পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

怒* ه د: পালনকথিত আছে অতি পুরাকালে হকরেখ নী ধলভূম ও ময়ূরভঞ্জ এই দুইটি রাজ্যকে পরস্পর পরম্পরের সহিত পৃথক করিয়া রাখিয়াছিল। এই নদীর উত্তরাশে লভূম রাজ্য ও দক্ষিণাংশ ব্যাপিক্স ময়ুরভঞ্জ রাজ্য এককালে }్చ • ༣༦ར་ཙ” “ར་ཟ༥༧མར་པཱུ་ལཱན་ཊཱ་བ་མང་སྡུག་ལྡུམ་ར་”༩“ • . * - *" রেলি লি (পিতলের শিট ও প্লেটের কারখানা), ব্রাল ফাউড়ী (পিতল প্রস্তুত করিবার - কারখালা), ওরৰিন ( খনি হইতে -এরিয়্যাল রোপের সাহায্যে তাম্রপ্রস্তরগুলি আদি এই স্থানে পতিত হইতেছে) ও এরিয়াল নােপরে তি এই জঙ্গলখণ্ডের মধ্যে সৰ্ব্বাপেক্ষা প্রতিপত্তিশালী হইয় উঠিয়াছিল, কিন্তু মহারাষ্ট্র-সেনানায়ক ভাস্কর পণ্ডিত ও রঘুজী ভোসলের অতর্কিত আক্রমণে ও অযথা লুণ্ঠনে ইহাঙ্গের প্রভাব অনেকটা কমিক্স যায়। এইরূপ একটা জনশ্রুতি প্রচলিত আছে যে, ময়ুরভঞ্জরাজ একদা বর্ষাকালে ধলভূমরাজের নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া বড়ই বিপদে পড়িয়া যান। তাহাকে সাত দিন ধরিয়া উপরোক্ত আমাইনগরের পারে বসিয়া থাকিতে হুইয়াছিল। তিনি আসিয়া দেখিলেন, আকস্মিক ঢলে স্ববর্ণরেখার দুই কুল পুর্ণ হইয়া উঠিয়াছে। স্বতরাং লীলাচঞ্চল সুবর্ণরেখার সেই উদ্ধাম নৰ্ত্তনের মধ্যে পাড়ি জমাইবার আশা তখনকার মত র্তাহাক পরিত্যাগ করিতে হইল। এদিকে আকাশও ক্রমে ক্রমে ঘনঘটায় আচ্ছন্ন হইয়া বর্ষণ স্বল্প করিয়া লি। অগত্য পট্টবাসের ব্যবস্থা করিয়া সপ্তদিবসব্যাপী এই দারুণ দৈবছর্যোগের মধ্যে নদীকিনারে উহাকে অতিবাহিত করিতে হয়। এই সময়ে এই স্থানের প্রাকৃতিক দৃশ্বে তিনি মুগ্ধ হইয়া भक डिनि ऋन कन नक्का कविगन, wरे प्रदर्भ ভবন রচনা করাইবেন। অল্পদিনের মধ্যেই তাহার সঙ্কল্প কার্ঘ্যে পরিণত হইল। নদীর অপর পারে অবস্থিত ঘাটশিলার রাজপ্রাসাদের চেয়েও চিত্তাকর্ষক একখানি মনোরম প্রাসাদ নিৰ্ম্মিত হইল। অনেকে জালিয়া এই নবনিৰ্ম্মিত প্রাসাদের আশপাশে নিজ নিজ বাসভবন নিৰ্ম্মাণ করিয়া বসবাস করিতে লাগিল। অচিয়ে এই স্থান লোকজনে পরিপূর্ণ হইয়া উঠিল ও ক্রমে ক্রমে ইহা একটি ক্ষুদ্র নগরে পরিণত হইল । সেই সময়ে আমাই সর্দার নামে জনৈক বৃদ্ধ সাওতাল ইজারা বন্দোবস্ত লইয়৷ এই জঙ্গলমধ্যে বাস করিতেছিল। এই স্থানের সাওতালদের উপর তাহার যথেষ্টই প্রসার-প্রতিপত্তি ছিল। সকলে তাহাকে বেশ মানিয়া চলিত ও সর্দার বলিয়া ভাকিত । এই আমাই সর্দার তাহার লোকজনদের দ্বারা এই স্থানের ভীষণ জঙ্গল কাটিয়া দিয়া এই সময়ে রাজাকে বিশেষ সাহায্য করে। সেই কারণে ময়ুরভঞ্জ-রাজ সন্তুষ্ট হইয় তাহার নামানুসারে এই জনপদটির নামকরণ করিয়াছিলেন আমাইনগর। কালের কুটিলগতিতে এখন আর সেই রাজপ্রাসাদের কোন চিহ্ন নাই। সেই স্বদ্বগু নগরীরও কোন অস্তিত্ব নাই। এখন আছে কেবল কয়েক ঘর মৎস্যজীবী, ধরা ( ধীবর ) আর সেই স্থানের নাম এখনও আমাইনগর এবং স্ববর্ণরেখার সেই ঘাটটি এখনও আমাইনগরের খেয়াঘাট বলিয়া প্রসিদ্ধি লাভ कब्रिब्र अनि उ८छ । - আমার অবস্থিতি এই অামাইনগরের খেয়াঘাট হইতে বেশী দূরে নয়। সকল সময়েই ঐ প্লটটি জামার নজরে পড়ে। সারাদিন ধরিয়া কত নরনারী, কত পরিচিত ও লিব কে রাখে । তবুও আমি বলিয় বলা দেখি, কত

  • * :్వు- :w*