পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বোধ হয় করেন না। কিন্তু নারীহরণ নিবারণের জন্ত তাঁহাদের টাক ন-দিবার কোন কারণ নাই। মারোয়াড়ী ছাড়া গুজরাট, कर्छौं, निरौँ, नूिइनैौ, विशौं, भब्राठी, नििर्थ, उबिज ७वश् অনুপ্রদেশষেরাও ৰঙ্গে বিস্তর অর্থ উপার্জন করেন । র্তাহাদেরও এই কার্ষ্যে সাহায্য করা উচিত। পঞ্জাব, সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত ও বালুচিস্থানে হিন্দুনারীহরণ খুব হয়। অতএব কলিকতাপ্রবাসী ঐ সব প্রদেশের হিন্দুদের পক্ষে বাঙালী হিন্দুর ব্যথায় ৰাখী হওৰা স্বাভাবিক। ' বিহার, উড়িষ্যা, আগ্রী-অযোধ্যা, পঞ্জাব, মধ্যপ্রদেশ প্রকৃতিতে অনেক বাঙালী আছেন, র্যাহাঁদের অবস্থা স্বচ্ছল। তাদের এই একান্ত আবগুৰু সংকাজে দান করা উচিত। সকলেই যে বেশী কিছু দিতে পারিবেন, এমন নয়। এক পঞ্জল হইত্তে আরম্ভ করিয়া ধিনি যত বেশী পারেন, দান করুন। লক্ষ টাকা দিলেও তাহার সদ্ব্যয় হইবে। মাসে মালে কিছু দেওয়া আৰশুক ও বাছনীয়। নারীরক্ষার জন্য প্রধান অপ্রধান কয়েকটি সমিতি আছে। কলকাতার প্রধান ষে-তিনটির ঠিকান জানি, লিখিতেছি । ধার বে-খানে ইচ্ছা, টাকা পাঠাইতে পারেন। (১) ক্রযুক্ত কৃষ্ণকুমার মিত্র, নারীরক্ষাসমিতি, ৬ কলেজ স্কেয়্যার, কলিকাতা। (২) ক্রযুক্ত, তারাপ্রসন্ন ভাদুড়ী, সম্পাদক, নারীরক্ষাকমিটি, বঙ্গীয় প্রাদেশিক হিন্দুলভ, ৩৬ হারিসন রোড, কলিকাতা 1, - - : ( ৩) স্বামী সত্যানন্দ্ব, হিন্দুমিশনের সভাপতি, হিন্দুসংরক্ষণ ভাওয়ে, ৩২ বি, হরিশ চাটুজ্যে ষ্ট্রীট, কালীঘাট, कलेिकरङी । নারীরক্ষার একান্ত প্রয়োজনীয়তা ভারতবর্ষ পরাধীন। পক্ষাধীন ভারতবর্ষে স্বরাজ স্থাপনের জন্য অগণিত লোক নানা প্রকারে চেষ্টা, ভাগীকার, স্থখবরণ ও দুঃখ ভোগ করিয়া আসিতেছেন। তাহার প্রয়োজনও গুরুত্ব অবগুৰীকার্য। .. কিন্তু শানশালী পরিবর্তন অপেক্ষাও নারীরক্ষা অধিকতর জােৰশ্যক কাজ। জগতের ইতিহাসে এবং বর্তমান জগতে নানারকমের গবক্সেণ্ট, নানা রকমের শাসনপ্রণালী আছে। SඡHත তাহাঙ্গের মধ্যে আপেক্ষিক উৎকর্ষ অপকৰ্য আছে বটে, কিন্তু এমন বলা যায় না; যে, বিশেষ কোন একটি রকমের গবশ্নেণ্ট ভিন্ন সমাজস্থিতি লোকন্থিতি হইতে পারে না। অন্ত দিকে ইহা অতি স্পষ্ট ও সহজবোধ্য সত্য, যে, নারীরক্ষা ব্যতিরেকে সমাজস্থিতি অসম্ভব। শাসনপ্রণালীর এক গ্রান্তে যদি রুশিয়ার সোভিয়েট শাসনপ্রণালী এবং অন্ত প্রান্তে যদি কোন স্বেচ্ছাকারী রাজার শাসনপ্রণালী অবস্থিত মনে করা যায়, তাহা হইলে ইহা কোথাও দৃষ্ট হইবে না, যে, কোথাও এমন নিয়ম বা রীতি প্রচলিত আছে, যে, দুবৃত্তের অবাধে যে-কোন বালিকা বা নারীকে হরণ করিবে, অথচ তাহার শাস্তি বা সামাজিক শাসন হুইবে না । ভিন্ন ভিন্ন দেশে বিবাহ ও বিবাহচ্ছেদের ভিন্ন ভিন্ন প্রথা প্রচলিত থাকিতে পারে, কিন্তু নারীরক্ষার প্রয়োজনীয়তা সৰ্ব্বত্রই স্বীকৃত। ঋণসম্বন্ধ য় আইন সম্প্রতি বঙ্গীয় ব্যবস্থাপক সভা ঋণ, স্বদ, প্রভৃতি সম্বন্ধে একটি আইন প্রণয়ন করিয়াছেন। ইহার দ্বারা খাতকদের উপর অতিরিক্ত সুদখোর ঋণদাতাদের সকল রকম উপদ্রব নিবারিত হুইবে না বটে, কিন্তু কিছু হইবে। বাংলার ভিন্ন ভিন্ন জেলায় স্বদের হার কিরূপ বেশী, তাহা বঙ্গীয় ব্যাংকিং তদন্ত কমিটির রিপোর্ট হইতে জানা যায়। কোন জেলায় বার্ষিক শতকরা কত স্বদ তাহ লিখিত হইতেছে। বৰ্দ্ধমান ২৪ হইতে ১৭৫, বীরভূম ১৫ হইতে ৩৭০, বাঁকুড়া ১৫-২৫, মেদিনীপুর ১২—৭৫, হুগলী ১২—৩৭॥e, নদিয়া ৩৭০–৭৫, যশোর ১৮৭০-৭৫, খুলনা ২৫–৩৭is, মুর্শিদাবাদ ১৮—১২০, চব্বিশপরগণা ১৫-১৫০, ঢাকা ১২–১৯২, মৈমনসিং ২৪-২২৫, বাখরগঞ্জ ২৪—১০০, ফরিদপুর ১৫—১৫০, চট্টগ্রাম ১৫-৭৫,নোয়াখালি ২৪-৭৫, ত্রিপুরা ২৪-৭৫,রাজশাহী ১৮৬০—৭৫, পাবনা ৩৭॥৭—৩০•, দিনাজপুর ২৪-৭৫, রংপুর ৩৭৩ – ৬৬০, মালদহ ,۰نه –۰ن wtff R ,۰ه ــ• د ٦چیچrriه ,٩٤ــ۰با• د # 4ר צ-רצsisvgi বঙ্গের অনেক জেলায় প্রায় অর্ধেক চাষী ঋণগ্রস্ত । তাহদের ঋণের মোট পরিমাণ ভয়ানক। যেমন ফরিদপুরের चक्ट्रभिङ भ* २ cकठेि ७० जक, फांकांब्र s ८कै १७ जक ।