্ক থর খাসিয়া ও জয়ত্তিয়া পাহাড় এবং কামাখ্যা స్త్రాలి থর করে কাপতে কুরু করল এবং কেঁপে কেঁপে এক সময় আপনি থেমে গেল -থাটের লোক খাটেই ঘুমুতে লাগল, ঘর ছেড়ে বাইরে বেরিয়ে হৈ-চৈ বাধিয়ে দিলে নী । আবার একদিন সন্ধ্যার সময় আলো জেলে বসে বড়পানি পুলের উপর হুইত পশ্চিম দিকের দৃপ্ত পড়চি, হঠাৎ ঘরবাড়ি টেবিল-চেয়ার সব ফুলতে আরম্ভ করল—সে অনেকক্ষণ --পাশের ঘর থেকে বন্ধু বেরিয়ে এলেন---আমর পবরের কাগজের কি একটা বিষয় আলোচনা করতে লাগলুম-আমাদের অধিকৃত বসবার আসন কিন্তু ইতিমধ্যে দুলেই চলেচে, আবার আপনিই সে এক সময় থেমে গেল। শঙ্খ ঘণ্টাধ্বনি ত দুরের কথা, লোকের নিত্যকাজেও এ কম্পন ব্যাঘাত জন্মায় না। শুনলুম দশ-বার ঘণ্টা পৰ্য্যন্ত ন-কি এই ভূমিকম্প স্থায়ী হয়- , অবশু অবিচ্ছেদে নয়, মাঝে মাঝে থেমে যায় আবার হয়। অতএব বোঝা যাচ্ছে যে নায়িকা ত্রিভূমিক উচ্চ শীর্ষে আরোহণ করে দূরাগত নায়কের পথের দিকে তাকিয়ে থাকলে গল্পের সেটিঙের দিক থেকে যত মনোজ্ঞই হোক শিলঙে অন্তত: তার উপায় নেই! শিলং থেকে চেরাপুঞ্জি ৩৩ মাইল পথ। এ পথের একটু আভাস আগেই দিয়েছি। বাস্তবিক যখন ৫••• ফুট উচ্ছি তির উপর দিয়ে মোটর বা ‘বাস চলে এবং এক পাশের অতলম্পর্শী খাদ এবং আর এক পাশের ভীমকাণ্ড