পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্করাচাৰ্য্য—ঐহয়েপ্রমোহন ভৌমিক, બાહ, રિન્થન এগীত। মূল্য ২। আড়াই টাকা। প্রাপ্তিস্থান-মাগুতোষ লাইব্রেরী, কলেজ স্কোয়ার, কলিকাতা । • . গ্রন্থখানি তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগে মাধবাচাৰ্য প্রণীত *कब्रमिश्रेिछग्न' नांभक अष्ट अबळथान *काब्रव्र औयनौ यर्मि७ श्ब्रांप्छ् । দ্বিতীয় ভাগে তাহার বেদান্ত ভায্যের সংক্ষিপ্ত সার বাংলায় দেওয়া হইয়াছে, মূল বেদান্ত সূত্রগুলিও সঙ্গে দেওয়া হইয়াছে। তাহা ছাড়া, সৰ্ব্ব বেদাপ্ত সিদ্ধান্তসারসংগ্ৰহ নামক গ্রন্থ হইতেও অনেক শ্লোক অনুবাদ সহিত এই ভাগে সন্নিবিষ্ট হইয়াছে। তৃতীয় ভাগে শঙ্কররচিত কতকগুলি স্তোত্র স গৃহীত হইয়াছে। সাধারণ পাঠক এই গ্ৰন্থখানিতে শঙ্করের সম্বন্ধে অনেক জ্ঞাতব্য বিষয় পাইবেন, সন্দেহ নাই । শঙ্কর সম্বন্ধে ঐতিহাসিক এবং দার্শনিকদের মধ্যে অনেক বাম্ব-বিতণ্ডী হইয়াছে ও হইতেছে। সে সব সংগ্ৰহ করিয়া গ্রন্থকার স্তাহার এই বইখানিকে পণ্ডাভারাক্রাপ্ত করি ত চাহেন নাই। এমন কি, শঙ্করের নাম প্রচলিত সমস্ত গ্রন্থাদির তালিক সংগ্ৰহ করিয়া তাহার ভিতরে কোনগুলি শঙ্করের রচিত এবং কোনগুলি নয় এবং কেন—এসব বিচারও তিনি করিতে চাহেন নাই। কিন্তু সাধারণভাবে র্যাহারা শঙ্করের সম্বন্ধে জিজ্ঞান তাহাজের জিজ্ঞাগার উত্তর যে এই বইয়ে যথেষ্ট আছে, সে-বিষয়ে কোন সন্দেহ নাই । আজকাল বেদান্ত আলোচনার পরিসর ক্রমশঃই বাড়িয়া চলিয়াছে— বিশেষতঃ শঙ্কর বেদান্তের দিকে অনেকেরই ঝোক দেখা যায়। এ ক্ষেত্রে এই বইখানার বহুল প্রচারই হওয়া উচিত। শ্রীউমেশচন্দ্র ভট্টাচাৰ্য্য আফ্রিকার জঙ্গলে—শ্ৰীখগেন্দ্রনাথ মিত্র। আশুতোষ লাইব্রেরী—৫ নং কলেজ স্কোয়ার । মূল্য আট আনা । পৃঃ ১•১ । তিনটি অসমসাহসী ভারতীয় ছেলের এডভেঞ্চায়ের কাহিনী। আফ্রিকার জঙ্গলে গরিলা শিঙ্গার করিতে গিয়া তারা কতরকম যে বিপদে পড়িয়াছে তার ইয়ত্বা নাই। কিন্তু শৌর্য্য ৰুদ্ধিমত্তা ও ক্ষিপ্রকারিতার গুণে সৰ্ব্বত্রই বিজয় লাভ করিল। ঘটনাগুলি রোমাঞ্চকর ; পড়িতে আরম্ভ করিলে শেষ না করিয়া পারা যায় না । তা ছাড়া আফ্রিকার সম্বন্ধে শিক্ষণীয় বিষয়ও এত আছে যে, কেবলমাত্র শিশুরা নয়, অভিভাবক মহাশয়েরাও কতকটা উপকার পাইতে পারেন। ছেলেদের হাতে দিবার পক্ষে ইহা একখানা উৎকৃষ্ট বই। कौ-कृमात्रै नलिका