পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3bro, &e:Tal; SనOBO “.ੀ ’ , अकश्चन वैकाझेझ बणिण-‘वt६, पd । कि डू झटक রাজেন ও গোরাটা ভুব দিল । उांझ्रण छडूध झ ?” “...গোত্তা দিয়েচে সৰ।।” একজন হয়ার-গোছের ছোকরা ও-কিনারা থেকে বলিল— “নজর রাখিল ” “ফুল ছুড়ুই,-চন্দনে ডুবিয়ে ” রাজেন মুখ তুলিয়া প্রশ্ন করিল—“কতক্ষণ ডুবে থাকা গোরাচাদ দম লইয়া বলিল—“আমরা বরাত্রীর इांश् r” झळ ।” গোরাচাদ প্রতিপ্রশ্ন করিল--"কতক্ষণ ভেসে থাকা যায় ? জামার পেটে জায়গায়ই ছিল না, তার ওপর জল ..” রাজেন বলিল—“পানার জল ।...উ, কি কামড়ায় র্যা ?” গণশা বলিল—“ম-মাছ বোধ হয়, পো প্লোষা মাছ।” রাজেন বলিল—“উঃ, পোষাই বটে ওদের,—ছিড়ে ফেললে ।” গোরাচাদ বলিল-“আবার পচা গোবরের চার পেয়েচে कि नl...” যে টর্চ জানিতে গিয়াছিল, খিড়কির নিকট হইতে চেচাইয়া বলিল—“বরযাত্রীরা তে নেই জ ও-দ, দু-জন খালি মদ খেয়ে নাক ডাকাচ্চে । ‘ডাকাত পড়েচে’ বলতে বললে —পড়ে থাক, উঠিও না ।” পুকুরের একদিক থেকে জগু-দার কর্কশ আওয়াজ হুইল— “আপনারা তাহলে কোন দিকে আছেন মশাই ? একবার টচটা বের করুন না ।” অপর একজন বলিল—“তারা আবার এই সময় কোথায় গেল ? পরের ছেলে ভাবনার কথা তো !...” গোরাচাদ বলিল—“এই গণশ, এই তালে জানিয়ে দে, আমরা এখানে, কোন ভাবনা নেই...” রাজেন বলিল-—“আর টর্চটা ভিজে গেচে...” গণশ বোধ হয় জানাইতে যাইতেছিল, কিন্তু ঠিক এই সময় পাশে একটা ঢিল আসিয়া পড়ায়, সে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ডুবিয়া পড়িল । “ঐ যে, ঐ খানটায়...একটা ঘায়েল হয়েচে ”—সঙ্গে সঙ্গে জারও কয়েকটা ছোটবড় ঢিল আসিয়া আশেপাশে পড়িল । একটা বন্দুকের আওয়াজও হইল । আর দেরি করা চলে না। গোরাচাদ ইাপাইতে ছাপাইতে চেঁচাইরা বলিল-“ঢ়িল ছুড়বেন না।” রাজেন বলিল—“বদুৰও ছুড়বেন না।” চারিদিকট একটু নিন্তব্ধ হইয়া গেল, আধ মিনিটটাক মাত্র। তাহার পর সকলের বুদ্ধি ফিরিয়া আসিল। ওপারে কে একজন বলিল-“রসিক আছে তো !” পেঁপের গাছে ঘোখন এই তালে বলিতে যাইতেছিল— “আমিও একজন আছি এখানে” ; কিন্তু অবিশ্বাসের বহর দেখিয়া আর বলা হইল না । পাশের কিনারা থেকে উত্তর আসিল—“ঐ ষে শুনেচে— বরযাত্রীদের পাওয়া যাচ্চে না...ওরে আমার চালাক রে ” তিনজন এই দিকেই অগ্রসর হইতেছিল ; পায়ে মাটি ঠেকিল । রাজেন বলিল—“না, দিব্যি করে বলচি—আমরা বরযাত্রী উঠলেই টের পাবেন। ..খু-খু-কি পান রে বাবা ।” গণশ লম্বা ডুব গালিয়া অতিরিক্ত ছাপাইতেছিল। রাজেন বলিল—“রঘুবাদি এদিকে নেই তো?" আবার সেই উৎকট বক্রোক্তি—“বটে, বটে। —ওরে রঘুকে ডাক ৷” তিনজনে আবার ঝপাঝপ করিয়া জলে পড়িল। তখন জগু-দার কণ্ঠের আওয়াজ হইল,--“আচ্ছ, উঠে আয়; কিন্তু এক এক করে। —রযু, তুই একটু ওদিকেই থাক, তোয়ের থাকবি কিন্তু ?” রাজেন প্রথমে উঠিল!-হাত-পা একরকম অবশ হইয়৷ গিয়াছে, সৰ্ব্বাঙ্গে পাক, পান, কুটাকাটি। ঠক্ ঠক্‌ করিয়া কাপুনি কোমরে জড়ান র্যাপারের পরতে একটা বড় চাদামাছ লণ্ঠনের আলোয় চক্চক্ করিতেছে। বুকট হাপরের মত ওঠানামা করিতেছে ; কোন রকমে দু’টো কথা ধাক্কা দিয়া বাহির করিল-“এই দেখুন।” পূৰ্ব্বপরিচিত সেই কালে, লম্বা ছেলেট বলিল—“বা, কি চমৎকার!” জার একজন বলিল—“চোখ জুড়িয়ে গেল ।”