পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ আমার অন্তর বহিরিয়া আসিতারই স্রোতে ভেসে যায়। এপারের গান ভ’রে লই প্রাণে য’দিন এপারে আছি, ওপারের গানে কণ্ঠ মিলাব ওপারের কাছাকাছি। அ அ ஆ அ } আগ্রহণজ্জণs s৩so . { ২ঙ্ক সংখ্যা షి అతిత్ర - * , , কামিনী রায় কামিনী রায় , | সামর্থ্য আমার যেদিকে যা ছিল আজ তার কিছু নাই । বিশ্ব কৰ্ম্ম, দয়া করে দাও না কিছু কাজ । নবীনের হোথা করে কত কাজ, দূরে বসি দেখি তাই। কৰ্ম্মশালায় তব, ওঁদের বিপুল বলে-ভরা বাহু দ্রুতচ্ছন্দে যত চলে, বড় কাজে দিলেই হাত পাব দারুশ লাজ, আনন্দের ঢেউ নেচে নেচে উঠে আমার হৃদয়তলে। ছোট কাজেই রব । নুতন ভাবুক চিন্তায় তার হুঃসাধ্য সাধনে রত, যন্ত্র যেথা নির্ঘোষে তার কানে লাগায় তাল, মরুর মাঝারে নন্দন বন রচিছে মনের মত ; উত্তাপে যার রুদ্ধ শ্বাস, গাত্রে ধরে জালা, ; বায়ুতে ভাসায় তার কল্পনার বিচিত্র অম্বর-যান, সহ আমার হয় কি না হয় আচ্ছ।" তাহারি উপরে স্বপ্নতরী মোর নীরবে লইছে স্থান । সইতে শিখি দিনে দিনে একটু দূরে থেকে, . যাহা করি নাই, ওরা ক’রে যাক। স্বপ্নে কিবা চিন্তায় করতে শিখি কৰ্ম্ম যারা তাদের দেখে দেখে পাই নাই যাহা, বড় ভাগ্য মানি, দেখি যদি ওরা পায়। পরতে শিখি শক্ত কাজের যোগ্য যেই সাজু বীজের বপন যেই ক'রে থাকু শুভ চিন্তা কামনার, চৰ্ম্ম বৰ্ম্ম নব। " পালিয়া তরুরে যে ফলায় ফল, সমস্ত গৌরব তার। বিশ্বকৰ্ম্ম, দয়া ক’রে দাও না কিছু কাজ । ওদের কণ্ঠের উদাত্ত সঙ্গীত বহে মধু মূর্ছনায়, . কৰ্ম্মশালায় তব دهاهلا ,sي