পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ করিয়া অপরাধ করিতেছে তাহাওঁ লে জহুভব করিল। चब८८य यथन गमनरभग्न श्रृंथ बांब्र अग्नमांज अवलिडे यां८छ् তখন সমস্ত সঙ্কোচ জোর করিয়া কাটাইয়া অকস্মাৎ সে কৰা কহিল । বলিল, “পথ ত শেষ হয়ে এল। এত যে ভা পেয়েছিলেন, ভয়ের কিছু ঘটল কি ?” এতক্ষণব্যাপী নীরবতার পর এত হঠাৎ সে কথাটা বলিল ষে ঐজিলা প্রথমতঃ চমকিয়া উঠিল, তার পর কিছুক্ষণ স্বভত্র কি বলিতে চাহিতেছে তাহ সে বুঝিতেই পারিল না। যখন বুঝিল হাসি দমন করিতে পারিল না । স্বভদ্র বলিল, “আমি জানি রাহুর সঙ্গে আপনি বেশ আসতে পারতেন, আসতে চেয়েওছিলেন। কিন্তু ভয়ের কারণ হয়ত তাহলেই কতকটা ছিল।” ঐজিলা মুখে হাসি লইয়াই বলিল, “তাত ছিলই।” স্বভত্র বলিল, “তবে ? আমার সঙ্গে এসে কোন অস্কবিধাটা আপনার হয়েছে বলুন। কি অপরাধে রাহুর চেয়েও escort হিসাবে আমি মন্দ ।” ঐজিলা বলিল, “আপনি বেশ ভালো escort । সারাপথ চুপ করে না থেকে যদি কথা-বলতেন তাহলে আরো বেশী নম্বর দেওয়া যেত ।” স্বভদ্র বলিল, “এখন নম্বর দেওয়ার বেলায় যতই উদারতা দেখান, গাড়ী ডাকতে বলবার সময় আপনি কিছুমাত্র আমার প্রতি স্ববিচার করেননি। আপনার কেন এই সহজ কথাটা বুঝতে পারেন না, যে দুটো মানুষ পথ দিয়ে একসঙ্গে কিছুক্ষণ চললে কিম্বা একসঙ্গে বসে কিছুক্ষণ কথা বললে তাতে পৃথিবীর কোনো চণ্ডী কিছুমাত্র অশুদ্ধ হয় না। আমরা স্থজনে এই পথটুকু হেঁটে আসবার ফলে আমাদের দুজনেরই পখটা হাট হয়েছে, তাছাড়া পৃথিবীর আর কোথাও জার-কোনো জিনিষের এতটুকু নড়চড় হয়নি। আপনি এণ্ড ভাৰবেন না যে আজ একদিন আপনি আমাকে আপনার সঙ্গে বেড়াবার অধিকার দিয়েছেন বলে আমি ক্রমাগত সেই অধিকার আমার আছেই মনে করতে থাকৃব এবং তার কোনো স্থবিধা আপনার কাছ থেকে নেব। সমস্ত জিনিসকে একেবারে তাদের সহজ চেহারার সহজ দৃষ্টিতে তাকিয়ে দেখবার শক্তি আমার আছে, ফিৰ অন্তরকম করে তাদের দেখবার শক্তি আমার নেই।” ori. 3 # 3 SనBO তাহাকে শান্ত করা প্রয়োজন। পূৰ্ব্বগামী দলগুলি তখন অদূরে টেশনের ধারে জাসিয়া মিলিয়াছে; তাহদের কোলাহল স্পষ্ট শোনা যাইতেছে। গতির বেগ মন্দীভূত করিয়া ঐজিলা কহিল, “গুমুন স্বভত্রবাৰু। কথাটাকে আমিও বে একেবারে চিন্তা করিনি তা নয়। এক সময় ছিল, যখন কিছু ভাববার প্রয়োজন যে আছে তাই আমার মনে হত না, সেজন্যে আমি কখনো ক্লাবেও আস্তাম না, আপনি লক্ষ্য করে থাকবেন । কিন্তু কিছুদিন থেকে কথাটাকে আমি ভেবেছি । আমি সত্যিই স্বীকার করছি, আপনার সঙ্গে আসতে কুণ্ঠ বোধ করে আমি আপনার প্রতি অবিচার করেছি। তার কারণ আপনি—আপনি ।” স্বভদ্র বলিল, “আমি ত ঐটুকুই কেবল বলি। মানুষে মানুষে তফাৎ আছে তা ত আমি জানিই। মানুষ নির্বিশেষে সকলেরই সঙ্গে রাত ন’টায় একলা পথে বেরিয়ে পড়া যায় ত৷ আমি মনে করি না। আমার অভিযোগ হচ্ছে, আপনি আমাকে বেশ ভালো করে জানেন, আপনি মনে মনে নিশ্চয় বুঝতে পারেন যে আমা হতে আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা নেই, তবু আমাকে ভয় না করে পারেন নি।” ঐন্দ্রিলা বলিল, “ঐ জায়গাটায় আপনি একটু ভুল ক্ষরেছেন। ভয় আপনাকে আমি একটুও করিনি। কিন্তু পৃথিবীতে আপনি ছাড়াও লোক আছে, সহজ জিনিসকে সহজভাবে দেখতে তারা অভ্যস্ত নয়।” স্বভদ্র বলিল, “তাদের তা দেখতে অভ্যস্ত করবার ভার আমাদের ওপর। তা না করে তাদের ভয় পেলে অবস্থাটার কোনোদিনই কি প্রতিকার হবে ?” ঐন্দ্রিলা বলিল, “ভয়ট কাটাতে হবে স্বীকার করি, কিন্তু ভয় কাটাতে বললেই কাটানো যায় না।” স্বভদ্র বলিল, “ষায় । আমি বলছি, যায়। আজকেই কি অনেকখানি ভয় আপনার কেটে যায়নি ?” ঐজিলা বলিল, “ভাটা যদি আপনাকে হত তাহলে অনেকখানি কেন একেবারেই কেটে যেত। কিন্তু আমি ধাদের ভয় করি তারা সব আসছে পরে ” স্বভক্স এক বটকায় সমস্ত তর্কের জাল দুহাতে সরাইয়া জিজ্ঞাসা করিল, “আপনি কি সত্যিই মনে করেন, জামরা এই