तरी। জ্ঞান প্রিন্টিং ওয়ার্কস—৪৪ ৰাছড় বাগান ট্রট। মূল্য আট জানা। পৃঃ ১১। কাশীর পরিচয় পুস্তক। খুব সহজ ভাষায় লেখা। উল্লেখযোগ্য কোন विक्ष कांभ •प्प्ल मांझे । पश्थांना कॉलेो जबर्णकांग्रैौब्र कांtछ थांनिव । স্মৃতির দাৰ-ইনজনাৰ ੧ਸ এৰা *क्ञानकचि মণ্ডল, কশাড়িয়া, খেজরী পো: মেদিনীপুর . মূল্য, মিষ্ট জানা। পৃঃ ఆ ఆ | ". . i. প্রথমেই পূর্ণপৃষ্ঠা গ্রন্থকারের ছবি ; নীচে ছে-" সমাজ ও সাহিত্যের সেবক ক্রমণীন্দ্রনাথ মণ্ডল। বিজ্ঞাপনসম্বলিত ঐৰি ছাড়া এমন বই ছাপিবার আর কোন হেতু থাকিতে পারে না। ".. o ; : যোগ বিয়োগ—শচীন দেন। বাতান পালিশিং হাউস, ১৪৪ ধৰ্ম্মতলা ষ্ট্রট কলিকাতা। মূল্য দুই টাকা। পৃঃ ১৪৪ ৷ ” লেখকের ভাষা জোরালো, ধারালে ছুরির মত মনে আসি বিধে । চিন্তার মধ্যেও মৌলিকত্ব আছে। বাজারের গতানুগতিকার মধ্যে রচনার বৈশিষ্ট্য উপভোগ করিবার মত । কিন্তু উপস্থাস হিসাবে বইটি নিষ্কলঙ্ক নয়। কয়েক স্থানে লেখক নিজে মন্তব্য করিয়াছেন, পরে পাৰপত্রীর মুখেও সেই উক্তি বসাইরা দিয়াছেন। ইহাতে চরিত্র জীবন্ত ইং উঠিন্তে । পারে না। অনেক জায়গায় পত্রিপাত্রী খলিবার ঝোকে অবাস্তুর বিষয়ে আসিয়া পড়িয়াছে। মূল গল্পের সহিত যোগ না থাকায় সেখানে কথারাষ্ঠী অপেক্ষাকৃত অনুজ্জল হইয় রসঙ্গ হইয়াছে। কিন্তু এসব সত্ত্বেও লেখকের স্বকীয়তা পাঠককে বিমৃদ্ধ করিৰে। ঐমনোজ বক্স ছোটদের বার্ষিকী—চতুর্ণবধ, আনি ১৩৪• । সম্পাঙ্ক ইযতীন্দ্রমোহন বাগচী। পপুলার এজেন্সী ১৬৬, মুক্তারাম আৰু ষ্ট্রট, কলিকাতা । মূল্য ১।• । এই বাধিক পুস্তকথামতে নানাবিধ গম্ভ ও পদ্ধ রচনা সমিষ্টি হইছে। রবীন্দ্রনাথ হইতে আরম্ভ করিয়া বহুসংখ্যক লেখক ও লেখিকার কবিতা, গল্প ও প্রবন্ধ সম্পাদক মহাশয় সংগ্ৰহ করিয়াছেন। ফলে পুস্তকখনি ভিন্ন ভিন্ন বয়সের ছোট ছেলেমেয়েদের উপযোগী হইয়াছে । ইহা পড়িরা তাহারা আনন্দ লাভ করিবে, এবং কিছু শিখিবেও । বহিখানির ছাপা, কাগজ, ছবি, বাধাই—সমস্তই উৎকৃষ্ট। প্রথম পৃষ্ঠাতেই আছে রবীন্দ্রনাথের ছড়া— مس--- --ع “ক্ষান্ত বুড়ির দিদিশাশুড়ির পাচ বোন থাকে কালনায় । সাড়িগুলো তারা উমুনে বিছায় হঁাড়িগুলা রাখে আলনায়। কোন দোষ পাছে ধরে নিজুকে সিজে থাকে তারা লোহাসিন্দুকে, টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জানলায়, মুন দিয়ে তাঁরা ছাচি পান সাজে চুন দেয় তার ডালনায়।" ol. 5.