পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>\s” ઉં अकनग्नि अष९ cगरेttरे चांजरकब्र माडा चखडः कषहे श्रव বলে বোধ হচ্ছে ।” श्य खेन ग्रेगङ्गं बांक्षथीनि हैीजश्च शौrispering খেলাটা কি পদার্থ তাঁহাই ব্যখ্যা করিতেছে। বলিতেছে, "সবাইকে ৰোগ দিতে হবে। প্রথমে ছেলেদের দিক থেকে whispering স্বরু হবে। যে কোনও একটা কথা দিয়ে স্বক করলেই চলবে। একবারের বেশী কেউ শুনতে চাইলেও গুনতে পাবে না। whisperingএর স্বরু কি কথা নিয়ে হয় সেটা নোট করে রাখা হবে এবং শেষ হলে কোন কথা কি কথায় এসে দাড়ায় সবাইকে তা বলা হবে।” ছেলেদের মধ্যে যে বাহিরের দিকে সকলের শেষে বসিয়াছিল সে তাহার প্রতিবেশীর কানে “রায়ার আর কত মেরি” বলিয়া কথা স্বরু করিল। স্নভত্র চীৎকার করিয়া বলিল, “বিমান, ঐজিলা দেবী, আপনারাও এসে বস্থান।” ঐজিলা বলিল, “আমরা অন্ততঃ আর কিওরিগার্টেনের উপযুক্ত নেই। whispering না করেও অবাধে মিশতে পারছি।” স্বভত্র “ত হোক, তবু এসে বন্ধন,” বলিয়া নিজে বসিয়া পড়িল। বিমান এবং ঐন্দ্রিলা যেখানে দাড়াইয়া ছিল সেইখানে দাড়াইয়াই গল্প করিতে লাগিল । রাছ কথন পা টিপিয়া রান্নাঘরের দিকে প্রস্থান করিল কেহ লক্ষ্য করিল না। ” ছেলেদের দিকে সকলের কানে কানে কথা বলা হইয়া গেলে শেষ ছেলেটি নাক মুখ চোখ লাল করিয়া উঠিয়া মেয়েদের দিকে গেল এবং সব-কাছে যাহাঁকে পাইল তাহার কানের ছয় ইঞ্চির মধ্যে মুখ লইয়া কতকটা উচ্চস্বরেই শোনা কথার পুনরাবৃত্তি করিয়া প্রায় ছুটিয়া স্বস্থানে ফিরিয়া আসিল । মেয়েলের মধ্যে কানাকানি চলিতে লাগিল । কানাকানি শেষ মেয়েটির কাছে পৰ্য্যন্ত গিয়া পৌছাইলে স্বভত্র উঠিয়া দাড়াইয়া জিজ্ঞাসা করিল, “আপনি কি গুনেছেন বলুন।" মেয়েটি বলিল, “জানারকলির দেশ।” - বলিল, “whispering স্বল্প হয়েছিল, এই বলে,—‘রায়ার জার কত দেরি’ ” “ । সকলে একসঙ্গে উচ্চস্বরে হাসিয়া উঠিল। “ ঐজিলা বলিল, “কানাকানি করে যে কথাটাজক হয়েছিল 受i<リ f t § ఏర9ඩ්‍රාථ মেটা জাৰি না-হয় একটু টেচিঙ্গেই জিজ্ঞাসা করছি। খুব বেণী রাত করে জার কি দরকার " | - রাত করাতে অনেকেরই কিছুমাত্র আপত্তি ছিল না, কিন্তু খাওয়ার কথা হইতেই সকলে সে-বিষয়ে খুব উৎসাহ প্রকাশ করিল। স্বভদ্র দমিবার পাত্র নহে সে কাহাকেও কিছুমাত্র জামল না দিয়া সেই মেমেটিকে দিয়া আবার খেলা স্বরু করাইল। “রাত এখনো কিছু হয়নি” বলিয়া কানাকানির স্বরু হইল। একটু পরে দেখা গেল মেয়েদের মধ্যে একটি সকৌতুক চঞ্চলত দেখা দিয়াছে। নীল-শাড়ীপরা চশম-চোখে মেয়েটি তাহার প্রতিবেশিনীর কানে কানে কথাটা শেষ করিতেই পিঠে দস্তুরমত দারুণ রকমের একটি মুষ্ট্যাঘাত লাভ করিল। চতুর্দিকে হাসির একটা রোল উঠিল। স্বভদ্র বহুকষ্টে সকলকে থামাইয়া আবার খেলা স্বরু করাইল বটে কিন্তু শেষ মেয়েটি কিছুতেই তাহার নিকটতম প্রতিবেশী ছেলের কানে শোনাকার পুনরাবৃত্তি করিতে রাজি হইল না। আঁচলে মুখ গুজিয়া উচ্ছসিত আবেগে হাসিতে লাগিল। কথা যাহারা স্বরু করিয়াছিল, তাহদের বুঝিতে বাকী রহিল না ষে ক্রমপরিবর্তনের ফলে অত্যন্ত নির্দোষ কথাটির ভয়াবহ একটা মূৰ্ত্তি দাড়াইয়াছে, নিজেদের মধ্যে কানাকানি করিয়া তাহার কথাটা জানিয়া লইল এবং সকলে মিলিয়া এ-উহার গায়ে গড়াইয়া পড়িয়া হাসিতে লাগিল। মুভত্রের এবং অন্ত কাহারও কাহারও অত্যন্ত জাগ্রহাতিশষ্য সত্বেও হাসির কথাটা যে কি, ছেলেদের দিকের কাচারও তাহা জানিবার কোনও উপায় রহিল না। মেয়েটিকে ডাকিয়া বীণা বলিল, “যা তা একটা বানিয়ে বলে দে-না বাপু, কানে কানে বলা হলেই ত হ’ল।” - মহা কোলাহলে সকলের খাওয়া শেষ হইলে দেখা গেল, রাত তখনও আটটা বাজে নাই এবং আকাশে স্বন্দর জ্যোৎজা উঠিয়াছে। দিনের বেল অসহ গরম পড়িয়াছিল, সজ্জা হইতে দক্ষিণ দিক্ হইতে ফুরফুরে হাওয়া দিতেছে। লে शसब्रांब्र ~* cयण नैठल, लन्नैौब्र खूफाहेब्र यांब्र । प्रख्य কখন কোথায় বসিয়া খাইয়াছে কেহ তাহা লক্ষ্যও কয়ে নাই,