পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অযৌক্তিক সিদ্ধান্ত বিলাতী ডেলী মেল ও মনিং পোষ্ট এবং অন্ত কোন কোন কাগজ মেদিনীপুরের ম্যাজিষ্ট্রেটের হত্যা হটতে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে, উক্ত হত্য, “আইন ও শৃঙ্খলারক্ষা” দেশী মন্ত্রীদের হাতে হস্তান্তরিত করিবার প্রতিকূলে, চূড়ান্ত ও অকাট্য যুক্তি –বিশেষ করিয়া বাংলা দেশে । যদি ভারতীয় সব প্রদেশে—বিশেষ করিয়া বাংলা দেশে—পুলিস ও শাসন বিভাগের ভার দেশ মন্ত্রীদের হাতে বরাবর আজ পর্যন্ত, থাকিত এবং যদি তাহদের আমলে এই প্রকার হত্য নিবারিত না হইয়া ঘটিতে থাকিত, তাহা হইলে ডেলী মেল ও মনিং পোষ্টের সিদ্ধান্ত যুক্তিসঙ্গত মনে করা চলিত, এবং ইহা বলা সঙ্গত হইত, যে, যেহেতু দেশী লোকদের অধীনস্থ পুলিস ও শাসন বিভাগ বিপ্লববাদ, সন্ত্রাসবাদ ও রাজনৈতিক হত্যা বন্ধ করিতে পারে নাই, অতএব অতঃপর ঐ বিভাগের ভার আর তাহাদের হাতে ন্যস্ত থাকিবে না। কিন্তু এ পর্য্যস্ত-বিশেষ করিয়া বঙ্গে—“আইন ও শৃঙ্খলারক্ষা”র ভার দেশী মন্ত্রীদিগকে দেওয়া হয় নাই, সুতরাং বৈপ্লবিক চেষ্টা দমনে র্তাহাদের শক্তির কোন পরীক্ষা হয় নাই। অতএব, তাহদের হাতে ঐ কাজের ভার পড়িবার বিরুদ্ধে কোন তথ্য বা যুক্তি উপস্থিত করা যায় না। পক্ষাস্তরে, এ পর্যন্ত বিপ্লববাদ বিনাশের ও শান্তিরক্ষার ভার বরাবর ইংরেজ রাজপুরুষদের হাতে আছে। র্তাহারা এ পর্য্যস্ত রাজনৈতিক হত্যা বদ্ধ করিতে পারেন নাই। স্বতরাং এখন বরং ইহা বলাই যুক্তিসঙ্গত হইবে, যে, র্তাহাদিগকে তাহাঁদের যোগ্যতা প্রমাণ করিবার সুযোগ সিকি শতাব্দীর উপর ব্যাপিয়া দেওয়া হইয়াছে, এখন দেশী মন্ত্রীদিগকে সেই স্থযোগ দেওয়া হউক । -- এখানে মনে রাখিতে হইবে, যে, বিপ্লববাদের উচ্ছেদ সাধনার্থ দুই দিক্ দিয়া কাজ করা দরকার। প্রথম, দমনাত্মক কাজ ; দ্বিতীয়, দেশের অধিবাসীদের মন প্রশ্নতির স্বল্পকূল সমুদয় ব্যাপারে যথেষ্ট ক্ষমতা প্রদান। এ পর্যাপ্ত কেবলমাত্র, বা অন্তত: প্রধানত:, দমনাত্মক উপায়সমূহই অবলম্বিত হইয়াছে, এবং তাহাতে দেশী লোকেরা যথেষ্ট বুদ্ধি, সাহস ও পদোচিত কর্তব্যপরায়ণতা দেখাইয়াছে। বড় বড় বৈপ্লৰিক ষড়যন্ত্র আবিষ্কার, বেআইনী ভাবে ক্রীত, নিৰ্ম্মিত ও রক্ষিত বন্দুক বোমা আদি আবিষ্কার, এবং বৈপ্লবিক । আসামী গ্রেপ্তার দেশী পুলিস কৰ্ম্মচারীরাই করিয়াছে । স্বতরাং দমনাত্মক কাজে দেশী লোকদের যোগ্যতা প্রমাণিত হইয়াছে। দ্বিতীয় উপায় এ পর্য্যস্ত অবলম্বিত হয় নাই। তাহা অবলম্বন করিতে হইলে দেশী মন্ত্রীরা ইংরেজ । রাজপুরুষদের চেয়ে যোগ্যতর পরামর্শদাতা ও রী হইবেন। - ...' ... ... ডেলী মেল ও মনিং পেষ্ট পরিচালকদের মত রাজনৈতিক মতওয়ালা ইংরেজরা সন্দেহ করে, যে, ব্যবস্থাপক সভার নিকট দামী মন্ত্রীরা বৈপ্লবিক চেষ্ট দমনে পূর্ণ শক্তি প্রয়োগ করবেন ন, কারণ তাহা করিলে তাহার ব্যবস্থাপক সভার বিশ্বাসএবং মন্ত্রিপদ হারাইবেন। এরূপ সন্দেহের সোজা মানে এই, যে, ভবিষ্যৎ ব্যবস্থাপক সভার সদস্তের বিপ্লবীদের সহায় বা প্রশ্রয়দাতা হইবেন, এবং দেশের লোকেরা ঐরুপ সদন্তদিগকেই অধিকাংশ স্বলে নিজেদের প্রতিনিধি নিৰ্ব্বাচন করবে। তাঁহাই যদি হয়, তাহার অর্থ হইবে এই যে, ভবিষ্মতে গবষ্মেন্টকে বিপ্লবপ্রার্থী অধিকাংশ জনগণের মতের বিরুদ্ধে বিপ্লবচেষ্টা দমন করিতে হইবে । দেশের অধিকাংশ লোক কখনও বিপ্লব চাহিবে কিন, তাহ বলিতে আমরা অসমর্থ, এবং তাহ চাহিলে সেরূপ অবস্থায় গবন্মেণ্ট বিপ্লববাদ দমন করিতে পারবেন কিনা, তাহাও বলিতে পারি না। বর্তমানে দেখা যাইতেছে, যে, সমুদয় সংবাদপত্র, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিলোপ চাহিতেছে, এবং সড়,