পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विविष अनण-छब्रटङब्रटनवागौ जनभ* 36.6 করিয়াছিলেন, ভারতবর্ষের আন্দোলকের ঠিক সেরূপ ফল লাভ করিতে পারিবেন না। কারণ, কোনও খ্ৰীষ্টিয়ান ও পাশ্চাত্য জাতির সহিত অন্ত খ্ৰীষ্টিয়ান পাশ্চাত্য জাতিদের যেরূপ সহানুভূতির উত্ৰেক হইতে, পারে, প্রাচ্য ও অখ্ৰীষ্টিয়ান জীযুত সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের প্রতি তাহা হইতে পারে না। পাছে কিছু সহানুভূতি হয়, এই জঙ্গ মিল মেয়ে, মিসেস প্যাটিশিয়া BBB BBBB BB BBBBB BBBBBB BB BB S BBBBS BBB B BBBB BBBB BBBB BBB DD হইয়াছে।. ভারতবর্ষের প্রতি সহায়স্কৃতি না হইবার আরও একটি কারণ আছে। ভারতবর্ধ যত দিন স্বশাসন ক্ষমতা হইতে বঞ্চিত থাকিবে, ততদিন তাহার পশ্যশিল্পের সমকৃ উন্নতি হইবে না, তাহার কাচা মাল, অন্ত দেশে গিয়া কারখানায় প্রস্তুত পণাস্ত্রব্যে পরিণত হইয়া আবার এখানেই বেশী দামে রপ্তানী ও বিক্ৰী হইবে। এ অবস্থায় ভারতবর্ষ পণ্যশিল্পপ্রধান অনেক দেশের পণ্যদ্রব্যের প্রভূত কাটতির জায়গা । ভারতবর্ষকে স্বশাসক হইতে সাহায্য করিয়া সেই সব দেশ কেন নিজেদের বাণিজ্যের ক্ষতি করিবে ? : এই সব কথা বিবেচনা করিলে, পণ্ডিতজী ষে ভারতবর্ষ ত্যাগ করিয়া বিদেশে যাইতে চান না, তাঙ্গ সমীচীন সম্বর বলিতে হইবে। তবে, বিদেশে ভারতবর্ষ সম্বন্ধে অজ্ঞতা অত্যন্ত বেশী এবং সেখানে উদারচেতা নিরপেক্ষ লোকও কিছু আছেন। এই জন্য তথায় ভারতবর্ষ সম্বন্ধে প্রকৃত তথ্য ও সত্য প্রচার করা একান্ত আবশ্যক। এই প্রচারকাৰ্য অবহেলা করা উচিত নহে। বিঠলভাই ও স্বভাষচন্দ্র ভারতবর্ষ সম্বন্ধে বিদেশী লোকদের অজ্ঞতা কিয়ং পরিমাণে দূর করিয়া দেশহিতসাধন করিতেছেন। ভারতের উপবাসী জনগণ ভারতবর্ষের সরকারী ইণ্ডিয়ান মেডিক্যাল সার্ভিসের ডিরেক্টর-জেনার্যাল স্তর জন মেগাউ ডাক্তারদের নিঞ্জ প্রশ্নপত্র পাঠাইয় তাহার উত্তরগুলি হইতে কতকগুলি দি 曦 উপনী ত হইয়াছেন। যথা (১) ভারতের জনগণের পুষ্টি সামান্তই ; ( ) তাহানের গড় আয়ু যত হওয়া উচিত ছিল, গ্ৰী অৰ্দ্ধেকেরও কম। (৩) যে দশ বৎসরে বৃষ্টির বিশেষ বঙ্কি হয় নাই, তাহাতে প্রতি পাঁচটি গ্রামের মধ্যে একটিতে। দুর্ভিক্ষ বা খাদ্যের প্রাপ্যতা ঘটতেছে। (৪) মৃত্যুর হার অত্যন্ত বেশী হওয়া সত্ত্বেও ভারতে খাদ্য-সামগ্রী ও অন্য প্রয়োজনীয় ত্রব্যের বৃদ্ধি অপেক্ষ লোকসংখ্যা বেশী বৃদ্ধি হইতেছে। (৫) যে-সব বালিকার এখনও স্কুলে পড়া উচিত, তাহাদিগকে পত্নী ও মাতা হইতে বাধা করা হয়, এবং তাহাদের অনেকে গর্ভধারণ ও প্রসবের ফলে মুত্যুমুখে পতিত হইতে বাধ্য। o